আমি এক আল্লাহর গোলাম

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
সুবহান আল্লাহ

***কপি***

তুমি আমারে শেষ কইরা দিতে চাও?

আগুন, বোমা আর কামানের গোলায় আমারে ছাই বানায়া দিতে চাও?

তুমি চাও তোমার বন্দুকের গুলিতে ঝাঁঝরা হয়া যাক আমার বুক, পেট, হৃদপিন্ড?

আহারে! তুমি ভুইলা গেছো -

আমি ওই অঙ্গার, ছাইয়ের স্তুপের নিচেও যা ধিক ধিক কইরা জ্বলতে থাকে,
বুক, পেট আর হৃদপিন্ডের সাথে যার সম্পর্ক নাই;
আমি ইসলাম!
আমারে ধ্বংস করতে হইলে যুদ্ধ করতে হইবো আল্লাহর বিরুদ্ধে,
তুমি পারবা?
তুমি বরং বইসা বইসা নিজের ধ্বংসের দিন গুণতে থাকো।

তুমি আমারে ফিলিস্তিনে মারো, তুমি মারো আফগানে, তুমি ঝাঁপায়া পড়ো ইরাকে আর হামলা করো লেবাননে,
অথচ আমি তো একটা দেশ না! একটা জাতি না!

আমি মিইশা আছি তোমার দাঁড়ায়া থাকার মাটিতে, তোমার মাথার উপরের আসমানে।

আমি সইরা যাওয়া মানে দুনিয়ার কেয়ামত আর তোমার হাবিয়ায় চইলা যাওয়া, তা বোঝো?

তোমার মইরা যাওয়া সাথীদেরকে জিজ্ঞেস কইরা আসো।

আমারে তুমি কোন দিন নিঃশেষ করতে পারবা না,
আমি সর্বদা তোমার ঘাড়ে নিঃশ্বাস ফেলি ,

তুমি আমার ভয় কাটায়াও উঠতে পারবা না,
আমি তোমার স্বপ্নেও আইসা তোমার ঘাম ঝরায়া দেই!
আমি কখনো হারি না, মৃত্যু আর জীবন দুইটাই আমার জন্য সৌভাগ্য।

আহারে বেকুব!
আল্লাহর যমীনে আল্লাহর দ্বীনরে তুমি মিটায়া দিবা?
অহংকার সরায়া একটু মাথা ঠেকায়া দেখো!

দেখবা - তোমার বুকের ওই ধুকপুকানিটাও কয় -
আসলামতু! আমি এক আল্লাহর গোলাম!

© Farheen Al Munadi
 

Similar Threads

Back
Top