/* */

PDA

View Full Version : ভ্রমণ



Muslim Woman
03-07-2016, 06:19 AM
:sl:





ভ্রমণ

অনুবাদ : কাজী শফিকুল আযম

এক ব্যক্তি তার স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে গাড়িতে চড়ে দূরের এক জায়গায় বেড়াতে বের হলো । পথে রাস্তার ধারে একজনকে দাড়িয়ে থাকতে দেখলো তারা । জানতে চাওয়া হলো , আপনি কে ? লোকটি জবাব দিল , আমি টাকা । তখন পরিবারের গৃহকর্তা সবার কাছে জানতে চাইলো , আমরা কি আমাদের সাথে একে সাথে নেব ? স্ত্রী ও সন্তান সবাই বলে উঠলো , অবশ্যই । টাকা আমাদের খুব দরকার ।

সবাই মিলে ঠিক করলো টাকা ছাড়া যেহেতু জীবনে চলাফেরা অসম্ভব , তাই টাকাকে অবশ্যই সাথে রাখতে হবে ।

গাড়ি আবার চলতে লাগলো । একটু পরে আরো এক লোককে দাড়িয়ে থাকতে দেখা গেল । তার পরিচয় জানতে চাওয়া হলে সে বললো , আমি সম্মান , ক্ষমতা , প্রতিপত্তি । গৃহকর্তা আবারো পরিবারের সবার কাছে প্রশ্ন করলো , আমরা কি একে আমাদের সাথে নিয়ে নেব ? সবাই বললো , হ্যাঁ । কেননা , ভালভাবে বেঁচে থাকতে উচ্চ মর্যাদা আর ক্ষমতার খুব দরকার । কোনকিছু পেতে হলে হলে এসবের দরকার পড়ে । তাই তারা মর্যাদা ও ক্ষমতাকে তাদের সাথে নিয়ে নিল ।


গাড়ি আবার চলতে শুরু করলো । চলতে চলতে পথে এভাবে অনেকের সাথে দেখা হলো । ওরা তাদেরকে আরাম আয়েশ , জীবনের ভোগবিলাসের প্রতিশ্রুতি দিল । যাত্রার একদম শেষের দিকে দেখা গেল আরেকজন দাড়িয়ে আছে । গৃহকর্তা এর কাছেও জানতে চাইলো , তুমি কে হে ? লোকটি জবাব দিল , আমি দ্বীন ইসলাম । গৃহকর্তা যথারীতি পরিবারের সবার কাছে জানতে চাইলো , একে কি সাথে নেব ?



সবাই একযোগে বলে উঠলো , না , না ; ধর্মকে সাথে নেয়ার দরকার নেই । আমরা আনন্দ ভ্রমণে বের হয়েছি , জীবনকে উপভোগ করতে চাই । ধর্ম সাথে থাকলে আমাদেরকে এসব থেকে দূরে রাখার চেষ্টা করবে । ইসলাম ধর্ম আমাদেরকে ইচ্ছামত জীবন উপভোগ করতে দেবে না । হালাল ,হারাম , সালাত , রোজা , হিজাব এসব নানা বিষয় আমাদের উপর চাপিয়ে দিয়ে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে । এসব আমাদের জন্য বোঝা হয়ে যাবে ।



গৃহকর্তার নিজেরও ধর্মকে সাথে নেয়ার খুব একটা ইচ্ছা ছিল না । পরিবারের সবার সমর্থন পেয়ে তাই সে আরো আরো উৎসাহিত হলো আর ধর্মকে বললো , ভাই , খুব দু:খিত যে তোমাকে আমরা সাথে নিতে পারছি না । তবে জীবন উপভোগ করে তারপর আমরা চেষ্টা করবো ফেরার পথে তোমাকে সাথে নিতে ।



এভাবে ধর্মকে পিছনে ফেলে সবাই গাড়ি নিয়ে ছুটে চললো জীবনকে ভোগ করার জন্য ।

হঠাৎ করে তারা দেখলো পথে একটি চেকপোস্ট । সেখানে একটি সাইনবোর্ডে লেখা আছে থামুন । বাধ্য হয়ে গাড়ি থামালো তারা । এক পাহারাদার গাড়ির কাছে এসে গৃহকর্তাকে নামতে বললো । গাড়ি থেকে নেমে আসার পর তাকে বলা হলো , তোমার যাত্রা শেষ হয়েছে । তোমাকে আমার সাথে এখনই এখান থেকে চলে যেতে হবে ।


