বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আইজ্যাক নিউটন এর এক অন্তরঙ্গ বন্ধু ছিল যে সৃষ্টিকর্তাতে বিশ্বাসী ছিল না । তাকে সৃষ্টিকর্তা এর অস্তিত্ব সম্পর্কে সম্যক ধারনা দেওয়ার জন্য নিউটন এক পরিকল্পনা করেন । তিনি সৌরজগতের একটি কাঠের মডেল বানান । মডেলতা যত সম্ভব নিখুঁত ভাবে বানানোর চেষ্টা করেন । প্রত্যেকটা গ্রহের স্কেল মাপ সূক্ষাভাবে আনুপাতিক রাখেন ও গ্রহগুলোতে তাদের রং দেন । এর পরে মডেলটা তাঁর ঘরের টেবিলের উপর সাজিয়ে রাখেন ।
বেশ কিছুদিন পর তাঁর নাস্তিক বন্ধু নিউটনের বাসায় বেড়াতে আসেন । সৌরমণ্ডলের এত নিখুত কাঠের এই মডেল দেখে তিনি অভিভূত হয়ে যান । নিউটন কে প্রশ্ন করেন –
“ সৌরমণ্ডলের এই এত নিখুত মডেলটি কে বানিয়েছে ? ”
নিউটন উত্তর দিলেন-
“ কেউ না তো , এটা তো এমনি এমনি টেবিলের উপর তৈরি হয়ে গেছে । ”
বন্ধুটি আবারো একই প্রশ্ন জিজ্ঞেস করলো । নিউটন আবারো একই উত্তর দিল । এবার বন্ধুটি রাগান্বিত ও বিরক্ত হওয়ায় নিউটন তাকে বলল –
“ তুমি যদি এটা বিশ্বাস করতে না চাও যে কাঠের এই সৌরজগতের মডেলটি আচমকা সময়ের সাথে সাথে নিজে নিজে তৈরি হতে পারে , তবে এটা কিভাবে অস্বীকার করতে পার যে আকাশে এতো সত্যিকার জটিল ও নিখুত সৌরমণ্ডল তৈরি এর পেছনে কেউ নেই ? Design demands a designer .”
স্যার আইজ্যাক নিউটন একজন আস্তিক এক খোদায় বিশ্বাসী ব্যাক্তি ছিলেন । মহাবিশ্বের বহু জটিল রহস্য উম্নোচনকারি এই বিজ্ঞানী বলেন –
“This most beautiful system of the sun, planets, and comets, could only proceed from the counsel and dominion of an intelligent Being. [...] This Being governs all things, not as the soul of the world, but as Lord over all; and on account of his dominion he is wont to be called "Lord God" παντοκρατωρ [pantokratōr], or "Universal Ruler". [...] The Supreme God is a Being eternal, infinite, [and] absolutely perfect”
[Principia, Book III; cited in; Newton's Philosophy of Nature: Selections from his writings, p. 42, ed. H.S. Thayer, Hafner Library of Classics, NY, 1953.]
লেখকঃ আবরার শাহরিয়ার
ইমেইলঃ [email protected]