পারিবারিক সাদাকা বক্স
_______________________
রাসূল (সঃ) এর সুন্নত পরিবারের মাঝে পুনরজ্জিবীত করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আসুন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিন পরিবারের মহিলা এবং সন্তানদের মাঝে সাদাকা করার অভ্যাস গড়ে তুলি।
আসুন আমরা নিজের পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এবং সমাজে প্রতিদিন সাদাকার গুরুত্ব ছড়িয়ে দিয়ে রাসূল (সঃ) এর সুন্নত প্রতিষ্ঠায় অংশীদার হই।
বক্সটি পূর্ণ হলে তা নিজের দেশের গরীব স্বজনদের মাঝে বণ্টন করি।
#আমি ভেবেছি ২ টাকা করে হলেও পরিবারের সবাইকে প্রতিদিন এই দানে শরিক করাবো ইন শা আল্লাহ এতে করে আমরা সবাই প্রতিদিন দানের সওয়াব পেয়ে যাবো ইন শা আল্লাহ।

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন “কিয়ামতের দিন সমস্ত মানুষের মাঝে ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক দানবীর তার দান-খয়রাতের ছায়ার নিচে অবস্থান করবে।(সহিহ ইবনে খুজাইমা, তাহকিক আলবানি, সহিহ তারগিব-৮৭২)
এ হাদিস শ্রবণ করে আবু মারসাদ কোন দিন ভুলেও কিছু না কিছু সদকা করতে ছাড়তেন না। হয় কেক না হয় পিয়াজ (ছোট কিছুও) তিনি দান করতেন।(সহীহ তারগিব)

"ওকবা ইবনু আমের (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেন, “নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় এবং কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়াতলে ছায়া গ্রহণ করবে"। (সিলসিলাহ সহীহাহ হাদিস- ১৮১৬, ৩৪৮৪)
সংগ্ৰহীত




https://www.facebook.com/groups/4978...4166982671864/