/* */

PDA

View Full Version : তাহাজ্জুদ



Muslim Woman
06-28-2021, 12:45 PM
বিসমিল্লাহ
**

যারা তাহাজ্জুদ পড়েন/পড়তে চান, তাদের জন্য :

১. হাসান বসরী (র.) কে প্রশ্ন করা হলো :
"ما بال المتهجدين من أحسن الناس وجوهاً ؟ قال : لأنهم خلو بالرحمن فألبسهم نوراً من نوره" .


“তাহাজ্জুদগুজারদ� �র চেহারা সবার চেয়ে সুন্দর কেন?
তিনি বললেন : কারণ, তারা রহমানের সাথে নির্জনে একত্রিত হয়। তাই রহমান তাদেরকে নিজের পক্ষ থেকে নূরের পোষাক পরিয়ে দিন”।

২.
قال رجل للحسن البصري : يا أبا سعيد : إني أبِيت معافى ، وأحب قيام الليل ، وأعِدّ طهوري ، فما بالي لا أقوم ؟ فقال الحسن : ذنوبك قيدتْك .


এক ব্যক্তি হাসান বসরীকে বললো : হে আবু সাঈদ! আমি সুস্থাবস্থায় রাত কাটিয়ে দিই। পবিত্রতা নিয়ে বিছানায় যাই কিয়ামুললাইল/তাহাজ্জুদ পড়ার অভিপ্রায়ে। কিন্তু আমার কী হলো, আমি রাতে জাগতে পারি না?

হাসান বসরী বললেন : তোমাকে তোমার গুনাহ শিকল পরিয়ে দিয়েছে।

৩.
قال رجل لإبراهيم بن أدهم : إني لا أقدر على قيام الليل، فصف لي دواء . فقال : لا تعصه بالنهار ، وهو يُقيمك بين يديه في الليل ، فإن وقوفك بين يديه في الليل من أعظم الشرف ، والعاصي لا يستحق ذلك الشرف .


এক ব্যক্তি ইব্রাহীম বিন আদহাম কে প্রশ্ন করলো : আমি তাহাজ্জুদ পড়তে পারি না কেন? এর কোন প্রতিকার আছে কী?

ইব্রাহীম বললেন :

দিবা ভাগে আল্লাহর নাফরমানী করো না। তাহলে আল্লাহ রাতে তোমাকে তাঁর সামনে দাঁড় করিয়ে দিবেন।
কারণ, রাতে আল্লাহর সামনে দাঁড়ানো একটি মহাসম্মানজনক ব্যাপার।
আর নাফরমান ঐ সম্মানের যোগ্য নয়।

লেখাঃ Drbm Mofizur Rahman (হাফি.)
Reply

Login/Register to hide ads. Scroll down for more posts
Muslim Woman
02-18-2022, 07:42 AM
বিসমিল্লাহ

***কপি***

১: তাহাজ্জুদ পড়ার সময় যদি অদৃশ্য উর্দ্ধলোকের পর্দা উঠিয়ে দেয়া হত, আমি অবাক বিস্ময়ে দেখতাম, একদল ফিরিশতা আমাকে ঘিরে আছেন। আমার তিলাওয়া-তাসবীহ মনোযোগ দিয়ে শুনছেন। আমার দোয়ায় আমীন বলছেন। তারা আমার সম্মানেই উর্দ্ধলোক থেকে নেমে এসেছেন।

২. শেষরাতের আঁধারে, ঘরের গহীন কোণে, তাহাজ্জুদরত আমি ফিরিশতার চোখে এক উজ্জ্বল তারকাসদৃশ। আমি যেমন আঁধার রাতে আকাশে জ্বলজ্বলে তারার দিকে বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি, ফিরিশতাগনও আমার দিকে চেয়ে থাকেন। ফিরিশতাগনের প্রভাবে আমার উপর প্রশান্তি বর্ষিত হতে থাকে। আমার চারপাশে বিরাজ করতে থাকে, সুখদ এক আবহ।

৩. বারবার বিরতিহীনভাবে দরজায় টোকা দিতে থাকলে, একসময় না একসময় গেরস্ত দরজা খোলেই। আমি তাহাজ্জুদের পর, ফিরিশিতাবেষ্টিত আবহে আল্লাহর কাছে দোয়া করলে, ফিরিশতাদের আমীনের বরকতে রাব্বে কারীম আমার দোয়া কবুল করেই নেবেন।

৪: দু’হাত তুলে দোয়া করার সময়, শুন্য দুই তালুর প্রতি খেয়াল করে দেখব। কী অসহায়, নিঃসম্বল উজাড় দুটি হাত। কী অক্ষম আর অসহায়। অপরদিকে আল্লাহ? কী অপরিসীম শক্তিশালী। কী বিশাল খাজানার মালিক।

৫. আল্লাহর যিকিরের কী যে অপরিমেয় উপকারিতা, কিয়ামুল লাইলে দাঁড়ানো ব্যক্তি যদি তা জানত, আল্লাহর যিকির কতভাবে বান্দাকে বিপদাপদ থেকে রক্ষা করে, তা যদি যিকিরকারী জানত, তাহলে তার একটি নিঃশ্বাসও আল্লাহর যিকিরবিহীন কাটত না। একটি রাতও তাহাজ্জুদ ছেড়ে ঘুমুত না।

✍️ শায়খ আতিক উল্লাহ
Reply

Hey there! Looks like you're enjoying the discussion, but you're not signed up for an account.

When you create an account, you can participate in the discussions and share your thoughts. You also get notifications, here and via email, whenever new posts are made. And you can like posts and make new friends.
Sign Up
British Wholesales - Certified Wholesale Linen & Towels | Holiday in the Maldives

IslamicBoard

Experience a richer experience on our mobile app!