British Wholesales - Certified Wholesale Linen & Towels | Halal Food Gastronomy | PHP 8.4 patch for vBulletin 4.2.5

Muslim Woman

Super Moderator
Messages
12,287
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
ব্যাংকের ফিক্সড ডিপোজিট, সেভিং একাউন্ট, নগদ ক্যাশ ইত্যাদিতে যাকাতের নিসাব ও আদায়ের পদ্ধতি
 
কী কী কারণে স্ত্রীর জন্য তার স্বামীর নিকট খোলা তালাক চওয়া বৈধ?
▬▬▬✪✪✪▬▬▬
উত্তর:
 
মৃত ব্যক্তির খাটিয়া কালিমা বা আয়াত খচিত কাপড় দিয়ে ঢাকা উচিত নয়

কোন মুসলিম মারা গেলে বিভিন্ন এলাকায় একটি বিষয় লক্ষ করা যায়। তা হল, মৃত ব্যক্তিকে খাটিয়ায় রাখার পর কালিমা বা কুরআনের আয়াত খচিত কাপড় দিয়ে খাটিয়া ঢেকে দেওয়া হয়। অনেকে হয়ত মনে করেন এই কালিমা বা কুরআনের আয়াত খচিত কাপড়ের জন্য মৃতের মাগফিরাত লাভ হবে। এই ধারণাটি ভুল।

এমন করা উচিত নয়। এর দ্বারা কালিমা বা কুরআনের আয়াতের অপব্যবহার হয়। এক্ষেত্রে সাধারণ চাদর দিয়ে ঢাকবে, কালিমা বা আয়াত খচিত কাপড় দ্বারা ঢাকবে না। এই রকম কালিমা বা আয়াত খচিত কাপড়ের সাথে মৃতের মাগফিরাত লাভের বা তার পরকালীন জীবনের শান্তির কোনো সম্পর্ক নাই।

অনেক এলাকায় মসজিদের পক্ষ থেকে যেমন খাটিয়ার ব্যবস্থা থাকে তেমনি সাথে সাথে কালিমা বা আয়াত খচিত কাপড়ও থাকে, ফলে মানুষ মনে করে, এটা দিয়েই ঢাকা উচিত। মসজিদ কর্তৃপক্ষের বিষয়টি খেয়াল রাখা উচিত। তারা যদি কাপড়ের ব্যবস্থা রাখতেই চান তাহলে সাধারণ কাপড় বা চাদরের ব্যবস্থা রাখতে পারেন।

সূত্রঃ https://www.alkawsar.com/bn/article/2475/

Copied from App Of Ramadan
Play store Link: https://play.google.com/store/apps/details?id=theoaktroop.appoframadan