হিন্দু শাস্ত্রে গোমাংস খাওয়া অনুমোদিত

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
বিসমিল্লাহ

রাহুল হুসাইন ভাইকে আল্লাহ নেক হায়াত দান করুন। খুব চমৎকারভাবে ২রা মে ২০২১ তারিখে উনি প্রমাণ করেছেন হিন্দু শাস্ত্রে গরুর মাংস খাওয়া সম্পূর্ণরূপে অনুমোদিত।

ভারতে যে মুসলিম সংগঠন গুলো আছে, তাদেরকে অনুরোধ করছি লিখিত আকারে নানা ভাষায় এই প্রমাণগুলো প্রচার করতে।

যারা এই বিতর্ক দেখেন নি , তাদের জন্য সামান্য কিছু তথ্য নিচে দিলাম।

১/ হিন্দু পুরাণে গরু জবাইয়ের মন্ত্র পাঠ আছে।

২/ চার সংহিতায় আছে শরীর সুস্থ রাখতে গরুর মাংস খেতে হবে।

৩/ যুদ্ধে যাবার আগে হিন্দুদেরকে উপদেশ দেওয়া হয়েছে গরুর মাংস খেতে।

৪/ পুত্র সন্তান লাভ করতে চাইলে গরু খেতে হবে।

৫/ স্বামী বিবেকানন্দ বলেছেন গরুর মাংস খাওয়া হিন্দু ধর্মে অনুমোদিত।

৬) বিষ্ণুপুরাণে আছে পিতার আত্মার শান্তির জন্য গরু জবাই করতে হবে ।

৭/ বাড়িতে রাজা বা ব্রাহ্মণ অতিথি আসলে গোমাংস দিয়ে আতিথেয়তা করতে হবে।

৮/ শুধুমাত্র ছোট বাচ্চা আছে, এমন গাই জবাই করা হিন্দু ধর্মে নিষেধ।

ভিডিও লিংক:

https://fb.watch/5exEct9uD7/
 

Similar Threads

Back
Top