Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
_বিসমিল্লাহ
_#প্রশ্ন: হেদায়েত পাওয়ার জন্য কি দুয়া করবেন?
------------------------
️
️
️
আবূ যর আল গিফারী (রা) থেকে বর্ণিত তিনি বলেছিলেন-নবী (সা) বর্ণনা করেন যে মহান আল্লাহ বলেছেনঃ
*হে আমার বান্দাগণ!আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলে পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়াত চাও আমি তোমাদেরকে হেদায়াত দান করব।*-(সহিহ মুসলিম)
#দুয়াঃ১ *হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া*
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
*হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন।*
*রব্বানা-লা-তুযিগ্ কুলূবানা- বা’দা ইয্ হাদাইতানা-অহাবলানা-মিল্ লাদুন্কা রহমাহ , ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্*
#দুয়াঃ২
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ
*"ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আ'লা দীনিক"* অর্থাৎ
*"হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও।"* -(তিরমিযি ২১৪০)
#দুয়াঃ৩
"اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك" ((رواه مسلم)).
*‘ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা ত-আতিক।’*
*অর্থ : হে আল্লাহ! (আপনি) হৃদয়সমূহের পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন।* -সহিহ মুসলিম
#দুয়া:৪
"اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى"
((رواه مسلم)).
*"আল্লাহুম্মা ইন্নি আস-আলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আ'ফাফা ওয়াল গিনা।"*
*অর্থ: হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা কর্ছি।* (আমিন)
সুনানে আত-তিরমিযী: ৩৪৮৯, হাদীসটি সহীহ।----
_#প্রশ্ন: হেদায়েত পাওয়ার জন্য কি দুয়া করবেন?
------------------------



আবূ যর আল গিফারী (রা) থেকে বর্ণিত তিনি বলেছিলেন-নবী (সা) বর্ণনা করেন যে মহান আল্লাহ বলেছেনঃ
*হে আমার বান্দাগণ!আমি যাকে হেদায়াত দিয়েছি সে ছাড়া তোমরা সকলে পথভ্রষ্ট। সুতরাং আমার কাছে হেদায়াত চাও আমি তোমাদেরকে হেদায়াত দান করব।*-(সহিহ মুসলিম)
#দুয়াঃ১ *হেদায়াতের পর অন্তরের বক্রতা হতে মুক্তি চাওয়া*
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
*হে আমাদের রব, আপনি হিদায়াত দেয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন।*
*রব্বানা-লা-তুযিগ্ কুলূবানা- বা’দা ইয্ হাদাইতানা-অহাবলানা-মিল্ লাদুন্কা রহমাহ , ইন্নাকা আন্তাল্ অহ্হা-ব্*
#দুয়াঃ২
يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ
*"ইয়া মুকাল্লিবাল কুলুব, সাব্বিত কলবি আ'লা দীনিক"* অর্থাৎ
*"হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর সুদৃঢ় করে দাও।"* -(তিরমিযি ২১৪০)
#দুয়াঃ৩
"اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك" ((رواه مسلم)).
*‘ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা ত-আতিক।’*
*অর্থ : হে আল্লাহ! (আপনি) হৃদয়সমূহের পরিবর্তনকারী! আমাদের হৃদয়গুলোকে আপনার আনুগত্যের দিকে ঘুরিয়ে দিন।* -সহিহ মুসলিম
#দুয়া:৪
"اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى"
((رواه مسلم)).
*"আল্লাহুম্মা ইন্নি আস-আলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আ'ফাফা ওয়াল গিনা।"*
*অর্থ: হে আল্লাহ আমি তোমার কাছে হেদায়েত, তাকওয়া, সুস্থতা ও সম্পদ প্রার্থনা কর্ছি।* (আমিন)
সুনানে আত-তিরমিযী: ৩৪৮৯, হাদীসটি সহীহ।----