Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
বিসমিল্লাহ
একজন দ্বীনী আপু সম্প্রতি
বাংলাদেশ আই হসপিটাল এ চোখের অপারেশন করিয়েছেন।
ওখানে সার্জারির সময় রোগীকে যে পোশাক দেওয়া হয়, সেখানে মাথা ঢাকার জন্য কোন কাপড় দেওয়া হয় নি।
রোগীর মাথা ঢাকার কাপড় চাইলে বলা হয়, হাসপাতালে সার্জারি রুমে এরকম কোন ব্যবস্থা নেই। বিষয়টি
অত্যন্ত দুঃখজনক।
রোগীকে পরামর্শ দেওয়া হয়
কয়েকজন মিলে প্রশাসন বিভাগকে জানাতে। তখন হয়তো তারা ভবিষ্যতে মহিলাদের পর্দার ব্যাপারে আরও সাবধানতা অবলম্বন করবেন। -
বাংলাদেশের হাসপাতাল গুলোতে
যে সব ডাক্তার অপারেশন করেন, তারা তো বেশিরভাগই মুসলিম ।
কেন তারা এসব ব্যাপারে উদাসীন?
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে
অভিযোগ জানাতে হবে , দশ বিশ জন আবেদন করবে - তারপর তারা পর্দার ব্যবস্থা করবেন, এটা তো খুবই দুর্ভাগ্যজনক।
বিনা প্রয়োজনে কোন মহিলা রোগীকে যেন বেপর্দা হতে না হয়, এ ব্যাপারে আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে ডাক্তার , নার্স , রোগীর আত্মীয়-স্বজন সবাই সচেতন হবেন।
প্রয়োজন ছাড়া যেন কোন মুসলিম মেয়েকে হিজাব করতে বাধা দেওয়া না হয় , এ ব্যাপারে সবার সাধ্যমত চেষ্টা করবেন।
আল্লাহ
আমাদের সবাইকে হেদায়েত করুন।
একজন দ্বীনী আপু সম্প্রতি
বাংলাদেশ আই হসপিটাল এ চোখের অপারেশন করিয়েছেন।
ওখানে সার্জারির সময় রোগীকে যে পোশাক দেওয়া হয়, সেখানে মাথা ঢাকার জন্য কোন কাপড় দেওয়া হয় নি।
রোগীর মাথা ঢাকার কাপড় চাইলে বলা হয়, হাসপাতালে সার্জারি রুমে এরকম কোন ব্যবস্থা নেই। বিষয়টি
অত্যন্ত দুঃখজনক।
রোগীকে পরামর্শ দেওয়া হয়
কয়েকজন মিলে প্রশাসন বিভাগকে জানাতে। তখন হয়তো তারা ভবিষ্যতে মহিলাদের পর্দার ব্যাপারে আরও সাবধানতা অবলম্বন করবেন। -
বাংলাদেশের হাসপাতাল গুলোতে
যে সব ডাক্তার অপারেশন করেন, তারা তো বেশিরভাগই মুসলিম ।
কেন তারা এসব ব্যাপারে উদাসীন?
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে
অভিযোগ জানাতে হবে , দশ বিশ জন আবেদন করবে - তারপর তারা পর্দার ব্যবস্থা করবেন, এটা তো খুবই দুর্ভাগ্যজনক।
বিনা প্রয়োজনে কোন মহিলা রোগীকে যেন বেপর্দা হতে না হয়, এ ব্যাপারে আশা করি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে ডাক্তার , নার্স , রোগীর আত্মীয়-স্বজন সবাই সচেতন হবেন।
প্রয়োজন ছাড়া যেন কোন মুসলিম মেয়েকে হিজাব করতে বাধা দেওয়া না হয় , এ ব্যাপারে সবার সাধ্যমত চেষ্টা করবেন।
আল্লাহ
আমাদের সবাইকে হেদায়েত করুন।