প্রশ্নঃ আযানের সময় মেয়েরা মাথায় কাপড় দেয় কেন?
.
উত্তরঃ শহীদুল্লাহ্ খান মাদানী ৷
.
এই বিষয়টা আমার কাছে হাস্যকর মনে হয় ৷ তা কেমনে? তবে এর পিছনে একটি যুক্তি দেয়া যেতে পারে যে মেয়েদের তো সাধারণত মাথায় কাপড় রাখার নিয়ম ৷ বিশেষ করে ঘর থেকে বাইরে বের হলে মাথায় কাপড় রাখা ফরয ৷ কিন্তু কিছু মেয়ে রয়েছেন যারা ঘর থেকে বাইরে বের হলে মাথায় কাপড় থাকে না ৷ কিন্তু আযান শুনলেই শুধু মাথায় কাপড় দেয় ৷ এর একটা কারণ আছে ৷

কারণটা হল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

যখন সালাতের জন্য আযান দেয়া হয়, তখন শয়তান হাওয়া ছেড়ে পলায়ন করে, যাতে সে আযানের শব্দ না শোনে। যখন আযান শেষ হয়ে যায়, তখন সে আবার ফিরে আসে।

[বইঃ সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন্স), অধ্যায়ঃ ১০/ আযান, হাদিস নম্বরঃ ৬০৮ ৷ বইঃ সহীহ মুসলিম (ইফাঃ), অধ্যায়ঃ ৪/ কিতাবুস স্বলাত, হাদিস নম্বরঃ ৭৪২ ৷]



তাহলে যে মেয়ে মানুষের মাথায় কাপড় ছিল না শয়তানের অনুসরণ করার কারণে ৷ এখন আযান হওয়ার সাথে সাথে শয়তান ভেগে যায় তাই এজন্যই এই সময়টায় মাথায় কাপড় দেয় ৷ কারণ মাথায় কাপড় দেয়া এটা হল ইসলামের নির্দেশ ৷ শয়তান তাকে আগে বাঁধা দিয়ে রেখেছিল ৷ শয়তান তার সাথে ছিল ৷ এখন আযান হওয়ার সাথে সাথে শয়তান দূরে চলে যায় তাই এখন মাথায় কাপড় দেয়ার সুযোগ পায় ৷

আমরা বলব যে যারা শয়তানকে সাথে রাখতে চায় তারাই মাথায় কাপড় দেয় না ৷ মাথা খালি রাখে ৷ ঘরের ভিতরে যদি হয় নিজের স্বামীর সামনে, নিজের ছেলে-মেয়ের সামনে সেখানে মাথা খোলা থাকলে অসুবিধা নেই ৷ কিন্তু অন্য পুরুষের সামনে বাইরে যখন বের হবে অবশ্যই প্রতিটি মুসলিম নারীর জন্য মাথায় কাপড়/পর্দা থাকতেই হবে ৷ তো আযান শুনলে দিতে হবে আর না হলে দিতে হবে না এটা ইসলামের নিয়ম নয় ৷ বিষয়ইটা হল এই যে আযান শুনলে শয়তান সরে যায় তাই মাথায় কাপড় দেয়ার হুঁশ আসে ৷