#05_January_2026
# আসসালামু_আলাইকুম

সোমবার

(আইয়ামে বীযের রোযা ৩য়)
♢০৫ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ
♢১৫ রজব ১৪৪৭ হিজরি
♢২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
__
__

এরপরের মাস শাবান মাস। নবীজী সঃ প্রায় পুরা মাস রোযা রাখতেন। প্রস্তুত থাকতে পারেন।

__
__

রজব মাসের আমল
1. রজব মাসের বিশেষ কোন ইবাদাত নেই।
2. আইয়ামে বীযের রোযা ১৩,১৪,১৫ রজব (3,4,5 জানুয়ারি)।
3. সোমবার ও বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নাত রোযা।

রমাদানের ভাংতি বা কাযা রোযা থাকলে দ্রুত রেখে দিবেন।
♥ আপডেট সব পোস্ট পেতে আমাদের প্রধান পেজটি ফলো করতে পারেন // " প্রতিদিনের নামায ও রোযার সময়সূচী " \\♥
____
____

যে দিন রোযা রাখতে হয় তার আগের দিন রাতে সাহরি খেতে হয়।

আযান পর্যন্ত বা ফজরের ওয়াক্তে সাহরি খাওয়া যাবে না। খেলে রোযা হবে না। সাহরি না খেয়েও রোযা রাখা যায়। তবে উত্তম না। সাহরি খাওয়া সুন্নাত ও অনেক বরকতের। সাহরির শেষ সময় জেনে নিবেন ইনশাআল্লাহ।

____
____
____
(♥ ঢাকা জেলার জন্য প্রযোজ্য ♥)
1 ●তাহাজ্জুদের উত্তম সময় শুরু -০১:২৪
2 ●সাহরি ও তাহাজ্জুদ শেষ -৫:১৬
3 ●ফজর শুরু -৫:২২/ফজর শেষ -৬:৪০
4

সূর্যোদয় -৬:৪১
5

নিষিদ্ধ সময় -৬:৪১~৭:০০
6 ●ইশরাক -৭:০১~১১:৫৩ (প্রথম দিকে পড়াই উত্তম)
7 ●চাশত -১০:০০~১১:৫৩
8

নিষিদ্ধ সময় -১১:৫৪~১২:০৪
9 ●যাওয়াল -১২:০৭~১২:৩৭
10 ●যুহর শুরু -১২:০৭/যুহর উত্তম শেষ -৩:০৫/যুহর শেষ -৩:৪৯
11 ○আছর শুরু -৩:০৭/আছর শেষ -৫:০৬ (শাফেয়ী)
12 ●আছর শুরু -৩:৫১/আছর শেষ -৫:০৬
13 ○আছর মাকরূহ শুরু -৫:০৭/মাকরূহ শেষ -৫:২০
14

নিষিদ্ধ সময় -৫:২১~৫:২৬
15

সূর্যাস্ত -৫:২৬
16 ●ইফতার -৫:২৯
17 ●মাগরিব শুরু -৫:২৯/মাগরিব শেষ -৬:৪৬
18 ●নফল নামায-মাগরিব থেকে ইশা পর্যন্ত (আওয়াবিন)
19 ●ইশা শুরু -৬:৪৮/ইশার উত্তম শেষ -৯:২৪/জায়েজ শেষ -১১:২৩
20 ○ইশা মাকরূহ শুরু -১১:২৪/মাকরূহ শেষ -৫:১৬
____
____

বিঃদ্রঃ

1) সতর্কতার জন্য সাহরিতে ৬ মিনিট কম ও ইফতারে ৩ মিনিট বেশি রাখা হয়েছে।
যদি কেউ সঠিক ভাবে নিজ স্থানের সুবহে সাদিক ও সূর্যাস্তের সময় বের করতে পারেন তাহলে সেই অনুপাতে সাহরি ও ইফতার করতে পারেন, তাতে আমাদের কোন আপত্তি বা দ্বিমত নেই।

2) যুহর ও যাওয়ালে ৩ মিনিট বেশি রাখা হয়েছে।
___
___

কিয়ামুল লাইল (তাহাজ্জুদ) : - ইশার পর থেকে সাহরির শেষ সময় পর্যন্ত।

অন্যান্য নফল নামায : - নিষিদ্ধ তিন সময়, ফজরের ওয়াক্ত ও আছরের পরে বাদে সব সময় পড়া যাবে।

সালাতুত দুহা (আওয়াবিন) : - ইশরাক ও চাশতের নামাজ ই সালাতুত দুহা। আওয়াবিনও বলা হয়।

কাযা নামায : - নিষিদ্ধ তিন সময় বাদে সব সময় পড়া যাবে।
____
____

বিঃদ্রঃ উক্ত সময় ঢাকা জেলার জন্য প্রযোজ্য

___
___
জাঝাকুমুল্লাহু খইরন
কপি