যাদের ইউটিউবে কার্টুনগুলো দেখার সুযোগ নাই বা ডাউনলোড করে দেখতে প্রবলেম অথবা একসাথে কম সময়ে অনেক ইসলামী
কার্টুন কালেকশনে রাখতে চান তারা তৈরিকৃত এই ডিভিডি অর্ডার দিতে পারেন।
৪.৩ গিগাবাইটের কিছু বেশি জায়গা সম্পন্ন এই ডিভিডি (কমবেশি ৪০/৪৫ টি কার্টুন) হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করতে হবে।
শুভেচ্ছা মূল্যঃ ১০০ টাকা (কুরিয়ার খরচ সহ, অর্থাৎ ঠিকানায় হোম ডেলিভারীর সুযোগ থাকলে সেই খরচ সহ) ইসলামের বিভিন্ন শিক্ষনীয় বিষয় নিয়ে বড়দের জন্য কার্টুনের কালেকশনঃ উস্তাদ Nouman Ali Khan এর ব্যাকগ্রাউন্ড বর্ননায় ও এনিমেশনে অসাধারন উপস্থাপনা। এত সুন্দর ভাবে বিভিন্ন ঘটনা, বিষয় বর্ননা করা যে, মনের মধ্যে গেথে যাবে। সবারই এই ভিডিওগুলো দেখা উচিত। যারা এই ডিভিডি প্যাকেজ নিতে চান তারা কমেন্টে বা ম্যাসেজে যোগাযোগ করুন। পাঠানোর খরচসহ হাদিয়া ১০০ টাকা।
২ টা ডিভিডি একবারে নিলে শুভেচ্ছা মূল্যঃ ১২০ টাকা (কুরিয়ার খরচ সহ, অর্থাৎ ঠিকানায় হোম ডেলিভারীর সুযোগ থাকলে সেই খরচ সহ)
অর্ডার করতে কমেন্টে বা ম্যাসেজে পুরো ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে দিন। অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে ডিভিডি পাঠানো হবে। ডিভিডি হাতে পাওয়ার পর আমাদের জানালে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে।
সেই নাম্বারে হাদিয়ে পাঠাতে হবে।
বিঃদ্রঃ এটা কোন ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারই মূল লক্ষ্য।