আমাদের মা-বাবা ভাইয়েরা

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
বিসমিল্লাহ

আমাদের মা- বাবা- ভাইয়েরা :

শ্বশুরবাড়িতে কোন মেয়ে খুন হয়েছে বা আত্মহত্যা করেছে, এমন খবর আমাদের দেশে খুব সাধারণ ।

বিবাহিতা জীবনে অসুখী একজন মেয়ে যখন বাপের বাড়িতে ফেরত আসতে চায়, তখন অনেক সময় সে সেখানে আশ্রয় পায় না।

বিশেষ করে যদি তার বাচ্চা থাকে , তাহলে মা- বাবা , ভাই -ভাবী মহাচিন্তায় পড়ে যান। একবার এদেরকে ঘরে ঢুকতে দিলে আর হয়তো বের করা যাবে না।

তাই তারা পরামর্শ দেন - একটু সহ্য করো , একটু মানিয়ে চলো ।

মার খেতে খেতে মেয়েটা যখন মরে যায় বা পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করে , তখন এই মা বাবাই কাঁদতে কাঁদতে বুক চাপড়ান। ভাই লাশের পাশে হাউমাউ করে কেঁদে বলে , এ আমার সবচেয়ে আদরের বোন ছিল। একে যে মেরেছে , তার শাস্তি চাই।

অন্য পাঠকদের মনে কী প্রতিক্রিয়া হয় জানি না , আমার সবসময়ই শ্বশুরবাড়ির চেয়ে মেয়েটির বাপের বাড়ির লোকদের বেশী অপরাধী মনে হয়। মনে হয়, এদেরকে আগে শাস্তি দেয়া দরকার।

ভাইকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে , এই আদর , ভালবাসা এতদিন কোথায় ছিল ?
বোন যখন মার খেত , বোন যখন দাম্পত্য জীবনের কষ্ট সহ্য করতে না পেরে তোমার সাহায্য চেয়েছিল, তখন তুমি তার পাশে দাঁড়াও নি কেন ?
এ কেমন ভাই বোনের সম্পর্ক ?
ছোটবেলার সুখের কোন স্মৃতিতে বোন নেই ?

মা বাবাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞেস করতে চাই,
মেয়েকে বিয়ে দিয়েই কি মা বাবার দায়িত্ব শেষ ? ইসলামে তো রক্ত সম্পর্ক ছিন্ন করা যায় না।
তাহলে বিপদের সময় মেয়েকে ঘরে ফেরত আনলেন না কেন ?

অনেক সময় স্বামী শারীরিকভাবে দুর্বল হওয়ায়
স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না। তখন যদি স্ত্রী তা
মেনে নিয়ে সংসার করে , নিশ্চয়ই সে সওয়াবের অধিকারী হবে।
কিন্তু স্ত্রী যদি আশংকা করে সে বেশিদিন ধৈর্য্য রাখতে পারবে না , তখন অভিভাবকের কর্তব্য হলো স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটিয়ে আবার বিয়ের ব্যবস্থা করা।
ইসলাম কারো উপরেই যুলুম করে না। কিন্তু আমাদের দেশে খুব কম মেয়েই এসব ক্ষেত্রে অভিভাবকের সমর্থন পায়।

কোথাও যাওয়ার জায়গা নেই বলে বাধ্য হয়ে কত মেয়ে যে শ্বশুরবাড়িতে অশান্তির মধ্যে আছে, আল্লাহু আলাম।

আমরা সবসময় মা বাবার প্রতি সন্তানের কর্তব্য কী , সেটাই জেনে এসেছি। কিন্তু সন্তানের হক মা বাবা ঠিকমতো আদায় করছেন কি না, এ প্রশ্ন কে তাদেরকে করবে?

বোনের প্রতি ভাইয়েরা যদি
সঠিকভাবে দায়িত্ব পালন করতো , কিয়ামতের দিনে তাদের মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন , বেশিরভাগ ভাই সেটা জানেন না, আফসোস ।

Admin , Islamic Matrimony
 

Similar Threads

Back
Top