Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
বিসমিল্লাহ
তাওবার গল্প
এক বুযুর্গ আল্লাহর রহমতের দুয়ারে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে,,সে বলতে লাগল,হে আল্লাহ! আপনি বলেছেন;
অতঃপর যে তওবা করে স্বীয় অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। (সূরা মায়িদা ৫: ৩৯)
আর আমি ও আমার পাপের পর আপনার কাছে তওবাহ করছি।অতএব আমাকে রহম করুন, আমাকে মাফ করুন।
সে কাকুতি মিনতি করছে.............যদি আমি এর যোগ্য না হই তাহলে আপনি তো বলছেন; {তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।}
[সূরা: আল-আহযাব, আয়াত: ৪৩]
আর আমি তো মুমিন।
আমাকে রহম করুন।যদি আমি এর ও যোগ্য না হই।তাহলে আপনি তো বলেছেন;-[ {আমার রহমত প্রত্যেক কিছুকে ঢেকে নেয়}]
আর আমি ও কিছুর মধ্যে অন্তর্ভুক্ত।
অতএব আমাকে রহম করুন, আমাকে হ্মমা করুন।
যদি আমি এর ও যোগ্য না হই তাহলে,
আমার চাইতে অধিক বিপদে কে আছে??
হে আল্লাহ! আপনার যে রহমত প্রত্যেক কিছুকেই ঢেকে নিয়েছে আমি সংকুলান হইনি।এটিও বিপদ।আমি বিপদে আছি
অতএব এই অবস্থায় আপনি আমাদের যা শিখিয়েছেন
আমি তাই বলছি:-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
আর আপনি বলেছেন;(যখন তারা বিপদে পতিত হয় তখন বলে,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।)
তারা তো সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে।
অতএব আমাকে রহম করুন।
তারা এভাবে আল্লাহর রহমতের কথা স্মরন করে সমস্ত উপায় অবলম্বন করে আল্লাহর নিকট কাকুতি মিনতি করতেন।
শায়খ সাঈদ আল কামালী আল মালেকী (হাফিঃ)
আজকের এই সময়ে তাওবাহ খুব বেশি জরুরি। গোনাহ থেকে বাঁচতে এবং বিপদে তওবাই একমাত্র উপায় আল্লাহর পরিহ্মায় উত্তীর্ণ হতে।।
আল্লাহর পানাহ.
কপি

এক বুযুর্গ আল্লাহর রহমতের দুয়ারে দাঁড়িয়ে কাকুতি মিনতি করছে,,সে বলতে লাগল,হে আল্লাহ! আপনি বলেছেন;
অতঃপর যে তওবা করে স্বীয় অত্যাচারের পর এবং সংশোধিত হয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। (সূরা মায়িদা ৫: ৩৯)
আর আমি ও আমার পাপের পর আপনার কাছে তওবাহ করছি।অতএব আমাকে রহম করুন, আমাকে মাফ করুন।
সে কাকুতি মিনতি করছে.............যদি আমি এর যোগ্য না হই তাহলে আপনি তো বলছেন; {তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু।}
[সূরা: আল-আহযাব, আয়াত: ৪৩]
আর আমি তো মুমিন।
আমাকে রহম করুন।যদি আমি এর ও যোগ্য না হই।তাহলে আপনি তো বলেছেন;-[ {আমার রহমত প্রত্যেক কিছুকে ঢেকে নেয়}]
আর আমি ও কিছুর মধ্যে অন্তর্ভুক্ত।
অতএব আমাকে রহম করুন, আমাকে হ্মমা করুন।
যদি আমি এর ও যোগ্য না হই তাহলে,
আমার চাইতে অধিক বিপদে কে আছে??
হে আল্লাহ! আপনার যে রহমত প্রত্যেক কিছুকেই ঢেকে নিয়েছে আমি সংকুলান হইনি।এটিও বিপদ।আমি বিপদে আছি
অতএব এই অবস্থায় আপনি আমাদের যা শিখিয়েছেন
আমি তাই বলছি:-
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।
আর আপনি বলেছেন;(যখন তারা বিপদে পতিত হয় তখন বলে,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন।)
তারা তো সেই সমস্ত লোক যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে।
অতএব আমাকে রহম করুন।
তারা এভাবে আল্লাহর রহমতের কথা স্মরন করে সমস্ত উপায় অবলম্বন করে আল্লাহর নিকট কাকুতি মিনতি করতেন।
শায়খ সাঈদ আল কামালী আল মালেকী (হাফিঃ)
আজকের এই সময়ে তাওবাহ খুব বেশি জরুরি। গোনাহ থেকে বাঁচতে এবং বিপদে তওবাই একমাত্র উপায় আল্লাহর পরিহ্মায় উত্তীর্ণ হতে।।
আল্লাহর পানাহ.
কপি