British Wholesales - Certified Wholesale Linen & Towels | Halal Food Gastronomy | PHP 8.4 patch for vBulletin 4.2.5

Muslim Woman

Super Moderator
Messages
12,287
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
তোমরা দেখ রাসূল ১১ টা বিয়ে করেছেন! হায় হায়!

কিন্তু আমি দেখি একটু ভিন্ন এঙ্গেলে।

১১ স্ত্রী মিলেও একজন মানুষের চরিত্রের সামান্য খুঁতও বের করতে পারেন নি।

কেউ এমন কোনো ঈঙ্গিতও দেননি। অথচ এই ১১ স্ত্রী ১১ ঘর থেকে এসেছেন।

কেউ ছিলেন উগ্রধর্ম ইহুদি কন্যা। কেউ ছিলেন ঘোরতর শত্রু সুফিয়ান কন্যা। কেউ বয়সে বড়। কেউ আবার অনেক ছোট। চিন্তার জগতও ছিল একদম ভিন্ন।
এমন নয় যে যাদু করে বশ মানানো। কারণ তাঁর ধর্মে যাদু কুফরি।

আর আমাদের মাত্র একজন করে স্ত্রী। তবু স্ত্রী মুখে আমাদের দোষের ও খুঁতের শেষ নেই।

আছে এমন পুরুষ, যে বলতে পারবে তার স্ত্রী তার কোনো দোষ বলতে পারবে না? আছে কেউ?

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

সীরাত_পাঠ থেকে...০১

Masud Alimi