Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
সালাম আলাইকুম ,
সারা পৃথিবী জুড়ে চলছে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার । কোন অমুসলিম সন্ত্রাস করলে তার সাথে কোন ধর্মকে জড়ানো হয় না, অথচ দুনিয়ার যে কোন প্রান্তে সাধারণ কোন মুসলমানও যদি কিছু একটা পাপ করে , তবে দোষ হয় ইসলামের । মুসলমান পুরুষ মাত্রই সন্ত্রাসী , মুসলমান নারী মানে নির্যাতিতা , পুরুষের দাসী ইত্যাদি অপপ্রচার বছরের পর বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে , পত্র-পত্রিকা - বইতে প্রচার ও প্রকাশ করা হয়েছে।
এত অপপ্রচারের পরেও পশ্চিমা সভ্যতা ও ইসলাম বিদ্বেষী গণমাধ্যম সত্যের আলো থেকে মানুষকে দূরে রাখত পারছে না । প্রতিদিনই কোথাও না কোথাও কোন অমুসলিম ইসলামের দাওয়াত কবুল করে বলছেন: আমি সাক্ষ্য দিচ্ছি , নেই কোন রব আল্লাহ ছাড়া ও হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও রাসূল ।
এমন লাখো কাহিনী থেকে মাত্র কয়েকটি ইংরেজী থেকে অনুবাদ করলাম । আশা করি , এই বই পড়ে বাংলাভাষী পাঠক - পাঠিকারা জানতে পারবেন কিভাবে সারা দুনিয়াতে অমুসলিমরা সত্যকে কবুল করে নিচ্ছে । আমি পাঠকদের অনুরোধ করবো কোন অপপ্রচারে কেউ যেন ইসলাম থেকে দূরে সরে না যান । আল্লাহর কাছে মাফ চাইলে , ইসলাম কবুল করলে শুধু যে জীবনের সব পাপ মাফ হয়ে যায় তাই নয় , পাপ বদলে সওয়াবে পরিণত হয়। আল্লাহ বলেন : ...যারা তওবা করে , ঈমান আনে ও নেক কাজ করে , আল্লাহ এমন লোকদের পাপকে পূণ্যে পরিবর্তিত করে দেবেন ; আল্লাহ পরম ক্ষমাশীল , পরম দয়ালু ( সুরা ফুরকান : ২৫:৭০ )।
আমার অনুবাদ করা এই কাহিনীগুলি পড়ে যদি একজন পাঠকেরও ইসলাম সম্পর্কে কোন ভুল ধারণা দূর হয় , তবে নিজেকে ধন্য মনে করবো ।
সারা পৃথিবী জুড়ে চলছে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার । কোন অমুসলিম সন্ত্রাস করলে তার সাথে কোন ধর্মকে জড়ানো হয় না, অথচ দুনিয়ার যে কোন প্রান্তে সাধারণ কোন মুসলমানও যদি কিছু একটা পাপ করে , তবে দোষ হয় ইসলামের । মুসলমান পুরুষ মাত্রই সন্ত্রাসী , মুসলমান নারী মানে নির্যাতিতা , পুরুষের দাসী ইত্যাদি অপপ্রচার বছরের পর বছর ধরে বিভিন্ন গণমাধ্যমে , পত্র-পত্রিকা - বইতে প্রচার ও প্রকাশ করা হয়েছে।
এত অপপ্রচারের পরেও পশ্চিমা সভ্যতা ও ইসলাম বিদ্বেষী গণমাধ্যম সত্যের আলো থেকে মানুষকে দূরে রাখত পারছে না । প্রতিদিনই কোথাও না কোথাও কোন অমুসলিম ইসলামের দাওয়াত কবুল করে বলছেন: আমি সাক্ষ্য দিচ্ছি , নেই কোন রব আল্লাহ ছাড়া ও হজরত মুহাম্মদ সাল্লাললাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও রাসূল ।
এমন লাখো কাহিনী থেকে মাত্র কয়েকটি ইংরেজী থেকে অনুবাদ করলাম । আশা করি , এই বই পড়ে বাংলাভাষী পাঠক - পাঠিকারা জানতে পারবেন কিভাবে সারা দুনিয়াতে অমুসলিমরা সত্যকে কবুল করে নিচ্ছে । আমি পাঠকদের অনুরোধ করবো কোন অপপ্রচারে কেউ যেন ইসলাম থেকে দূরে সরে না যান । আল্লাহর কাছে মাফ চাইলে , ইসলাম কবুল করলে শুধু যে জীবনের সব পাপ মাফ হয়ে যায় তাই নয় , পাপ বদলে সওয়াবে পরিণত হয়। আল্লাহ বলেন : ...যারা তওবা করে , ঈমান আনে ও নেক কাজ করে , আল্লাহ এমন লোকদের পাপকে পূণ্যে পরিবর্তিত করে দেবেন ; আল্লাহ পরম ক্ষমাশীল , পরম দয়ালু ( সুরা ফুরকান : ২৫:৭০ )।
আমার অনুবাদ করা এই কাহিনীগুলি পড়ে যদি একজন পাঠকেরও ইসলাম সম্পর্কে কোন ভুল ধারণা দূর হয় , তবে নিজেকে ধন্য মনে করবো ।