বিসমিল্লাহ
ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন,
" كَانَ رَسُولُ اللهِ ﷺ لاَ يُفْطِرُ أَيَّامَ البِيضِ فِي حَضَرٍ وَلاَ سَفَرٍ"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ও সফরে কোথাও শুক্লপক্ষের (তিন) দিনের সিয়াম ছাড়তেন না।[নাসাঈ ২৩৪৫, হাসান সূত্রে]
জমাদিউল আওয়াল মাসের ১৩,১৪ ও ১৫ তারিখ যথাক্রমে এই মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার অর্থাৎ ইংরেজি ২৯,৩০ ও ৩১ ডিসেম্বর।
সোমবারের সুন্নাহ ধরলে পরপর চার দিন রোযা রাখার সুযোগ পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ।
আজ ২৮ শে ডিসেম্বর রবিবার রাত থেকে সাহরি খেতে হবে।
আল্লাহ তৌফিক দিন।
Bismillah
It was narrated that Ibn 'Abbas said:
"The Messenger of Allah would not break fast on the days of Al-Bid whether he was a resident or traveling." [Hasan, Sunan an-Nasa'i 2345]
The month of Jumada al-awwal, 1442 Hijri started from December 17, 2020 as per local moon-sighting.
Accordingly, al-ayyaam al-beed for this month will be Tuesday, December 29, Wednesday, December 30 and Thursday, December 31.
Those who want to fast on Monday, must start taking suhur /sahri from tonight ( Sunday).
May Allah gives us towfiq to do it. Ameen.