বিসমিল্লাহ

**


আমি ধনী আত্মীয় এবং বান্ধবীদের বাসায় খুব কম যাই। কখনো মেয়েদেরকে যদি ধনী কারো বাসায় নিয়ে যাই, তারা ফিরে এসে প্রশ্ন করবে, 'কেন আমাদের এটা নাই, ওটা নাই?'

এরপর থেকে সাবধান হয়ে যাই। ওদের নিয়ে কোথাও যাওয়ার আগে দশবার ভাবি।

নিজেদের থেকে কম আর্থিক সামর্থের মানুষদের বাসায় বেড়াতে নিয়ে যাই। যেন তাদের অন্তর কৃতজ্ঞ হয়।

ধনী ব্যক্তির সান্নিধ্যে না যাওয়ার ব্যাপারে নিচের লেখাটি আমাকে উদ্ভুদ্ধ করেছে ঃ

“মুমিন বাক্তি কোনো স্থানে গমন করে, কোনো মজলিসে বসে, কোনো খাবার খায় এসব কিছুর প্রভাবে তার অন্তর পরিবর্তিত হয়ে যায়। সুতরাং তোমরা ধনীদের কাছে গমন করা থেকে বিরত থাকো।

কারণ, তাদের কাছে গমন করা মুমিন ব্যক্তির অন্তর পরিবর্তন করে দেয়। তখন সে নিজের কাছে থাকা নিআমাতের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যায়।”

— হাসান বাসরি (রহ.)
.
এখানে মূল ম্যাসেজ শুধু ধনীদের কাছে গমন করা নয়। বরং অন্তরের যে দৃষ্টি রয়েছে, সেটার হেফাজত নিয়ে কথা হচ্ছে। এ এমন এক শুদ্ধি-যাত্রা, যে যাত্রায় নফসের বহু রোগবালাই সেরে যায়। ধৈর্য। এই যাত্রায় মূলই হচ্ছে ধৈর্য।
.
জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা ধৈর্যের এই পথ কামড়ে ধরে থাকতে পারতাম, দুনিয়া নিয়ে আমাদের অসন্তুষ্টি অনেকাংশই উবে যেত।

--------------
বই: তাবিয়িদের চোখে দুনিয়া, ইমাম আহমাদ
ছবি কার্টেসি: আহলিয়া

©Bushra