কোরআনে Solar Year ও Lunar Year এর সঠিক হিসাব

  • Thread starter Thread starter Abrars
  • Start date Start date
  • Replies Replies 0
  • Views Views 1K

Abrars

Senior Member
Messages
98
Reaction score
3
Gender
Male
Religion
Islam
Solar Year এ ৩৬৫-৩৬৬ দিন থাকে পক্ষান্তরে Lunar Year এ দিনের সংখ্যা ৩৫৪-৩৫৫ । অর্থাৎ এই দুই ক্যালেন্ডারের হিসাবে প্রতি বছর প্রায় ১১ দিনের পার্থক্য দেখা যায় ।

কুরআনের ১৮ তম অধ্যায়ের ২৫ নং আয়াতে গুহাবাসীদের নিদ্রার সময়কাল সম্পর্কে নিচের আয়াত নাজিল হয়ঃ

“তারা গুহার ভেতরে ছিল তিনশ বছর এবং অতিরিক্ত নয়।”

উপরের আয়াতটি আমদেরকে একটু ভাবাই এই কারনে যে মহান আল্লাহ তাদের গুহার ভেতরে অবস্থান কাল ৩০৯ বছর সরাসরি না বলে ৩০০ এবং তার সাথে অতিরিক্ত ৯ বলার মাধ্যমে বছর কিভাবে গণনা করা হবে তার ভিন্নতার দিকে নির্দেশ করে থাকতে পারেন বলে মনে হয় ।
বছর গণনার দুই পন্থা অর্থাৎ Solar Year ও Lunar Year এ ই ৩০০ বছরের হিসেবটা করে দেখা যাক।

Solar Year ও Lunar Year এ ১ বছরে দিনের পার্থক্য ১১ দিন
Solar Year ও Lunar Year এ ৩০০ বছরে দিনের পার্থক্য ১১x৩০০ = ৩,৩০০ দিন

অর্থাৎ Solar Calendar এ যখন ৩০০ বছর পার হয়ে যাবে তখন Lunar Calendar এ ৩০০বছর এর সাথে অতিরিক্ত ৩,৩০০ দিন অতিবাহিত হবে ।

আমরা জানি যে ৩৫৪ দিনে হয় ১ Lunar Year
তাহলে ৩,৩০০ দিনে হয় ৩,৩০০/৩৫৪ = ৯.২৩ Lunar Year

Round Figure এ তাই বলা যায় , ৩০০ Solar Year = ৩০৯ Lunar Year যা কোরানের ১৮:২৫ এর গণনাকে সঠিক প্রমাণ করে ।


লেখকঃ আবরার শাহরিয়ার
ইমেইলঃ [email protected]

 

Similar Threads

Back
Top