British Wholesales - Certified Wholesale Linen & Towels | Halal Food Gastronomy | PHP 8.4 patch for vBulletin 4.2.5

Muslim Woman

Super Moderator
Messages
12,287
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
আপনার একাউন্টে কত টাকা আছে, এই প্রশ্ন আপনাকে কেউ করলে স্বাভাবিক ভাবেই আপনি বিব্রত হবেন।

ইনফ্যাক্ট কার্ডের পিন, আই ব্যাংকিংয়ের পাসওয়ার্ড, খুব পরিচিত কেউও যদি জানতে চায়, আমরা সাধারণত ব্যাপারটাকে স্বাভাবিক ভাবে নেই না।

ঠিক একই ভাবে, যে আমলগুলো গোপনে করা সম্ভব, সেগুলো নিয়েও যেন আমরা কাউকে প্রশ্ন না করি।

গতকাল রাতে সে তাহাজ্জুদ পড়েছে কিনা, প্রতি সোম ও বৃহষ্পতিবার নফল রোজা রাখে কিনা ইত্যাদি আমলগুলো সম্পর্কে জানতে চাওয়া মানে তাকে বিপদ আর ঝুকিতে ফেলে দেয়া।

হয়তো এই আমলগুলো সে ইখলাসের সাথে, নির্ভেজাল ভাবে শুধু আল্লাহর জন্যই করেছিল। আপনার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেখানে রিয়া/লোকের কাছে ভাল হতে পারার এক আত্মতৃপ্তি চলে আসবে। অথবা তাকে মিথ্যা বলতে হবে বা এড়িয়ে যেতে হবে এর উত্তর দিতে গিয়ে।

এমনিতেই তো আমাদের আমল কম। হাজারো ধরনের গুনাহে ভরপুর আমাদের জীবন। এর মধ্যে অল্প কিছু ইখলাসপূর্ন আমল যদি থাকে, এই উসিলায় যদি আল্লাহ মাফ করেন।

কাউকে অহেতুক এরকম প্রশ্ন করে আমরা সেটুকুকেও যেন নষ্ট না করে দেই।

---------------------------রিজওয়ানুল ক-বির