“ধর্ম যার যার, নাড়ু সবার”

আজ এই স্ট্যাটাসটা অনেকের টাইমলাইনেই ঘুরতে দেখলাম।

মজার ছলে অনেকে বললেও এটা আসলে “ধর্ম যার যার, উৎসব সবার” স্লোগানেরই ‘lite version’, দুটোরই মূল ভাব ও উদ্দেশ্য সেইম।

একজন মুসলমান হিসেবে আপনি জানেন যে এই দুনিয়া এবং আখিরাতের যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি এবং সকল মানুষই আল্লাহর সৃষ্টি।

যখন দেখছেন আল্লাহর সৃষ্টি তাকে বাদ দিয়ে অন্য কাওকে শরিক করে পূজা করছে, তখন আপনার উচিত হয় তাদের সেই ভুল কাজ থেকে বের করে আনা, যদি তা না পারেন তাহলে তাদের থেকে দূরে থাকা।


কিন্তু আপনি যদি তাদের সাথে তাল মিলিয়ে বলেন যে তোমরা যার পূজা করছো সেই তোমাদের স্রষ্টা, তোমাদের পূজার জন্য শুভেচ্ছা রইলো। আলটিমেটলি আপনি আল্লাহর সাথে তাদের শরিক করাকে সাপোর্ট করলেন, এবং পরোক্ষভাবে আপনি নিজেও তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কারন আপনি তাদের বিশ্বাসে সমর্থন করছেন, যেটা একেবারেই হারাম।

এ সম্পর্কে আল্লাহ কুরআনে বলেছেন:
"কাজেই তুমি কক্ষনো কাফিরদের সমর্থনকারী হয়ো না" [যেহেতু আমাদের কাছে সত্য কোরআন দেওয়া হয়েছে] (সূরা ক্বাসাস: ৮৬)

সুতরাং আপনি যখন তাদের সমর্থন করছেন, আসলে আপনি বিশ্বাস স্থাপন করছেন যে আল্লাহর পাশে তারা যাদের শরিক করছে তারা আসলেই তাদের সৃষ্টিকর্তা। এবং আপনি নিজেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন।

আর যদি এই অজুহাত দেন যে আপনি শুভেচ্ছা তাদের খুশি করার জন্য জানাচ্ছেন, মন থেকে তা বিশ্বাস করেন না, এমন মানুষদের জন্যও পবিত্র কুরআনে রয়েছে রিমাইন্ডার;
"যদি তুমি তোমার নিকট জ্ঞান আসার পরও তাদের মনগড়া মতবাদের অনুসরন করো, সে অবস্থায় তুমিও অবাধ্য দলেরই অন্তর্ভুক্ত হবে।" (সূরা বাকারাহ: ১৪৫)

তাই বিষয়টা শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান ভেবে তাদের শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকুন।

আর খাবার ব্যাপারে তো পরিষ্কারভাবে সূরা নাহলের ১১৫ নং আয়াতে উল্লেখ করা হয়েছে, “আল্লাহ্ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া। আর যে পশু জবাই করার সময় আল্লাহ্ ব্যতীত অন্য কারো নাম নেয়া হয়েছে” অর্থাৎ যা আল্লাহ্ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা হয় সেটা আমাদের জন্য আল্লাহ্ হারাম করে দিয়েছেন। আর এই কারনেই পূজার প্রস্বাদ খাওয়া হারাম, সেটা অনেক মুখরোচক নাড়ুই হোক না কেন।

আর যারা এত কিছু জানার পরেও তাদের শুভেচ্ছা জানাতে আগ্রহী হবেন তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেছেন:
"যারা আমার আয়াতসমূহ প্রত্যাখ্যান করে নিশ্চই আমি তাদের আগুনে দগ্ধ করবো, যখন তাদের চামড়া পুড়ে যাবে আমি তাদের চামড়াকে নতুন চামড়া দিয়ে বদলে দিবো, যাতে তারা শাস্তির পর শাস্তি ভোগ করতে পারে।" (সূরা আন নিসা: ৫৬)

সুতরাং আধুনিকতার ও অসাম্প্রদায়িকতা� � নামে আমরা যেন আমাদের সৃষ্টিকর্তার অসম্মান না করি সে ব্যাপারে আমরা সবাই সচেতন থাকি এবং অন্যকেও সচেতন করি ইনশাআল্লাহ।

~ Aisha Binte Abid