Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam

কয়েকদিন আগে ডক্টর আব্দুদ দায়িম আল কাহীল নামক মুসলিম বিজ্ঞানীর একটা গবেষণা নিয়ে লিখেছিলাম। আজকে তার আরেকটা গবেষণা পড়লাম।
সেটা পড়ার পর আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।
হাদীস শরীফে এসেছে- রাসুল (সাঃ) বলেছেন: যে ব্যক্তি সন্ধ্যা বেলা তিনবার
بسم الله الذي لا يضرّ مع اسمه شيءٌ في الأرض ولا في السماء وهو السميع العليم
(বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহী শায়উন ফিল আরদ্বি ওয়ালা ফিসসামায়ী ওয়া হুয়াস সামীউল আলীম।)
পড়বে সকাল হওয়া পর্যন্ত তার উপর আকস্মিক কোন বিপদ আসবে না। আর যে সকালে তা পড়বে সন্ধ্যা হওয়া পর্যন্ত তার সন্ধ্যা হওয়া পর্যন্ত তার উপর কোন বিপদ আসবে না।
(আবু দাউদ,নাসায়ী,মুসনাদে আহমদ,ইবনে আবী শায়বা)
এ ছাড়া তিরমীজি, নাসায়ী ও মুসনাদে আহমদের একটি বর্ণনায় এসেছে তাকে কোন কিছুতে ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন: আমি এ হাদীস নিয়ে সামান্য খুবই সামান্য গবেষণা চালালাম। আমি বিভিন্ন দুর্ঘটনায় কবলিত ও বিভিন্ন ধরণের সমস্যাগ্রস্থ কয়েকশত লোককে জিজ্ঞাসা করেছিলাম- আপনাদের কেউ কি এই দোয়াটা পড়েছিলেন? আমি উক্ত কয়েকশত লোকের মাঝে এমন একজন লোককেও পেলাম না, যিনি উক্ত দোয়াখানা পড়েছিলেন।
এজন্য নির্দ্বিধায় বলা যায় যে, এটা এমন একটি দোয়া যা কখনো ছেড়ে দেয়া উচিত হবে না। আল্লাহ তায়ালার হাবীব রাসুল (সাঃ) সর্বদা আল্লাহ তায়ালার হেফাজতে থাকতেন; তিনি তাকে সর্বদা সাহায্য করতেন ফেরেশতারা তাকে ঘিরে রাখতেন, সর্বদা তার সংগী থাকতেন মহান আল্লাহ রাব্বুল আলামীন। তথাপিও তিনি এ দুয়াটাকে ছাড়েননি। তাহলে, আমাদের কথাতো বুঝায় যায়।
উক্ত বিজ্ঞানী বলেন: আমি এ হাদিস শেখার পর থেকে এ দুয়া পড়া কখনো বাদ দিই নি।
Last edited: