Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
//Ocean Decade নিয়ে একটা কাজ করছি। একজন বিজ্ঞানী খুব চমৎকার একটা কথা বললেন, The problem of the ocean started on the land.
অর্থাৎ চার ভাগের তিন ভাগের সমুদ্রে যারা থাকে তারা সাগরকে বিপদে ফেলছে না, বিপদে ফেলছে চার ভাগের এক ভাগে থাকা মানুষ।
ঘটনা ঘটে একখানে প্রতিফলন হয় অন্য জায়গায়।
এই যে মূর্তির প্রতি ভালোবাসা বা সুদের প্রতি সহনশীলতা কিংবা অশ্লীলতার প্রতি ক্ষোভ না থাকা কিংবা ঘুষ-দুর্নীতিকে স্বাভাবিকভাবে নেওয়া - এগুলো সব আসলে প্রতিফলন।
আসল সমস্যাটা যেখানে সেটার নাম ঈমান।
যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানে সে আল্লাহ কী পছন্দ করেন আর করেন না - তাতে কেয়ার করবেই। মানুষ হিসেবে ভুল করে যদি সে আল্লাহর অপছন্দনীয় কাজ করেও ফেলে - সে তাওবাহ করবে, অনুতপ্ত হবে। এটাই ঈমান।
ঈমান যার নাই - সে জাহান্নামে যাবে। দুনিয়াতে সে যার পূজা করত - মূর্তি, ভাষ্কর্য,
বা বিশেষ কোনো ভাবাদর্শকে - এই সব সাথে নিয়ে সে জাহান্নামে পুড়বে।
পোড়ার সময় সে পাশে তার কমরেডদের দেখতে পাবে - তখন তার আফসোস হবে - এদের বুঝ আমি নিয়েছিলাম?
ভাব কিংবা প্রাণের মূর্তি সে দেখতে পাবে - নিজেকে ধিক্কার দিবে - এগুলোর কারণে আমি আল্লাহকে ছেড়ে দিয়েছিলাম?
আমরা মুসলিমরা সেই আল্লাহর ইবাদাত করি যিনি আমাদের সৃষ্টি করেছেন, কিছু দেখা-শোনা-বোঝা-বলা-লেখার তাওফিক দিয়েছেন। ঈমান আনার সামর্থ্য দিয়েছেন।
আমরা কোনো ভাষ্কর্যের পূজা করি না যাকে মানুষ বানায়।
এবং মানুষ তিনফুট উঁচু বাউন্ডারি না দিলে কুকুর এক পা তুলে সেই প্রতিমার পায়ে মূত্র ত্যাগ করে আসতে পারে।
এবং মেথর পরিষ্কার না করলে যে মূর্তির মাথা কাকের পায়খানায় সয়লাব হয়ে যায়।
যে মানুষেরা এই খুব সরল সূত্রটা বুঝেও না বোঝার ভান করে তাদের জন্য অনন্তকালের থাকার জায়গা যে জাহান্নাম এটাই আল্লাহ আযযা ওয়া জাল্লার ইনসাফ এবং ন্যায় বিচার।//
—Sharif Abu Hayat Opu
অর্থাৎ চার ভাগের তিন ভাগের সমুদ্রে যারা থাকে তারা সাগরকে বিপদে ফেলছে না, বিপদে ফেলছে চার ভাগের এক ভাগে থাকা মানুষ।
ঘটনা ঘটে একখানে প্রতিফলন হয় অন্য জায়গায়।
এই যে মূর্তির প্রতি ভালোবাসা বা সুদের প্রতি সহনশীলতা কিংবা অশ্লীলতার প্রতি ক্ষোভ না থাকা কিংবা ঘুষ-দুর্নীতিকে স্বাভাবিকভাবে নেওয়া - এগুলো সব আসলে প্রতিফলন।
আসল সমস্যাটা যেখানে সেটার নাম ঈমান।
যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানে সে আল্লাহ কী পছন্দ করেন আর করেন না - তাতে কেয়ার করবেই। মানুষ হিসেবে ভুল করে যদি সে আল্লাহর অপছন্দনীয় কাজ করেও ফেলে - সে তাওবাহ করবে, অনুতপ্ত হবে। এটাই ঈমান।
ঈমান যার নাই - সে জাহান্নামে যাবে। দুনিয়াতে সে যার পূজা করত - মূর্তি, ভাষ্কর্য,
বা বিশেষ কোনো ভাবাদর্শকে - এই সব সাথে নিয়ে সে জাহান্নামে পুড়বে।
পোড়ার সময় সে পাশে তার কমরেডদের দেখতে পাবে - তখন তার আফসোস হবে - এদের বুঝ আমি নিয়েছিলাম?
ভাব কিংবা প্রাণের মূর্তি সে দেখতে পাবে - নিজেকে ধিক্কার দিবে - এগুলোর কারণে আমি আল্লাহকে ছেড়ে দিয়েছিলাম?
আমরা মুসলিমরা সেই আল্লাহর ইবাদাত করি যিনি আমাদের সৃষ্টি করেছেন, কিছু দেখা-শোনা-বোঝা-বলা-লেখার তাওফিক দিয়েছেন। ঈমান আনার সামর্থ্য দিয়েছেন।
আমরা কোনো ভাষ্কর্যের পূজা করি না যাকে মানুষ বানায়।
এবং মানুষ তিনফুট উঁচু বাউন্ডারি না দিলে কুকুর এক পা তুলে সেই প্রতিমার পায়ে মূত্র ত্যাগ করে আসতে পারে।
এবং মেথর পরিষ্কার না করলে যে মূর্তির মাথা কাকের পায়খানায় সয়লাব হয়ে যায়।
যে মানুষেরা এই খুব সরল সূত্রটা বুঝেও না বোঝার ভান করে তাদের জন্য অনন্তকালের থাকার জায়গা যে জাহান্নাম এটাই আল্লাহ আযযা ওয়া জাল্লার ইনসাফ এবং ন্যায় বিচার।//
—Sharif Abu Hayat Opu