তোমার হয়ে ফেরেশতা জবাব দেবে

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
সালাম


তোমার হয়ে ফেরেশতা জবাব দেবে


--জাবীন হামিদ

একবার আবু বকর رضي الله عنهم কে এক লোক খুব খারাপ খারাপ কথা শোনাচ্ছিল । আবু বকর رضي الله عنهم কোন জবাব না দিয়ে চুপ করে বসেছিলেন ।



পাশে রাসূল صلى الله عليه وسلم কৌতুহল ভরে তা দেখছিলেন ও মুচকি হাসছিলেন ।অনেকক্ষণ বাজে কথা শোনার পর ধৈর্য রাখতে না পেরে আবু বকর লোকটির কথার উত্তরে কিছু বলে ফেললেন ।


তখন রাসূল صلى الله عليه وسلم উঠে চলে যেতে শুরু করলেন ।আবু বকর رضي الله عنهم তাড়াতাড়ি এসে জানতে চাইলেন , হে আল্লাহর রাসূল صلى الله عليه وسلم ঐ লোক বাজে কথা বলছিল , তখন আপনি বসে থাকলেন ; আর আমি যখন উত্তর দিলাম , তখন আপনি এটা পছন্দ করলেন না আর চলে যাচ্ছেন । এর কারণ কী ?

রাসুল صلى الله عليه وسلم বললেন , যখন তুমি চুপ ছিলে , তখন তোমার হয়ে ফেরেশতা তাকে জবাব দিচ্ছিলো । যখন তুমি জবাব দেয়া শুরু করলে তখন ফেরেশতার জায়গায় শয়তান চলে আসলো ।



রাসূল صلى الله عليه وسلم বললেন , ও আবু বকর । তিনটি সত্য জেনে নাও :

১. কারো প্রতি যখন অন্যায় করা হয় আর সে প্রতিশোধ না নিয়ে আল্লাহর সন্ত্তষ্টির জন্য ধৈর্য ধরে , তখন আল্লাহ তাকে সম্মানিত করেন ও নিজ সাহায্যে উচ্চতর অবস্থায় রাখেন ।


২. কেউ যদি আত্মীয়তার বন্ধন দৃঢ় করতে তাদেরকে উপহার দেয় , আল্লাহ তাকে অপরিমিত পুরষ্কার দান করেন ।


৩. কেউ যদি নিজের সম্পদ বাড়ানোর জন্য ভিক্ষার হাত বাড়িয়ে দেয় , আল্লাহ তার সম্পদ কমিয়ে দেবেন ।

http://islamtruth4all.blogspot.com/2010/05/angel-defends-you-when-you-dont-argue.html
 
Last edited:

Similar Threads

Back
Top