আল্লাহ সুবহানু ওয়া তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

আর যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি, যার কারণ আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে, যার কারণে আলু ভর্তা আর ডাল দিয়ে ও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা প্রিমিয়ারে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ সুবহানু ওয়া তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা, এবং তাতে সন্তুষ্ট রাখা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে ধন-সম্পদ। আর সর্বোচ্চ স্তরে রয়েছে সুস্থতা, হিকমা,পবিত্র স্ত্রী, উত্তম সন্তান, উত্তম আমল।

জাগতিক দৌড়ে পিছিয়ে থাকা মানে আপনি পিছিয়ে নন।আপনার সকাল হয় আপনার রব কে ভুলে, দুপুর বিকেল রাত একটিবারের জন্য আপনি সেজদাবনত হন না, সেই কবে কোরআন পড়েছিলেন মনে নাই, একরাশ পরিশ্রান্ত দেহমন নিয়ে ঘুমাতে যান রবকে ভুলে গিয়ে। অনেক সম্পদ আপনার, কিন্তু সাকিনা নেই। সবচেয়ে দুঃখের বিষয় সে অনুভূতিটুকুও মরে গেছে।

আমাদের কি এক মিনিটও সময় হয় না ভেবে দেখার ... আমি কোথায় ছিলাম, কেন এসেছি, আবার কোথায় যাব, কেনইবা যাব, যাবার প্রস্তুতি বা কতটুকু?

আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাকে ও আমার পরিবারের জন্য হিকমাহ দান করার তৈফিক দান করুক।

(Collected)