Muslim Woman
Super Moderator
- Messages
- 12,287
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam

আদব ( জ্ঞান চর্চাকারীর আদব-কায়দা )
আরবী : শেখ আবু আব্দুল্লাহ্ মুহাম্মাদ সাঈদ রাসলান, সৌদি আরব।
ইংরেজী অনুবাদ: আবু সাবাইয়া।
ইংরেজী থেকে অনুবাদ: জাবীন হামিদ, বাংলাদেশ।
"আমি ত্রিশ বছর ধরে আদব শিখেছি আর জ্ঞান চর্চায় সময় দিয়েছি বিশ বছর"
-আবদুল্লাহ বিন আল মুবারক।
সূচি :
ভূমিকা
১. জ্ঞানের সন্ধান করার সময় আল্লাহর উদ্দেশ্যে নিয়ত পরিশুদ্ধ করতে হবে
২. শরীয়াহ বিরোধী সবকিছু থেকে মন ও আচরণকে শুদ্ধ করতে হবে
৩. জ্ঞানের দিকে পুরো মনোযোগ দিতে হবে ও সব বাধা দূর করতে হবে
৪. কম খাও , সাবধান হও ও সবসময় আল্লাহর যিকির করো
৫. খাওয়া , ঘুম ও কথা যত কম তত ভাল
৬. সঠিক বন্ধু বেছে নেয়া ও সামাজিকতা কমানো
৭. কী শিখবে ? কার কাছে শিখবে ?
৮ . শিক্ষকের সাথে সেরা আচরণ করতে হবে
৯ . বইয়ের যত্ন নেবে
১০ . যেভাবে পড়তে হবে
শেষ কথা
Last edited: