Muslim Woman
Super Moderator
- Messages
- 12,288
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
বার্ণের চিকিৎসার ভয়াবহ ব্যাপারটা প্লাস্টিক সার্জন ছাড়া বাকিরা খুব ভাল ভাবে জানে না, সেটা হল আমরা রোগী দেখেই মোটামুটি বলে দিতে পারি এই বার্ণের রোগীটা বাঁচবে কি না।
বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ৫০% এর উপরে আমরা তেমন একটা বাঁচাতে পারি না, এই যে রোগী গুলো কথা বলছে,খাচ্ছে সব ঠিক আছে মনে হচ্ছে, অথচ আমি জানি এই রোগীটা মারা যাবেই।
এটা যে কত কষ্টের তা বলে বোঝানোর মত না। আর এত ছোট ছোট বাচ্চারা এত ভয়াবহ ভাবে পুড়েছে যে মৃত্যুর মিছিল এত সহজে থামবে না, আগামী এক সপ্তাহের ভেতর অনেক গুলো রোগী আমরা হারাব নিশ্চিত।
এটা খুবই কষ্টের। যেমন যে বাচ্চাটার ভিডিও দেখলাম পুরো শরীর পুড়ে গেছে, দৌড়াচ্ছে, আমি দেখেই বুঝলাম বাচ্চাটার বাঁচবার তেমন সম্ভাবনাই নাই, আহারে বাচ্চাটা।
আমাদের সামর্থ্য এত কম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়। বার্ণের সবচেয়ে বড় শত্রু সেপসিস। আর সেপসিসের বড় কারণ প্রচুর ভিজিটর, পরিবেশ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি।
আর বাংলাদেশের প্লাস্টিক সার্জনরা ভয়াবহতম কঠিন ট্রেনিং নেয় বলে বার্ণ ম্যানেজমেন্টে প্রচণ্ড দক্ষ। নিশ্চিন্তে তাদের উপর ভরসা রাখতে পারেন।
—ডা. কাফি চৌধুরী
অলরেডি চিকিৎসাধীন বাচ্চারা মারা যেতে শুরু করেছে। প্রতিদিন একজন দুইজন করে।
আজ শুক্রবার। অন্তর দিয়ে এদের জন্য একটু প্রার্থনা করবেন মহান আল্লাহর কাছে।
কপি
বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষিতে ৫০% এর উপরে আমরা তেমন একটা বাঁচাতে পারি না, এই যে রোগী গুলো কথা বলছে,খাচ্ছে সব ঠিক আছে মনে হচ্ছে, অথচ আমি জানি এই রোগীটা মারা যাবেই।
এটা যে কত কষ্টের তা বলে বোঝানোর মত না। আর এত ছোট ছোট বাচ্চারা এত ভয়াবহ ভাবে পুড়েছে যে মৃত্যুর মিছিল এত সহজে থামবে না, আগামী এক সপ্তাহের ভেতর অনেক গুলো রোগী আমরা হারাব নিশ্চিত।
এটা খুবই কষ্টের। যেমন যে বাচ্চাটার ভিডিও দেখলাম পুরো শরীর পুড়ে গেছে, দৌড়াচ্ছে, আমি দেখেই বুঝলাম বাচ্চাটার বাঁচবার তেমন সম্ভাবনাই নাই, আহারে বাচ্চাটা।
আমাদের সামর্থ্য এত কম দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠায়। বার্ণের সবচেয়ে বড় শত্রু সেপসিস। আর সেপসিসের বড় কারণ প্রচুর ভিজিটর, পরিবেশ, রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি।
আর বাংলাদেশের প্লাস্টিক সার্জনরা ভয়াবহতম কঠিন ট্রেনিং নেয় বলে বার্ণ ম্যানেজমেন্টে প্রচণ্ড দক্ষ। নিশ্চিন্তে তাদের উপর ভরসা রাখতে পারেন।
—ডা. কাফি চৌধুরী
অলরেডি চিকিৎসাধীন বাচ্চারা মারা যেতে শুরু করেছে। প্রতিদিন একজন দুইজন করে।
আজ শুক্রবার। অন্তর দিয়ে এদের জন্য একটু প্রার্থনা করবেন মহান আল্লাহর কাছে।
কপি