/* */

PDA

View Full Version : আসুন ছোট ছোট করে আরবি কথোপকথন চর্চা করি



Abrars
01-19-2021, 09:41 PM
১) স্বাগতম= اَهْلاً سَهْلاً (আহলান সাহলান)

২) ধন্যবাদ =شُكْرًا
(শুকরান)

৩) জলদি চল=
اِمْشِ بِالْسُّرْعَةِ (এমশি-বিল-সুরাআতি)
মাশা= হাটা
বি=সাথে
সুরাহ=দ্রুত

৪) উঠ =
اِطْلَعْ (এতলা)

৫) দরজা খোল= اِفْتَحَ الْبَابْ ( এফতাহাল-বাব)

ফাতাহ = শুরু করা / খোলা
বাব = দরজা



Reply

Login/Register to hide ads. Scroll down for more posts
Abrars
01-20-2021, 02:38 PM
৬) ইহার দাম কত? = بِكَمْ هَذَا (বিকাম হাদ্বা)
কাম=কত?
হাদ্বা/হাযা=ইহা/এটা ( কাছের জিনিস বুঝাতে)

৭) কি হয়েছে ? = مَاذَ حَدَثَ (মাদ্বা হাদাথা)
মাদ্বা/মাযা = কি ?
হাদাথা/হাদাছা=খবর/ব্যাপার

৮) তোমার (পুং) বয়স কত? = كَمْ عُمْرُكَ (কাম উম্রু-কা)
কাম=কত
উমর=বয়স
-কা = তোমার ( পুং সংযুক্ত সর্বনাম)

৯)ভালো নয় = لَستُ بِخَيرِ (লাসতু বি-খাইরি)
লাসতু = আমি নই (আমি-উহ্য + নয়
)
বি= সহিত (অব্যয়)
খাইর=উত্তম


১০) আজ শুক্রবার = اَلْيَومُ يَومُ اَلْجُمُعَةُ (আল-ইয়াউম ইয়াউম আল-জুমুয়াহ)
আল-ইয়াউম=আজ
ইয়াউম=দিন/বার
জুমুয়াহ= জুম্মা/শুক্রবার


Reply

Abrars
01-21-2021, 03:34 PM
১১) আমদের দেশের নাম বাংলাদেশ=اِسْمُ بِلَادُنَ بَنْغَلَادِيْشْ (ইসমু বিলাদু-না বাংলাদেশ)
ইসম= নাম
বিলাদ=দেশ
-না= আমদের (পুং+স্ত্রী সংযুক্ত সর্বনাম)

১২) আমি এগারটি গ্রহ দেখলাম = رَأَيْتُ اَحَدَ عَشَرَ كَوكَبًا (রাই-তু আহাদা আশারা কাওকাবান )
রায়া = দেখা / পর্যবেক্ষন করা
-তু= আমি ( পুং+স্ত্রী সংযুক্ত সর্বনাম)
আহাদা আশারা = ১১ ( আহাদ-১ + আশারা-১০)
কাওকাব = গ্রহ ( তারা নয় , কেননা তারা এর আরবি-নজম)

১৩) একতাই বল = الاِتّحَادُ قُوَّةَ (আল-ইত্তাহাদু কুওয়াতা)
ইত্তাহাদ= একতা/সমঝোদা
কুওয়া = শক্তি/বল ( যেমনঃ লা হাওলা ওয়া লা কুওয়াতা – আল্লাহ্- ছাড়া কোন শক্তি নেই)

১৪) মিথ্যাচার গুনাহের মা = اَلْكِذْبُ اُمُّ الذُّنُوبِ ( আল-কিদ্ববু উম্মু-দ্দ্বানুব)
কিদ্বব/কিযাব = মিথ্যা ( দ্বাল এর পরে আলিফ হলে মানে হবে মিথ্যাচারি/কাদ্দ্বাব - كَذَّابْ)
উম= মা
দ্বনুব/যুনুব = গুনাহ/পাপ

১৫) পুস্তক থেকে জ্ঞান সংগ্রহ কর = اُطْلُبِ اَلْعِلْمَ فِى الْكِتَابِ( উতলুবি-ল এলমা ফি-ল কিতাবি )
তলব = অন্বেষণ ( বাক্যে তলব এর আগে আলিফ যুক্ত হয়ে উতলুব দ্বারা আদেশ বুঝাচ্ছে)
এলম = জ্ঞান
ফি= ভিতরে/মধ্যে
কিতাব = বই/পুস্তক ( মনে রাখবেনঃ কিতাব/كِتَاب – বই , কাতিব /كاتِب- লেখক )



Reply

Abrars
01-23-2021, 10:20 AM
১৬) খাও ও পান কর = كُلُوْا و اَشْرَبُوْا (কুলু ও আশরাবু )

