Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam

এই দুনিয়ায় আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি । তাই এক মিনিট সময়ও আসলে কোটি কোটি টাকার থেকে বেশী দামী যদি তা পরকালের কল্যাণের জন্য কাজে লাগাতে পারেন ।
আসুন দেখি এক মিনিট সময়ে আমরা কী কী করে পরকালে দোযখের আগুন থেকে নিজেদের দূরত্ব বাড়াতে পারি ।
১ .
আল্লাহর কাছে রোজ কমপক্ষে এক মিনিটে কয়েকবার আসতাগফিরুল্লাহ বলে ছোট , বড় , জানা , অজানা , ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহর জন্য মাফ চান ।
২ . এক মিনিটে সুরা ফাতিহা পড়ে ফেলুন । কুরআনের একেকটি অক্ষর পড়লে তাতে দশটি নেকী পাওয়া যায় ।
৩ . তিনবার সুরা ইখলাস পড়ুন । তাহলে ইনশাআল্লাহ একবার কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে ।
৪. কুরআনের বাংলা অনুবাদ কয়েক লাইন করে রোজ পড়ে নিন । আল্লাহ আমাদের কি আদেশ দিয়েছেন , তা না জানলে আমরা তা মানবো কি করে ?
৫ . মায়ের সাথে শেষ কবে দেখা করেছেন ? অফিস , বউ , বাচ্চাকে সময় দিতে গিয়ে একই শহরে থেকেও হয়তো মায়ের সাথে দেখা হচ্ছে না সপ্তাহ , দশদিন পার হয়ে যাওয়ার পরেও । অন্তত রোজ ফোন করে মায়ের সাথে এক মিনিট কথা বলুন ।
৬ . এক মিনিটে আত্মীয়তার বন্ধন দৃঢ় করুন । আপনার কোন বয়স্কা , অসুস্থ আত্মীয়ের খবর নিন । সুস্থ কোন আত্মীয় যার সাথে অনেকদিন দেখা নেই তাকে ফোন করে ইফতারিতে দাওয়াত দিন ।
৭ . ভাল কাজের জন্য কাউকে উৎসাহ দিন , খারাপ কাজ করতে মানা করুন ।
তোমরাই সেরা জাতি , মানবজাতির জন্য তোমাদরে আবির্ভাব হয়েছে ; তোমরা ভাল কাজের নির্দেশ দাও , খারাপ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো ( সুরা ইমরান ; আয়াত **১১০ )