British Wholesales - Certified Wholesale Linen & Towels | Halal Food Gastronomy | PHP 8.4 patch for vBulletin 4.2.5

Muslim Woman

Super Moderator
Messages
12,287
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
মসজিদ কমিটির দায়িত্বে থাকার কারণে বাবাকে হঠাৎ একটা প্রশ্ন করলাম, 'আমাদের মসজিদের হুজুরের বেতন কতো?'
.
বলে রাখা ভালো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শোভাকলোণীর প্রায় পঞ্চাশ পরিবারের জন্য একটি মসজিদ যেটা সুসজ্জিত, এখানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো এবং এলাকার বাচ্চাদের ধর্মীয় শিক্ষার জন্য একজন হুজুর আছে,
.
ব্যক্তিগতভাবে হুজুর আমার ছোটবেলা থেকে খুব প্রিয়! প্রিয়মুখ রফিক হুজুর! আমি যখন স্কুলে ছিলাম সেই ২০০৩ সালের দিকে হুজুর আমাদের মসজিদের ইমাম হিসেবে জয়েন করেছিলো!
.
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পেরিয়ে আমিও একজন চাকরিজীবী, আজ প্রায় পনের বছর পরও হুজুর আমাদের মসজিদে ইমাম হিসেবে আছেন,
.
দীর্ঘ ১৫ বছরে হুজুরের বেতন ১৫০০ থেকে ৪০০০ টাকা হয়েছে এমন!
.
বিষয়টি নিয়ে কখনো লিখতাম না কারণ হুজুরকে যখনি জিজ্ঞেস করি তখনি বলে 'প্রতিদান আখেরাতে আল্লাহ দিবে' দুনিয়াতে যা রিজিকে আছে তাতে শুকরিয়া!
.
লিখতে বাধ্য হয়েছি ডাঃ দীপু মণির একটা বক্তব্য ভাইরাল হয়েছে দেখে, 'হুজুরদের যা বেতন তাতে রাতে যে মুসল্লিদের ঘরে চুরি করতে যায় না সেটা আশ্চর্যের বিষয়!'
.
আমার হুজুরেরও ডায়াবেটিস আছে! সে ও একই দামে ঔষুধ কিনে খায়!
.
হাটহাজারী মাদ্রাসায় পড়ার সময় দেখতাম হুজুরকেও ইয়া বড় বড় কিতাব নিজের টাকা দিয়ে কিনতে হতো,
.
হুজুর যে বাজার থেকে মাছ কিনে আমরাও সেই বাজারের ক্রেতা!
.
মোবাইলে রিচার্জ করলে হুজুর বলে কেউ এক টাকা কম রাখে না,
.
জনপ্রতি পরিবার একশ টাকা করে বেতন দেয় বলে তারা হুজুরের পান থেকে চুন খসলেই তীর নিক্ষেপ করে!
.
মন খারাপ হয়! আবার কিভাবে যেনো সবার সাথে মিশে যাওয়ার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্ম তাদের!
.
বাসায় বাসায় গিয়ে হুজুরের চার হাজার টাকা বেতন উঠানোর বিশাল সংগ্রামে নিয়োজিত একজন মসজিদ কমিটির ক্যাশিয়ারও আছে,
.
মসজিদ টাইলস হয়! কোণায় কোণায় ফ্যান! সবকিছু নতুন কিন্তু শুধু পুরাতন মানুষটা জারাজীর্ণ খাদেম হয়ে থেকে যায়!
.
কোন এক ফজর নামাযের সময় ঘুম থেকে উঠে দৌড়ে মসজিদ পৌঁছাতে না পারলে সেদিন হুজুরের খবর আছে,
.
শত মানুষের চোখ হুজুরের দিকে, আঙ্গুল উঁচিয়ে তারাও ইমামের উপ্রে ইয়া বড় ইমাম সেজে বসে আছে!
.
একমাত্র হুজুর ছাড়া সবাই আলেম মুফতি মারফতি,
.
তবুও দিনশেষে সব অভিমান ভুলে 'আখেরাতে প্রতিদান আল্লাহ দিবে' মর্মে এভাবে ধর্ম টিকিয়ে রাখছে লক্ষ লক্ষ হুজুররা, এগ্লা সোজা কথা না! কঠিন চ্যালেঞ্জ!
.
লিখেছেন, Abdur Rob Sharif