অনলাইনে আরবী শেখা

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
:sl:


১। উস্তাদ নুমান আলী খান তার বড় মেয়ে হুসনা কে আরবী শিখাচ্ছেন আর এর সাথে সাথে এর ভিডিও তৈরি করা হচ্ছে। ২০টি ইউনিট করা হবে। এখন ৮ নং ইউনিট চলছে। তার কোর্সটি পাবেন www.bayyinah.tv তে। সাইটটি সাবস্ক্রিপসন করে প্রবেশ করতে হয়। তবে আপনি ফ্রীতে পাবেন এখানে অ্যাপ্লাই করেঃ gift.bayyinah.com


২। মাদীনা আরাবীক ১-২-৩ টি বই এর উপর খুবই বিস্তারিত আর সম্পূর্ণ ক্লাসটি এই সাইটে পাবেন http://www.lqtoronto.com/ তে। কোর্সটির মাধ্যমও ইংরেজী ভাষাতেই করা। এই সাইটের উপর ভিত্তি করে অনেক সাইট তৈরী হয়েছে। সেই হিসেবে এই সাইটটি ভাল লেগেছে আমাদের http://www.learnarabic.info/


এখানে এই কোর্সের জন্য যাবতীয় সব বই, ইউটিউব লিংক ইত্যাদি পাবেন ডাউনলোডের জন্য।



৩। মাহমুদ হাসান নামে এক ভাই ইউটিউব টিউটোরিইয়াল শুরু করেছেন বাংলা ভাষাতেই। এই সিরিজ এখনও চলছে। লিংকঃ https://www.youtube.com/playlist…



৪। দেশে Ibana নামে একটি প্রতিষ্ঠান থেকে Sibaway Arabic নামে আরবী কোর্স করাচ্ছেন উস্তাদ আসিফ সিবগাত ভূঞা। কোর্সটি বাংলাতেই অফলাইন ও অনলাইনেও পরিবেশন করা হচ্ছে। বিস্তারিত জানতে পারবেন http://ibanaway.com/learn-arabic/ সাইটটিতে।

৫। অনলাইনে http://understandquran.com/ এর কোর্সটিও খুব চমৎকার, মাশাআল্লাহ। সাবসক্রিপসন বেইসড।

৬। IOU তথা Islamic Online University এর ফ্রী আরাবীক কোর্সটিও খুব গুছানো।
https://www.facebook.com/NAKBangla?fref=nf
 
:sl:



কোর্সে রেজিস্ট্রেশন করতে: http://arabic.iirt.info/registration-form
➥ কোর্সের ক্যারিকুলাম সম্পর্কে জানতে: http://arabic.iirt.info/arabic-intensive-curriculum


■ চলছে অগাস্ট ২০১৭ থেকে শুরু হতে যাওয়া Fall সেমিস্টারের রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন: http://arabic.iirt.info/registration-form। উল্লেখ্য, কোর্সের আসনসংখ্যা নির্ধারিত।



18894999_334709626945463_865436932775713-1.jpg

















 
:sl:

চলছে দুই বছর মেয়াদি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা প্রোগ্রাম IIRT Arabic Intensive এর Spring - 2018 সেমিস্টারের রেজিস্ট্রেশন।
25b6-1.png
▶ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন - http://arabic.iirt.info/vidoes
25b6-1.png
▶ রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন - http://arabic.iirt.info/registration-form
 

Similar Threads

Back
Top