আমার বাবা নেই। মায়ের মানসিক অস্বাভাবিকতা এর কারণ। জন্ম থেকে আমি বাবাকে দেখিনি। আমার মাও আমাকে নিয়ে অনেক উদাসীন।
আমার বয়স প্রায় ২১। আমার মা আমার সাথে খুব বেশিদিন থাকেন নি। তবে কয়েকবছর তিনি আমার সাথে আছেন। আমার নানাবাড়িতে। আমার মায়ের ব্যবহার খুবই খারাপ হয়ে যায়। আমি সহ্য করার চেষ্টা করেও ব্যর্থ। আমি অসুস্থ থাকলেও আমাকে অকারনে গালিগালাজ ও বদদুয়া করেন। আমি যেন তার চোখের কাঁটা। এখন তিনি অন্য এক জায়গায় বিয়ে করবেন ঠিক করেছেন। এতে আমি খুশি। কিন্তু তিনি মনে করেন আমি তার বিয়েতে অনেক বড় বাধা হয়ে দাড়াব। আবার তিনি আমাকে কোনো আত্মীয়র সাথে মিশতে বাধা দেন। আমি সারাদিন বাসায় একা থাকি। আমি যদি কোনো আত্মীয় র সাথে কথা বলি তাহলে তার খুব হিংসা হয়। আমাকে অনেক গালি ও বদদুয়া দেন। অথচ আমি এমন কিছুই করিনা যাতে তার এমন করার প্রয়োজন হয়। এগুলো তার মানসিক সমস্যার জন্যই হচ্ছে। তিনি তাবিজ-কবচে, ঝাড়ফুকে অনেক ব্যস্ত থাকেন। কিছু হলেই হুজুরকে ফোন হিয়ে বলেন ঠিক করে দিতে। তাকে শত বুঝিয়েও পারিনা আমি যে এগুলো শিরক। আমার খালা আর নানিও তাকে সেভাবে শাসন করেনা এসব বিষয়ে। আমি অনেক কষ্ট পাই কারণ আমার মা আমাকে একটুও বোঝেন না উল্টো আমাকেই দেখতে পারেন না। আমি আর ঝগড়া বিবাদে যেতে চাই না তাই তার সাথে কয়েকদিন ৩/৪ দিন যাবত কোনো কথাই বলছি না। আমার কী করনীয় কেউ কি আমাকে বলবেন? আমার বাসায় এমন কেউ নেই যে আমার মাকে বোঝাতে পারেন।
আমার বয়স প্রায় ২১। আমার মা আমার সাথে খুব বেশিদিন থাকেন নি। তবে কয়েকবছর তিনি আমার সাথে আছেন। আমার নানাবাড়িতে। আমার মায়ের ব্যবহার খুবই খারাপ হয়ে যায়। আমি সহ্য করার চেষ্টা করেও ব্যর্থ। আমি অসুস্থ থাকলেও আমাকে অকারনে গালিগালাজ ও বদদুয়া করেন। আমি যেন তার চোখের কাঁটা। এখন তিনি অন্য এক জায়গায় বিয়ে করবেন ঠিক করেছেন। এতে আমি খুশি। কিন্তু তিনি মনে করেন আমি তার বিয়েতে অনেক বড় বাধা হয়ে দাড়াব। আবার তিনি আমাকে কোনো আত্মীয়র সাথে মিশতে বাধা দেন। আমি সারাদিন বাসায় একা থাকি। আমি যদি কোনো আত্মীয় র সাথে কথা বলি তাহলে তার খুব হিংসা হয়। আমাকে অনেক গালি ও বদদুয়া দেন। অথচ আমি এমন কিছুই করিনা যাতে তার এমন করার প্রয়োজন হয়। এগুলো তার মানসিক সমস্যার জন্যই হচ্ছে। তিনি তাবিজ-কবচে, ঝাড়ফুকে অনেক ব্যস্ত থাকেন। কিছু হলেই হুজুরকে ফোন হিয়ে বলেন ঠিক করে দিতে। তাকে শত বুঝিয়েও পারিনা আমি যে এগুলো শিরক। আমার খালা আর নানিও তাকে সেভাবে শাসন করেনা এসব বিষয়ে। আমি অনেক কষ্ট পাই কারণ আমার মা আমাকে একটুও বোঝেন না উল্টো আমাকেই দেখতে পারেন না। আমি আর ঝগড়া বিবাদে যেতে চাই না তাই তার সাথে কয়েকদিন ৩/৪ দিন যাবত কোনো কথাই বলছি না। আমার কী করনীয় কেউ কি আমাকে বলবেন? আমার বাসায় এমন কেউ নেই যে আমার মাকে বোঝাতে পারেন।