ঈদের তাকবীর

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
ঈদের তাকবীর পাঠ
▬▬▬▬◆◈◆ ▬▬▬▬
প্রশ্ন: ঈদুল ফিতরে ঈদের তাকবীর পাঠ করা কখন থেকে শুরু আর কখন শেষ এবং তাকবীর পাঠের পদ্ধতি কি?

উত্তর:
শেষ রমাযানের সূর্য ডোবার পর তথা ঈদের রাত থেকে আরম্ভ করে ঈদের নামায শুরু (মতান্তরে খুতবা শেষ হওয়া) পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্নত। আল্লাহ তাআলা বলেন:
وَلِتُكَبِّرُوا اللَّـهَ عَلَىٰ مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
”আর তোমরা যেন এই সংখ্যা (রমাযান মাসের) সম্পূর্ণ করো, আর যাতে আল্লাহর বড়ত্বের ঘোষণা দাও তিনি তোমাদেরকে যে পথনির্দেশ দিয়েছেন সে জন্য, আর তোমরা যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করো।” (সূরা বাকারা: ১৮৫)
পুরুষগণ মসজিদ,বাড়ি, হাট-বাজার, রাস্তা-ঘাট তথা সর্বত্র উচ্চস্বরে তাকবীর পাঠ করবে। আর মহিলাগণ নিচু আওয়াজে তাকবীর পাঠ করবে। তবে দলবদ্ধভাবে সমস্বরে তাকবীর পাঠ করা সুন্নতের পরিপন্থী। কারণ সাহবীদের থেকে দলবদ্ধভাবে তাকবীর পাঠ করার কোন প্রমাণ পাওয়া যায় না। অথচ তারা ছিলেন সৎকাজে আমাদের চেয়ে অনেক অগ্রগামী।

এর মাধ্যমে একদিকে যেমন ঈদের আনন্দ প্রকাশ করা হয় অন্যদিকে আল্লাহর আনুগত্যের স্বীকৃতি এবং তাঁর বড়ত্বের ঘােষণা প্রদান করা হয়।

✪ তাকবীর পড়ার নিয়ম হল:

“আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার (তিন বার অথবা দু বার)
লা-ইলাহা ইল্লালাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার
ওয়ালিল্লাহিল হামদ।”
(এছাড়া আরও কয়েকটি পদ্ধতিতে তাকবীর পাঠ করার ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে।)
আল্লাহু আলাম।
▬▬▬▬◆◈◆ ▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
 

Similar Threads

Back
Top