Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam

সীমা , তুমি ১৫ বছর আগে হারিয়ে গিয়েছিলে টাঙ্গাইল থেকে । তোমার বাবা , খালা , মামাসহ পরিবারের সবাই তোমাকে খুঁজে বেড়ায় আজো ।
যদি এটা তোমার চোখে পড়ে , তাহলে তোমার মামার সাথে যোগাযোগ করো ।
আবদুল মান্নান
মোবাইল : ০১৮৫৪৮১৪৮৪১
সীমা , বয়স ১০, গায়ের রং শ্যামলা ১৫ বছর আগে সিলেটেের মেয়র জনাব বদরউদ্দীন কামরানের শ্বশুরবাড়ি থেকে হারিয়ে গিয়েছিল । তার বাবার নাম মোহাম্মদ সমীর , গ্রাম : পাটনা , পো: অফিস : বড়লেখা , জিলা সিলেট ।
সীমার ঘাড়ে একটি জড়ুল আছে । সন্ধানদাতাকে পুরষ্কৃত করা হবে । এটি ফেইসবুক , টুইটার , ই - মেলের মাধ্যমে প্রচার করে সীমাকে খুঁজে পেতে সাহায্য করুন । যাজাক আল্লাহ খায়ের ।
Last edited: