তিনটা বিষয়ে মানুষের সামনে কথা বলো না

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
বিসমিল্লাহ

ইমাম সুফিয়ান সাওরি (রা.) বলেন—
.
তিনটি বিষয় নিয়ে কখনো (মানুষের সামনে) কথা বলো না—
.
• (নিজের) গুনাহ
• (নিজের) নেক আমল
• (নিজের) দুঃখ-কষ্ট
.
[হিলইয়াতুল আউলিয়া: ৯৩৯৭]
.
❖ গুনাহর কথা বলা যাবে না। কারণ, হাদিসে এসেছে, গুনাহর কথা প্রকাশকারী—মুজাহিরকে আল্লাহ্ কখনো মাফ করবেন না (তাওবাহ্ ব্যতীত)। কারণ যে গুনাহ আল্লাহ ঢেকে রাখেন, সে সেই গুনাহের কথা উন্মুক্ত করে দেয় মানুষের কাছে।
.
❖ নেক আমলের কথা বলা যাবে না। কারণ এতে রিয়া লৌকিকতার প্রবল সম্ভাবনা থাকে। তাছাড়া আত্মপ্রীতি ও আত্মপূজার সম্ভাবনা তৈরি হয়।
.
❖ দুঃখ-কষ্টের কথা বলতে নিষেধ করা হয়েছে, কারণ দুঃখের কথা বললে দুঃখ অনেক সময় বাড়ে (যদিও ব্যাপারটি আপেক্ষিক)। তবে, যদি সেই দুঃখের ব্যাপারটি নেতিবাচক কিছু হয়, তবে তা নিঃসন্দেহে বলা উচিত নয়। কারণ অনেক আল্লাহর বান্দা-বান্দী আছে, যারা এসব বিষয় দিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেইল করে।
.
সুতরাং, চুপ করা শিখতে হবে। যাবতীয় বিষয় আল্লাহর সাথে সুরাহা করার অভ্যাস করতে হবে। কুরআনে বলা হয়েছে, কতই-না উত্তম অভিভাবক আল্লাহ!

কপি
 

Similar Threads

Back
Top