নামমাত্র খরচায় প্রশিক্ষণ পাবে ৭৪৯৫ তরুণ-তরুণী

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
:sl:


নামমাত্র খরচায় প্রশিক্ষণ পাবে ৭৪৯৫ তরুণ-তরুণী

পোশাক তৈরি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রনিকসসহ বিভিন্ন বিষয়ে ৭৪৯৫ জনকে প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। আবেদনের শেষ তারিখ ২৬ ডিসেম্বর। বিস্তারিত জানাচ্ছেন এম ফরহাদ


.....যোগাযোগ
ভর্তি ও প্রশিক্ষণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে হবে নিজ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরে। এ ছাড়া প্রতি উপজেলার উপ-পরিচালক, কো-অর্ডিনেটর, ডেপুটি কো-অর্ডিনেটর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করলে পাওয়া যাবে সব তথ্য। www.dyd.gov.bd ওয়েবসাইটেও পাওয়া যাবে ভর্তির সব তথ্য।

প্রধান কার্যালয়ের ঠিকানা : যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, ১০৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।


http://www.kalerkantho.com/online/chakriache/2017/12/20/579329
 
Last edited:

Similar Threads

Back
Top