Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam

মেডিকেল নামক কারাগার থেকে বলছি
·

২০০৮ সালের ২৮ এপ্রিলের কথা মনে আছে? পৃথিবীর সর্বকনিষ্ঠ প্রাণীবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নতুন নতুন প্রজাতির ব্যাঙ খোঁজা ছিল তাঁর নেশা। একদিন মাথায় আসলো ব্যাঙ সংরক্ষণ দিবস পালন করার। যেই চিন্তা সেই কাজ।
সাজিদ ২০০৮ সালের ২৮ এপ্রিল কিছু ব্যাঙ সংগ্রহ করে ক্যাম্পাসে আয়োজন করতে চেয়েছিল ব্যাঙ সংরক্ষণ দিবস। এর পরের ইতিহাস কি হয়েছিল তা হয়তো সাজিদ এবং তার বন্ধুরা এখনো ভুলেননি। তৎকালীন প্রক্টর সাজিদ আলী হাওলাদার এবং তার টিমকে পুলিশ দিয়ে লাঠিপেটা করে উঠিয়ে দেয় । ভন্ডুল হয়ে যায় সাজিদ আলী হাওলাদের সেই ব্যাঙ সংরক্ষণের সব আয়োজন।
হ্যাঁ, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনই এখন হয়তো লোভনীয় টাকার অফারে ক্লোজ-আপ কোম্পানীকে বিশ্রী একটি কাজ করার সুযোগ দিয়ে দিলো। প্রেমিক-প্রেমিকাকে ক্লোজ-আপের চিহ্নিত কিছু রিক্সায় বৈধভাবে চুদিয়ে প্রেম করার সুযোগ করে দিলো।
আপনি নিশ্চয়ই ভুল পড়ছেননা। এটাই সত্য। যেখানে বিশ্ববিদ্যালয় সৃজনশীল কাজকে সাধুবাদ দিবে, গবেষণায় এগিয়ে আসবে বরং তা না করে এমন ঘৃণ্য একটি কাজকে বৈধতা দিল যা অকল্পনীয়, রীতিমত ভয়ানক। কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের মান গিয়ে পৌঁছেছে, চিন্তা চেতনা গিয়ে পৌঁছেছে?
প্রেমিক-প্রেমিকা সব ক্যাম্পাসেই আছে কিন্তু বিশ্ববিদ্যালয় একটি বাণিজ্যিক কোম্পানী কাছে এমন ঘৃণ্য কাজকে অনুমতি দেবে কেন? তাহলে নিশ্চয়ই আগামীকাল থেকে কপোত-কপোতীরা অশ্লীল কোন কাছ করলেও প্রশাসন বাঁধা দেওয়ার অধিকার রাখতে পারবেনা কেননা প্রশাসনই তো পথ দেখিয়েছে।
মূল কথা হচ্ছে, শিক্ষক সমাজের যখন নৈতিক অবক্ষয় ঘটে তখনি বিজ্ঞান মেলার পরিবর্তে কাপলদের মেলার ব্যবস্থা করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পক্ষ থেকে এ আয়োজনের অনুমতি দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। সাথে সাথে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি অবিলম্বে এ অনুমতি বাতিল করা হোক। অন্যথায় ক্যাম্পাসে অশালীন কিছু ঘটলে দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।
-----
From: CU news
- - - Updated - - -

Aysha Akhter·

"ক্লোজআপ" এর এই অবাধ যৌনতার আহবানের বিরুদ্ধে সোচ্চার হউন।।
#ভ্যালেন্টাইন্স_ডে উপলক্ষে দেশের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে আজ ০৯-১৬ তারিখ পর্যন্ত সকাল ৮.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত প্রেমিক-প্রেমিকাদের জন্য রিক্সা যুগে ফ্রি রিক্সা-ভ্রমনের কার্যক্রম ঘোষনা করেছে।
ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করেছে।।
আমি ব্যক্তিগত ভাবে ক্লোজআপ এর এই কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ স্বরুপ আজ থেকে ক্লোজআপ বর্জন করছি।।
#boycottCloseUp, #NotOurCulture #NoValentine
"নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য ইহকালে রয়েছে লাঞ্ছনা ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।" [নূরঃ ১৯]
#say_no_to_nudity #say_no_to_valentinesDay #save_the_nation
#Hate_close_up.
(সংগ্রহ)
- - - Updated - - -

Aysha Akhter·

"ক্লোজআপ" এর এই অবাধ যৌনতার আহবানের বিরুদ্ধে সোচ্চার হউন।।
#ভ্যালেন্টাইন্স_ডে উপলক্ষে দেশের শীর্ষ ৫ বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে আজ ০৯-১৬ তারিখ পর্যন্ত সকাল ৮.০০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত প্রেমিক-প্রেমিকাদের জন্য রিক্সা যুগে ফ্রি রিক্সা-ভ্রমনের কার্যক্রম ঘোষনা করেছে।
ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারী করেছে।।
আমি ব্যক্তিগত ভাবে ক্লোজআপ এর এই কার্যক্রমের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিবাদ স্বরুপ আজ থেকে ক্লোজআপ বর্জন করছি।।
#boycottCloseUp, #NotOurCulture #NoValentine
"নিশ্চয়ই যারা পছন্দ করে ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য ইহকালে রয়েছে লাঞ্ছনা ও পরকালে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।" [নূরঃ ১৯]
#say_no_to_nudity #say_no_to_valentinesDay #save_the_nation
#Hate_close_up.
(সংগ্রহ)