একজন আলিম বলেছিলেন, এক ব্যক্তি এসে ওনাকে বলল আমাকে যাদু হয়েছে, আপনি আমাকে ফুঁ দিয়ে দিন। তিনি জিজ্ঞেস করলেন, কীভাবে বুঝলে তোমাকে যাদু করা হয়েছে?

সে বলল, আমার কিছুই ভালো লাগে না, কোনে কাজেই মন বসে না, মনে হয় যেন বুকের উপর ভারি কিছু এসে ভর করেছে, নিশ্বাস নিতে কষ্ট হয়।

শাইখ জিজ্ঞেস করলেন, আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেমন?

সে বলল, খুব খারাপ। শাইখ তাকে উপদেশ দিলেন, তুমি আগে আল্লাহর সাথে সম্পর্কটা ভালো করো, নামায পড়ো আর যদি কোনো গোপন গুনাহে লিপ্ত থাকো তা ছেড়ে দাও! এবং এর কয়দিন পর সেই লোকের সমস্যা সত্যি সত্যি কেটে গেল।

সুতরাং দিনশেষে আমাদের নিজেকে প্রশ্ন করা উচিত আসলেই। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কেমন?

সাহাবিদের সাথে আমাদের মূল তফাৎ এই জায়গাতেই, আমরা আমাদের হৃদয়ের জমিনকে আল্লাহর স্মরণ দিয়ে প্রস্তুত করিনি।

আমাদের ঐ জায়গাটা সবসময়ই অপূর্ণ রয়ে যায়, সে কখনো শান্ত হয় না, সে কখনো প্রশান্তির খোঁজ পায় না। অথচ আমাদের আজ সুখ-শান্তি উপভোগের যত দুনিয়াবি উপকরণ আছে তার কিছুই সাহাবিদের ছিল না। তা সত্ত্বেও তাঁরা সুখে থাকত। তাদের কখনো হতাশ লাগত না, তাদের হৃদয় সংকীর্ণ হয়ে নিশ্বাস নিতে কষ্ট হতো না।


জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে পুরো সম্পত্তি দিয়ে দিয়ে আবু দাহদা আর তাঁর স্ত্রী খুব গরীব হয়ে গিয়েছিলেন, কিন্তু এরপরও তাঁরা সবসময় আনন্দিত থাকতেন, হৃদয়ের প্রশান্তির কারণে।

চারদিন উপোষ থেকে অবশেষে একটা পচা খেজুর কুড়িয়ে যাওয়া আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তরের প্রশান্তি ছিল। তার রবের ইবাদাত।

আমরা আমাদের শরীরের বাহ্যিক অবয়ব সুন্দর রাখতে, ভালো রাখতে যে পরিমাণ মেহনত করি, সেভাবে আমাদের হৃদয়টাকেও যেন একটু পরিচর্চা করি। তাকে যেন একটু সময় দিই।
--------------------------------------------------