British Wholesales - Certified Wholesale Linen & Towels | Halal Food Gastronomy | PHP 8.4 patch for vBulletin 4.2.5

Abrars

Senior Member
Messages
98
Reaction score
3
Gender
Male
Religion
Islam
আসসালামু আলাইকুম ( আপনাদের উপর শান্তি (বর্ষিত হোক)) – ইসলামের এই Greeting টি সত্যই সুন্দর ও অত্যন্ত অর্থপূর্ন । এই সম্ভাষণ কে আরো সুন্দর ও সঠিক করার জন্য এই বিষয়ক অল্প কিছু আরবি ব্যকরন এর রিতি আর কোরানের কিছু আয়াত তুলে ধরায় এই সংক্ষিপ্ত আলোচনার মূল উদ্দেশ্য ।

প্রথমে আমাদের অতি পরিচিত সালামের মানেটা জেনে নিই ।

আস-সালামু = শান্তি-টি ( আরবি তে এটা মারিফা/Definite Article)
আলাই-কুম = আপনাদের-উপর

এখানে আরবি ‘-কুম’ / ــكم এর ব্যবহারটাই এই আলোচনার প্রধান লক্ষ্য । আরবি ব্যকরনে Pronoun দুই ধরণেরঃ

০১) Subject Pronouns (দামায়ের ফা’য়েল)
০২) Object Pronouns (দামায়ের মা’ফুল-বিহি)

এই দুই সর্বনাম আবার প্রত্যেকে দুই ভাগে বিভক্তঃ

ক) Detached Subject/Object Pronouns ( মুনফাসিল)
খ) Attached Subject/Object Pronouns (মুত্তাসিল)

সালামে ব্যবহৃত ‘আলাই’ এর শেষে যুক্ত ‘-কুম’ এই রকম Attached Object Pronoun যা সালাম কাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে পরিবর্তিত হবে । সালাম কাকে বা কাদেরকে দেওয়া হচ্ছে অর্থাৎ পুরুষ বা নারী ও তাদের স্ংখ্যা কয়জন এর রকম ভেদে নিচের যুক্ত সর্বনামগুলো ব্যবহৃত হয়ঃ

-৩ এর অধিক পুরুষ অথবা ৩ এর অধিক নারী ও পুরুষ এর মিশ্রণ হলে হবে …আলাই-কুম
আস-সালামু আলাই-কুম/ ٱلسَّلَامُ عَلَيْكُمْ

-৩ জন এর অধিক শুধু নারী হলে …আলাই-কুন্না
আস-সালামু আলাই-কুন্না / ٱلسَّلَامُ عَلَيْكُنَّ

- ২ জন নারী বা ২ জন পুরুষ হলে উভয়েরই জন্য …আলাই-কুমা
আস-সালামু আলাই-কুমা /ٱلسَّلَامُ عَلَيْكُمَا

-১ জন পুরুষ হলে …আলাই-কা
আস-সালামু আলাই-কা / ٱلسَّلَامُ عَلَيْكَ

-১ জন নারী হলে …আলাই-কি
আস-সালামু আলাই-কি /ٱلسَّلَامُ عَلَيْكِ

সালামের জবাব দেওয়ার সময় সালামদাতার সংখ্যা ও লিঙ্গভেদে একিভাবে উপরের উপযুক্ত Attached Pronoun ব্যবহার করে ‘ওয়া আলাই-() আস-সালাম’ বলতে হবে ।

আমাদের বাংলাদেশে ‘আস-সালামু আলাই-কুম’ বলে সর্বজনিনভাবে সবাই সালাম দেয় কিন্তু আরব দেশগুলোতে ব্যকরনের সঠিক প্রয়োগের মাধ্যমেই সালাম দেওয়া হয় , তাই তাদের সাথে সালাম বিনিময় করতে যেয়ে যেন আমরা বিব্রতকর পরিস্থিতিতে না পরি ।

এবার আমরা আল্লাহ (সোঃতাঃ) এর কিতাব থেকে সালাম-সম্ভাষন নিয়ে কিছু আয়াত দেখব এবং কোরানের শিখানো সালাম এর আদলেই সালাম দেওয়ার অভ্যাস তৈরি করব ইন-শা-আল্লাহ ।

৬:৫৪ আর যারা আমার আয়াতসমূহের উপর ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে, তখন তুমি বল, ‘তোমাদের উপর সালাম/সালামুন আলাইকুম/سَلٰمٌ عَلَیۡکُمۡ

৭:৪৬ আর তাদের মধ্যে থাকবে পর্দা এবং আ‘রাফের উপর থাকবে কিছু লোক, যারা প্রত্যেককে তাদের চি‎‎হ্ন দ্বারা চিনবে। আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে,‘তোমাদের উপর সালাম/
সালামুন আলাইকুম/سَلٰمٌ عَلَیۡکُمۡ’।

১০:১০ সেখানে তাদের কথা হবে, ‘হে আল্লাহ, তুমি পবিত্র মহান’ এবং তাদের অভিবাদন হবে, ‘সালাম/
সালামুন/سَلٰمٌ’। আর তাদের শেষ কথা হবে যে, ‘সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব’।

১১:৬৯ আর অবশ্যই আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে ইবরাহীমের কাছে আসল, তারা বলল, ‘সালাম/সালামান/سَلٰمًا’। সেও বলল, ‘সালাম/
সালামুন/سَلٰمٌ’। বিলম্ব না করে সে একটি ভুনা গো বাছুর নিয়ে আসল।

১৩:২৪ ‘‘তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক/
সালামুন আলাইকুম/سَلٰمٌ عَلَیۡکُمۡ, কারণ তোমরা ধৈর্যধারণ করেছিলে। কতই না উত্তম পরকালের এই ঘর!’

১৪:২৩ আর যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে, তারা তাতে তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে। তথায় তাদের অভিবাদন হবে ‘সালাম/
সালামুন/سَلٰمٌ’।


লেখকঃ আবরার শাহরিয়ার
ই-মেইলঃ [email protected]
 
আস সালামু আলাইকুম

আমরা যখন সালাম দেই তখন আমাদের সামনে এবং আশেপাশে ফেরেশতা থাকেন।

আমরা যদি মনে এই নিয়ত রাখি যে আমি ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, তাহলে কুম দিয়ে বললে হবে ?

তা না হলে,
আরবি ব্যাকরণ এর এত নিয়ম মেনে সালাম দেয়া
আমাদের জন্য খুবই কঠিন।
 
আস সালামু আলাইকুম

আমরা যখন সালাম দেই তখন আমাদের সামনে এবং আশেপাশে ফেরেশতা থাকেন।

আমরা যদি মনে এই নিয়ত রাখি যে আমি ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি, তাহলে কুম দিয়ে বললে হবে ?

তা না হলে,
আরবি ব্যাকরণ এর এত নিয়ম মেনে সালাম দেয়া
আমাদের জন্য খুবই কঠিন।
অবশ্যই -কুম দিয়ে বললে হবে।