বিসমিল্লাহ

***কপি***


সূরা কাহফ তিলাওয়াত করতে কতো সময় লাগে বলুন ত? সর্বোচ্চ ৩০-৪০ মিনিট।

কতো সময় ত ফোনের ফেসবুক, ইউটিউব স্ক্রল করতে করতেই চলে যায়। নূর যা আপনার পথ চলার সহায়ক, সূরা কাহফ আপনাকে এক জুম'আ থেকে আরেক জুম'আ পর্যন্ত নূর দিবে।

তাহলে কেনো আপনি সেই নূর থেকে বঞ্চিত হবেন। পড়ে ফেলুন সূরা কাহফ আর নূর দ্বারা আলোকিত হোক আপনার জীবন সংসার।

“যে কেউ শুক্রবারে সূরা আল-কাহাফ পড়বে পরবর্তী জুম'আ পর্যন্ত সে নূর দ্বারা আলোকিত থাকবে।” [মুস্তাদরাকে হাকিম: ২/৩৬৮]

তাহলে অপেক্ষা কিসের কুরআন খুলে বসে পড়ুন....

#Dawah