বউ-শাশুড়ির ঝগড়াঝাটি ও মনোমালিন্য: ইসলামী সমাধান
▬▬▬ ◈◉◈▬▬▬
প্রশ্ন: বর্তমানে বউয়েরা শাশুড়িদের প্রতি ছোট ছোট বিষয় নিয়ে বিদ্বেষ পোষণ করে এবং ঝগড়া-ঝাটিতে লিপ্ত হয়। এ ক্ষেত্রে শাশুড়িরাও পিছিয়ে নেই। সুতরাং এ বিষয়ে ইসলামের দিক-নির্দেশনা কি?

উত্তর:
ইসলাম মানুষকে উত্তম চরিত্র, সুন্দর কথা, নম্র ব্যবহার, বিনয়, ধৈর্য, সহনশীলতা, ক্ষমা, বড়দের প্রতি সম্মান ও ছোটদের প্রতি স্নেহ-মমতা ইত্যাদি মহৎগুণের প্রশিক্ষণ দেয়।

সুতরাং কোন মুসলিমের জন্য অপর মুসলিমের প্রতি বিদ্বেষ পোষণ করা, তার সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া, গালাগালি করা, খারাপ ব্যবহার করা জায়েয নাই- চাই সে বউ হোক, শ্বশুর হোক, শাশুড়ি হোক, স্বামী হোক, স্ত্রী হোক বা অন্য কেউ হোক। ইসলামের বিধান সকলের জন্য সমান।

কেউ যদি অন্যায়ভাবে কাউকে গালি দেয়, কষ্ট দেয়, কারও সাথে খারাপ আচরণ করে বা ঝগড়া-ঝাটি করে তাহলে সে তার প্রতি জুলুম করল। আর আখিরাতে জুলুমের পরিণাম খুবই খারাপ।

নিম্নে এ বিষয়টি হাদিসের আলোক তুলে ধরা হল: