এখনো সুযোগ আছে

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
এখনো সুযোগ আছে...
==============
কয়েক বছর আগেও যেই লোক ''মোহাম্মদ ( সা: ) একজন ধোঁকাবাজ, ইসলাম মিথ্যা আর কুরআন হলো বিষ'' এর মত মারাত্মক ইসলাম বিদ্বেষী প্রোপাগান্ডা চালাতো ও এতে সাহায্য করতো আজ সেই ব্যক্তি নিজেই ইসলামের সুশীতল ছায়ায় এসে পড়েছেন।

একেবারেই সাধারণ কোনো মানুষ নন, ইয়োরাম ফন ক্লাফেরান নামের এই ডাচ ভদ্রলোক একসময় নেদারল্যান্ডের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছেন।

গের্ট ভিল্ডারের সাথে যোগ দিয়ে ইসলাম বিদ্বেষী প্রচারণায় বছরের পর বছর পার করেছেন। ইসলাম সম্পর্কে জানতেন না, স্রোতে গা ভাসিয়ে ইসলামের সমালোচনা করেছেন, মিডিয়া প্রোপাগান্ডা বিশ্বাস করে ইসলামের বিরুদ্ধাচরণ করেছেন।

নিজে যখন ইসলাম নিয়ে স্টাডি করেছেন তখনি তার ভুল ভেঙেছে।
.
এই ঘটনা থেকে শিক্ষণীয় হলো, প্রথমতঃ যে কারো ইসলামে প্রত্যাবর্তনের সুযোগ থাকে তা সে যত বড় ইসলাম বিদ্বেষীই হোক না কেনো ।

দ্বিতীয় পয়েন্টটি ইম্পরট্যান্ট: ইসলাম সম্পর্কে স্টাডি করার সময় হার্ট ওপেন রাখতে হবে।

শুরু থেকেই 'যত যুক্তিই থাকুক না কেনো ইসলাম মানবো
না' টাইপের চিন্তা ভাবনা নিয়ে ইসলাম স্টাডি করলে খুব বেশি ভালো ফল আসবে না। নিরেপক্ষ দৃষ্টিকোণ থেকে জানতে হবে, মনের সাথে প্রতিজ্ঞা করতে হবে যদি সত্য প্রকাশ হয় তাহলে সেটা মেনে নিবো তাহলেই কাঙ্খিত ফল আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা পথ দেখবেন।
.
যারা প্রতি নিয়ত ইসলাম বিদ্বেষের বিষ ছড়াচ্ছেন আপনাদের জন্য দ্বিতীয়বার ভাবার সুযোগ এসেছে। ফন ক্লাফেরান যদি এতো বড় ইসলাম বিদ্বেষী থেকে ইসলামে ফিরতে পারে, আপনি কেনো খোলা মন নিয়ে ইসলাম সম্পর্কে স্টাডি শুরু করছেন না?

Collected from Saifur Rahman
 

Similar Threads

Back
Top