Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
বিসমিল্লাহ
**
যারা তাহাজ্জুদ পড়েন/পড়তে চান, তাদের জন্য :
১. হাসান বসরী (র.) কে প্রশ্ন করা হলো :
"ما بال المتهجدين من أحسن الناس وجوهاً ؟ قال : لأنهم خلو بالرحمن فألبسهم نوراً من نوره" .
“তাহাজ্জুদগুজারদের চেহারা সবার চেয়ে সুন্দর কেন?
তিনি বললেন : কারণ, তারা রহমানের সাথে নির্জনে একত্রিত হয়। তাই রহমান তাদেরকে নিজের পক্ষ থেকে নূরের পোষাক পরিয়ে দিন”।
২.
قال رجل للحسن البصري : يا أبا سعيد : إني أبِيت معافى ، وأحب قيام الليل ، وأعِدّ طهوري ، فما بالي لا أقوم ؟ فقال الحسن : ذنوبك قيدتْك .
এক ব্যক্তি হাসান বসরীকে বললো : হে আবু সাঈদ! আমি সুস্থাবস্থায় রাত কাটিয়ে দিই। পবিত্রতা নিয়ে বিছানায় যাই কিয়ামুললাইল/তাহাজ্জুদ পড়ার অভিপ্রায়ে। কিন্তু আমার কী হলো, আমি রাতে জাগতে পারি না?
হাসান বসরী বললেন : তোমাকে তোমার গুনাহ শিকল পরিয়ে দিয়েছে।
৩.
قال رجل لإبراهيم بن أدهم : إني لا أقدر على قيام الليل، فصف لي دواء . فقال : لا تعصه بالنهار ، وهو يُقيمك بين يديه في الليل ، فإن وقوفك بين يديه في الليل من أعظم الشرف ، والعاصي لا يستحق ذلك الشرف .
এক ব্যক্তি ইব্রাহীম বিন আদহাম কে প্রশ্ন করলো : আমি তাহাজ্জুদ পড়তে পারি না কেন? এর কোন প্রতিকার আছে কী?
ইব্রাহীম বললেন :
দিবা ভাগে আল্লাহর নাফরমানী করো না। তাহলে আল্লাহ রাতে তোমাকে তাঁর সামনে দাঁড় করিয়ে দিবেন।
কারণ, রাতে আল্লাহর সামনে দাঁড়ানো একটি মহাসম্মানজনক ব্যাপার।
আর নাফরমান ঐ সম্মানের যোগ্য নয়।
লেখাঃ Drbm Mofizur Rahman (হাফি.)
**
যারা তাহাজ্জুদ পড়েন/পড়তে চান, তাদের জন্য :
১. হাসান বসরী (র.) কে প্রশ্ন করা হলো :
"ما بال المتهجدين من أحسن الناس وجوهاً ؟ قال : لأنهم خلو بالرحمن فألبسهم نوراً من نوره" .
“তাহাজ্জুদগুজারদের চেহারা সবার চেয়ে সুন্দর কেন?
তিনি বললেন : কারণ, তারা রহমানের সাথে নির্জনে একত্রিত হয়। তাই রহমান তাদেরকে নিজের পক্ষ থেকে নূরের পোষাক পরিয়ে দিন”।
২.
قال رجل للحسن البصري : يا أبا سعيد : إني أبِيت معافى ، وأحب قيام الليل ، وأعِدّ طهوري ، فما بالي لا أقوم ؟ فقال الحسن : ذنوبك قيدتْك .
এক ব্যক্তি হাসান বসরীকে বললো : হে আবু সাঈদ! আমি সুস্থাবস্থায় রাত কাটিয়ে দিই। পবিত্রতা নিয়ে বিছানায় যাই কিয়ামুললাইল/তাহাজ্জুদ পড়ার অভিপ্রায়ে। কিন্তু আমার কী হলো, আমি রাতে জাগতে পারি না?
হাসান বসরী বললেন : তোমাকে তোমার গুনাহ শিকল পরিয়ে দিয়েছে।
৩.
قال رجل لإبراهيم بن أدهم : إني لا أقدر على قيام الليل، فصف لي دواء . فقال : لا تعصه بالنهار ، وهو يُقيمك بين يديه في الليل ، فإن وقوفك بين يديه في الليل من أعظم الشرف ، والعاصي لا يستحق ذلك الشرف .
এক ব্যক্তি ইব্রাহীম বিন আদহাম কে প্রশ্ন করলো : আমি তাহাজ্জুদ পড়তে পারি না কেন? এর কোন প্রতিকার আছে কী?
ইব্রাহীম বললেন :
দিবা ভাগে আল্লাহর নাফরমানী করো না। তাহলে আল্লাহ রাতে তোমাকে তাঁর সামনে দাঁড় করিয়ে দিবেন।
কারণ, রাতে আল্লাহর সামনে দাঁড়ানো একটি মহাসম্মানজনক ব্যাপার।
আর নাফরমান ঐ সম্মানের যোগ্য নয়।
লেখাঃ Drbm Mofizur Rahman (হাফি.)