মিস ওয়ার্ল্ড বাংলাদেশ

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
:sl:



[h=5]Bd Reminder : বাংলা ইসলামিক রিমাইন্ডার[/h]ফেসবুকে কিছুদিন আগে একটা ভিডিও চোখে পড়ল। 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' এর বাচাই পর্ব সম্ভবত।

একটা মেয়ে জিনস, টপস আর টপসের উপর লং একটা কোট পরে স্টেজে আসল। জাজদের আসনে দুইজন পুরুষ, একজন মহিলা বসা। একজন পুরুষ জাজ বলল, 'তুমি কোটটা খুলে ফেলো, তোমাকে যদি নাই দেখতে পারি তাহলে তোমাকে আমরা কিভাবে সিলেক্ট করব?'

মেয়েটা কোট খুলে ফেলল। আর তিন জোড়া চোখ মেয়েটাকে খুব ভালমত দেখতে লাগল।
যে কয়েকজনকে ওরা পরবর্তী রাউন্ডের জন্য সিলেক্ট করল, তাদের সবাই একদম সেইইই লেভেলের স্মার্ট। কারো গায়ে ফিনফিনে পোশাক, যা থাকা না থাকা সমান, কারও জামার গলা বড় হতে হতে আর হচ্ছে না টাইপ অবস্থা।

তো একটা সুন্দরী এবং অন্যদের থেকে তুলনামূলক শালীন পোশাক পরা মেয়েকে একজন জাজ প্রশ্ন করল, 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' হতে গিয়ে তোমাকে যদি কোন ডিসঅনেস্টির মধ্য দিয়ে যেতে হয়, তুমি কি যাবে?
মেয়েটা বলল, না।

জাজ বলল, আমার মনেহয় তোমার আরও শেখার বাকি আছে। পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করো।

এই মেয়েগুলোর বাবা-মায়েরা আবার কাঠ ফাটা রোদ আর গরমে ঘামতে ঘামতে বসে অপেক্ষা করছে। পরবর্তী রাউন্ডের জন্য 'Yes Card' পাওয়া মেয়েগুলো দৌঁড়ে গিয়ে বাবা মাকে খুশির খবর দিচ্ছে। বাবা-মায়েরা সন্তানের এত বড় সাফল্যে কেঁদেই ফেলছে। ক্যামেরা তখন স্লো মোশনে তাদের চোখকে ফোকাস করছে। ধন্য বাবা-মা কাঁদতে কাঁদতে মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে।

এই বাবা-মা গুলোকে কি নির্বোধ বলা যায়? একটুও কি ভাবে না তার মেয়েটা কতগুলো পুরুষের চোখকে সন্তুষ্ট করে এই 'Yes Card' এনেছে! প্রতিযোগিতার শেষ পর্যন্ত যেতে হলে মেয়েটাকে আরও কতগুলো পুরুষের চোখ-মন-দেহকে খুশি করতে হবে! নাউযুবিল্লাহ!

এদের ইসলামের জ্ঞান না থাকতে পারে, কিন্তু নিজের সন্তানকে প্রটেক্ট করার বোধ কোন বাবা-মায়ের না থাকে?

বাবাকে সন্তানের ব্যাপারে কিয়ামতের দিন চুলচেরা জবাব দিতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘পুরুষ তার পরিবারবর্গের ব্যাপারে দায়িত্বশীল। তাকে তাদের ব্যাপারে জবাবদিহি করতে হবে।’ (সহীহ বুখারী ১/২২২, হাদীস ৮৯৩)

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে ৩ টি আমল বন্ধ হয় না-

১. সদকায়ে জারিয়া

২. এমন জ্ঞান-যার দ্বারা উপকৃত হওয়া যায়

৩. এমন নেক সন্তান- যে তার জন্য দো‘আ করে
[সহিহ মুসলিম:১৬৩১]

বাবা মায়েরা যদি জানত, সন্তান তাদের জন্য কত বড় পরীক্ষা, তাহলে সমাজ সংস্কৃতির তোয়াক্কা না করে সন্তাদেরকে নিয়ে একঘরে হয়ে জীবন যাপন করত, যাতে নোংরা আধুনিকতা তাদের সন্তানকে স্পর্শ না করে।


এই সন্তানই একদিন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ! আমার কি দোষ? আমার বাবা-মা আমাকে তো দুনিয়াতে দ্বীনি শিক্ষাই দেয়নি।


 

Similar Threads

Back
Top