আজান এর জবাব

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
বিসমিল্লাহ


***কপি***



প্রশ্নঃ কিভাবে আজানের জবাব দিব?

উত্তরঃ


মুওয়াযযিন যখন
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
“আল্লহু আকবার, আল্লহু আকবার"
বলে তখন আপনি ও আন্তরিকতার সাথে তার জবাবে বলবেনঃ


ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লহু আকবার, আল্লহু আকবার"।


যখন মুওয়াযযিন বলে
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
"আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ"
এর জবাবে আপনিও বলবেনঃ


ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥْ ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
"আশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্ল-হ"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ


"আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ"
এর জবাবে বলবেনঃ


ﺃَﺷْﻬَﺪُ ﺃَﻥَّ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠَّﻪِ
"আশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্ল-হ”।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺣَﻰَّ ﻋَﻠَﻰ ﺍﻟﺼَّﻼَﺓِ
"হাইয়্যা আলাস সলা-হ"
এর জবাবে বলবেনঃ
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
“লা-হাওলা ওয়ালা- কুওওয়াতা ইল্লা বিল্লা-হ"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﺣَﻰَّ ﻋَﻠَﻰ ﺍﻟْﻔَﻼَﺡِ
"হাইয়্যা 'আলাল ফালা-হ"
এর জবাবে আপনি বলবেনঃ
ﻻَ ﺣَﻮْﻝَ ﻭَﻻَ ﻗُﻮَّﺓَ ﺇِﻻَّ ﺑِﺎﻟﻠَّﻪِ
“লা- হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা- বিল্লা-হ”।
অতঃপর মুওয়াৰ্যযিন বলেঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লহু আকবার, আল্লহু আকবার"
এর জবাবে আপনি বলবেনঃ
ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ ﺍﻟﻠَّﻪُ ﺃَﻛْﺒَﺮُ
"আল্লহু আকবার, আল্লহু আকবার"।
অতঃপর মুওয়াযযিন বলেঃ
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
“লা-ইলা-হা ইল্লাল্ল-হ"
এর জবাবে আপনি বলবেনঃ
ﻻَ ﺇِﻟَﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠَّﻪُ
“লা- ইলা-হা ইল্লাল্ল-হ"

আসসালাতু খাইরুম মিনান নাউমের জবাব

ইসলামী ফিকহের বিভিন্ন কিতাবের বর্ণনামতে, ফজরের আজানে ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’-এর জবাবে ‘সাদাকতা ও বারারতা’ পড়বে। কিন্তু হাদিস ও সুন্নাহে এর কোনো প্রমাণ পাওয়া যায় না।

তাই বিশুদ্ধ মতানুসারে এর জবাবেও মুয়াজ্জিনের অনুরূপ ‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ বলাই উত্তম। কেননা হাদিস শরিফে এসেছে, আজানের জবাবে তোমরাও মুয়াজ্জিনের অনুরূপ বলবে।


তাকরিরাতে রাফেয়ি : ১/৪৭ আহসানুল ফাতাওয়া : ১০/২০৬)


অতঃপর দুরুদ শরীফ ও আযানের দোয়া পড়বেন।।
যে ব্যক্তি আন্তরিকতার সাথে আযানের জবাব দেয় সে বেহেশতে যাবে।
মুসলিম হাঃ ৩৮৫
আবু দাঊদ হাঃ ৫২৭
সহীহ আল জামি‘ হাঃ ৭১৪
মিশকাতুল মাসাবীহ হাঃ ৬৫৮
এলেমের সন্ধানে দ্বীনি রমনী
 

Similar Threads

Back
Top