সালাত / নামাজ

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
কেন জানি পাঁচ ওয়াক্ত নামাজের সময় গুলোর সাথে আমি জীবনের মিল খুঁজে পাই।

এই যেমন ফজরকে জন্ম আর ইশাকে বার্ধক্য ধরলে যোহরকে যৌবন বলা যায়।

আর আসর, মাগরিব হতে হতে আমাদের বয়স বাড়তে থাকে।

এর মধ্যে অবশ্য যে কোন সময় মৃত্যু হতে পারে।

যাহোক, এর মধ্যে ফজর থেকে যোহর এই সময়টাই একটু দীর্ঘ। এ সময় কিছু করার জন্য বেশ খানিকটা সময় পাওয়া যায়।

এটা অনেকটা যৌবনকালের মতো। শরীরে শক্তি-সাহস থাকে, দমও থাকে, হাতে প্রচুর সময় থাকে। ফলে চাইলে অনেক কিছুই করা যায়, করার প্রস্তুতি নেয়া যায়।

তবে যোহর পার হলে হুট করেই আসর চলে আসে আর আসর শেষ হতে না হতেই মাগরিব চলে আসে।

মাগরিবের অল্প কিছুক্ষণের মধ্যে আবার ইশা।

তার মানে যোহর থেকে ইশার সময় আসতে বেশীক্ষণ লাগেনা।

যোহর গড়িয়ে কখন ইশা চলে আসে আমরা টেরও পাইনা।

জীবনটাও অনেকটা তেমনই।

যৌবনে উপনীত হতে একটু যা সময় লাগে।

এরপর কখন যে নিমিষেই বার্ধক্য চলে আসে তা আমরা টেরও পাই না।

এর মধ্যে কখন যে আজরাইলের ডাক চলে আসে তা আমরা ঠিক জানিওনা!

জানার কোন উপায়ও নেই।

তবে এতকিছুর পরেও আমাদের লোভের শেষ নেই, অহংকারের শেষ নেই।

গানের ভাষায় বলতে হয়,

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস
দম ফুরাইলেই ঠুস!
তবুতো ভাই কারোরই নাই
একটুখানি হুশ!

--------- ----------- -----------
- ড. রেজোয়ানুল হক
 
সময় খারাপ গেলেও নামাজ ছাড়বেন না।

কিছু কিছু মানুষ কষ্টকর কোন পরিস্থিতিতে পতিত হলে নামাজ পড়া ছেড়ে দেয়।

"নামাজ পড়ে আর কি হবে!! পড়ার আগ্রহ পাই না।" যদি এমনটি করেন তাহলে আপনি এর মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলছেন।

ঐ নামাজটিই আপনাকে জীবনের সমস্যা মোকাবেলায় সাহায্য করে। জীবন পথে আমরা যে নানারকম সমস্যার সম্মুখীন হই, নামাজ আমাদেরকে মানসিক শক্তি দান করে যেন আমরা এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারি।

নামাজ বাদ দেয়ার মাধ্যমে আপনি আপনার ঔষধ নেয়া বাদ দিচ্ছেন।

আমরা যখন নামাজ পড়া ছেড়ে দেই, তখন আমরা আসলে আমাদের চিকিৎসা বাদ দিচ্ছি।

এমনকি আপনার অবস্থা যদি এমন হয় "নামাজ পড়ার সময় আমি কিছুই অনুভব করি না।" তবু, নামাজ পুড়ন।

অনুভূতিটা যদি চিকন সুতোর মত পাতলা হয় তবু নামাজ ছাড়বেন না।

পরে একসময় এটি শক্তিশালী হয়ে উঠবে। অন্তত ফরজটুকু হলেও পড়ুন। সালাত বাদ দিবেন না। নিজের এতো বড় ক্ষতি করবেন না।

আল্লাহ বলেছেন যদি তারা এমনটি করতে পারে - لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَنَجْزِيَنَّهُمْ أَحْسَنَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ - "তাহলে আমি অবশ্য অবশ্যই তাদের মন্দ কাজগুলোকে মুছে দেব, আর তাদেরকে অবশ্য অবশ্যই প্রতিদান দেব তাদের উৎকৃষ্ট কাজগুলোর অনুপাতে যা তারা করত।" (২৯:৭)

মূল আলোচনাঃ
When Life Gets Hard - Khutbah by Nouman Ali Khan

সংগৃহীত
 
*চন্দ্র ও সূর্যগ্রহণের নামায*


~
 

Similar Threads

Back
Top