গৃহকর্তা ভয়ে , আতংকে কোন কথা বলতে পারলো না । পাহারাদার বললো , আমি দ্বীন ইসলাম কে খুঁজছি । সে কি তোমার সাথে আছে ? গৃহকর্তা ভয়ে ভয়ে জবাব দিল , না , তাকে আমি এখন সাথে নেই নি , তবে সফর শেষে সাথে নেব বলেছি । আপনি যদি অনুমতি দেন তাহলে এখনই আমি তাকে গিয়ে নিয়ে আসতে পারি ।

পাহারাদার বললো , না , তোমার যাত্রা শেষ হয়েছে । পিছনে ফিরে যাওয়া বা সামনে এগিয়ে যাওয়ার কোন সুযোগ নেই তোমার । এটা অসম্ভব ।

গৃহকর্তা কাকুতি - মিনতি করে বললো , কিন্ত্ত আমার কাছে অনেক টাকা আছে , ক্ষমতা , সম্মান , প্রতিপত্তি , মর্যাদা , সুন্দরী স্ত্রী , স্বাস্থ্যবান মেধাবী ছেলেমেয়ে আছে ; আছে আরো অনেক কিছু ।
আমাকে এখন দ্বীনকে পাওয়ার সুযোগ দিন ।

পাহারাদার বললো , না , দ্বীনকে পাওয়ার সুযোগ তোমাকে দেয়া হয়েছিল , তুমি তা নাও নি । আর কোন সুযোগ তুমি পাবে না । যা সম্পদ দুনিয়ায় তোমার ছিল , সেসব তোমার এখন কোন উপকারে আসবে না । আল্লাহর সামনে যেদিন বিচারের জন্য যাবে , সেদিনও এসব তোমার কোন কাজে আসবে না । একমাত্র দ্বীন ইসলামই তোমাকে রক্ষা করতে পারতো যা তুমি পিছনে অবহেলায় ফেলে রেখে এসেছো ।

গৃহকর্তা জানতে চাইলো , আপনি আসলে কে ?

জবাব পেল , আমি মৃত্যু । তুমি আমাকে এতদিন ভুলে ছিলে কিন্ত্ত আমি তোমাকে ভুলি নি । এখন তোমার সময় শেষ , তাই আমি তোমার কাছে এসেছি । সবাইকে ফেলে তুমি এখন আমার সাথে চলে যাবে অনন্তকালের যাত্রাপথে ।


গৃহকর্তা ঘুরে নিজের গাড়ির দিকে তাকিয়ে দেখলো তাকে ফেলে রেখে সবাই চলে যাচ্ছে - দূরে , আরো দূরে । সে এখন একা , কেউ তার সাথে নেই ।

বেঁচে থাকতে আমরা যেন আমাদের দ্বীনকে ভুলে না যাই । ইসলামই আমাদেরকে কবর জীবনে ও কিয়ামতের দিনে রক্ষা করবে । যে ইসলাম বা আল্লাহকে ভুলে যায় , কিয়ামতের দিনে আল্লাহ তাদের প্রতি দয়া দেখাবেন না । কিয়ামতের দিন আমাদের উপকারে আসবে , আমরা যেন বেশী বেশি করে সেসব কাজ করতে পারি , আল্লাহ তওফিক দিন , আমীন ।


জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিয়ামতের দিন তোমাদের কর্মফল পূর্ণমাত্রায় দেয়া হবে । যাকে আগুন থেকে দূরে রাখা হবে এবং বেহেশত যে লাভ করবে সেই সফলকাম ; এবং পার্থিব জীবন ছলনাময় ভোগ ছাড়া কিছুই না (সুরা ইমরান , ৩: ১৮৫ )
আল্লাহ বলেছেন , আজ তোমাদের জন্য তোমাদের দ্বীন পূর্ণাংগ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন মনোনীত করলাম । ( পবিত্র কুরআন সুরা মায়েদা ; ৫ : ৩ ) ।


আল্লাহ আমাদের সতর্ক করে বলেছেন , এবং জেনে রাখো যে , তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি তো এক পরীক্ষা এবং নিশ্চয়ই আল্লাহর কাছে আছে মহাপুরষ্কার ( সুরা আনফাল : ৮:২৮)

ksazam@gmail.com


Reply

Hey there! Looks like you're enjoying the discussion, but you're not signed up for an account.

When you create an account, you can participate in the discussions and share your thoughts. You also get notifications, here and via email, whenever new posts are made. And you can like posts and make new friends.
Sign Up
British Wholesales - Certified Wholesale Linen & Towels

IslamicBoard

Experience a richer experience on our mobile app!