কুল = খাওয়া ( কিন্তু قُلْ/ক্বল মানে বলা । ছোট কাফ ও বড় কাফের বানানের পার্থক্য লক্ষ্যনীয় )
শরাব = পান করা (আরবিতে মদ কে ‘খিমার’ / خمر বলে )

১৭) মুহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রীষ্টাব্দে জন্ম গ্রহণ করেন = ولَدُ مُحَمَّد (ص) فِى سَنَةِ خَمْسِ مِاعَةٍ و سَبْعِيْنَ مِيْلَادًا ( ওলাদু মুহাম্মাদ (সাঃ) ফি সানাতি খামসি মিয়াতি ওয়া সাবিইনা মিইলাদান )

মাওলুদ/মিলাদ = জন্ম ( ওলাদু – অতীত বাচক ক্রিয়া )
ফি= মধ্যে
সানাহ = বছর / সাল
খামসা = ৫
মিয়া=১০০
খামসি মিয়া = ৫০০
সাবইন = ৭০ ( সাবা/سبعة-৭)
মিলাদান = খ্রিস্টাব্দ

১৮) ঠাট্টা করনা = لَا تُمَزَّحْ (লা তু-মাযযাহ )

লা = না (বর্তমান কাল । অতীত হলে ‘মা’/ ما ব্যবহৃত হয়)
মাযযা = ঠাট্টা /মশকরা ( সম্ভবত বাংলা ‘মজা’ শব্দ এই আরবি শব্দ থেকে এসেছে )

১৯) তোমাদের শিক্ষাকদেরকে সম্মান কর = اَكْرِمُوْا اُسْتَاذَكُمْ ( আকরিমু উস্তাদা-কুম)

কারিম = সম্মানিত (একরাম ক্রিয়া , আদেশসূচক – সম্মান কর)
উস্তাদ = শিক্ষক
-কুম= তোমাদের ( বহুবচন পুং বাচক সংযুক্ত সর্বনাম)

২০) সে কোথায় ? = اَيْنَ هُوَ؟ (আইনা হুয়া)

আইনা = কোথায়
হুয়া = সে (পুং বাচক , স্ত্রী বাচক- ‘হিয়া’/هي হবে )



Reply

Welcome, Guest!
Hey there! Looks like you're enjoying the discussion, but you're not signed up for an account.

When you create an account, you can participate in the discussions and share your thoughts. You also get notifications, here and via email, whenever new posts are made. And you can like posts and make new friends.
Sign Up
Abrars
01-24-2021, 09:39 PM
২১) আমার মা খাবার রান্না করছে = تَطْبُخُ الأُمِّيْ الطَّعَامَ (তা-ত্ববুখু আল-উম্মি ত্বায়ামা)

ত্বাবাখ (طبخ) = রান্না করা ( তা/ت এর আগে যুক্ত হয়ে ও শেষে পেশ হয়ে স্ত্রিবাচক ও চলমান বর্তমান কাল বুঝিয়েছে)
উম্ম= মা
-ই= আমার ( পুং/স্ত্রিবাচক যুক্ত সর্বনাম)
ত্বোয়াম = খাদ্য/খাবার

২২) আমি দুঃখিত/আমাকে ক্ষমা করুন = انا آسف (আনা আসিফ)

আনা = আমি
আসিফ = মাফ

২৩) বালকটি চলে গেছে = خَرَجَ الوَلَدُ (খারাজা আল-ওয়ালাদু)

খারাজা = বাহির হয়ে যাওয়া ( অতীত বাচক)
ওয়ালাদ = বালক (কোন শব্দের আগে আল/ال থাকলে শব্দের শেষে তানভিন হয়না )

২৪) একটি বসা কুকুর = كَلْبٌ جَالِسٌ (কালবুন জালিসুন)

কালব = কুকুর ( নাকিরা/অনির্দিষ্ট বুঝালে শব্দের শেষে তানভিন হয় - এখানে দুই পেশ)
জালিস = বসা

২৫) কুকুরটি বসে আছে = اَلْكَلْبُ جَالِسُ (আল-কালবু জালিসু)

কালব = কুকুর ( শব্দের আগে আল/ال যুক্ত হয়ে মারিফা/নির্দিষ্ট হয়েছে , তাই শব্দের শেষে দুই পেশ/তানভিন না হয়ে এক পেশ হয়েছে )
জালিস = বসা
Reply

Muslim Woman
02-04-2021, 02:47 AM
বিসমিল্লাহ

আশাকরি অনেকেরই উপকার হবে।

জাযাকাল্লাহ খায়ের
Reply

Hey there! Looks like you're enjoying the discussion, but you're not signed up for an account.

When you create an account, you can participate in the discussions and share your thoughts. You also get notifications, here and via email, whenever new posts are made. And you can like posts and make new friends.
Sign Up

Similar Threads

British Wholesales - Certified Wholesale Linen & Towels | Holiday in the Maldives

IslamicBoard

Experience a richer experience on our mobile app!