চাকরীর খবর :)

:sl:


আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘টেরিটোরি সেলস অফিসার (টিএসও)’ পদে নিয়োগ দেওয়া হবে। বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা। পাশাপাশি অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
যোগ্যতা : যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পাশাপাশি ন্যূনতম শারীরিক উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে। এ ছাড়া দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীদের মোটরসাইকেল চালানো জানতে হবে।
বয়স : আগামী ২২ মে-২০১৭ তারিখে প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
বেতন : নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩০ হাজার টাকা। পাশাপাশি অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া : পদটিতে বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। পাশাপাশি ই-মেইলের ([email protected]) মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে। এ ছাড়া সব শিক্ষাসনদের সত্যায়িত কপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকৃতির রঙিন ছবিসহ ডাকযোগে আবেদন করা যাবে। আবেদন করার ঠিকানা ‘হিউম্যান রিসোর্সেস ডিভিশন, আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড, ডি টি রোড, পাহাড়তলী, চট্টগ্রাম’। আবেদন করা যাবে ২২ মে-২০১৭ তারিখ পর্যন্ত।
বিস্তারিত দেখুন বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :



abulkhayerjobs-1.jpg
 
:sl:



৩টি পদে ৩৭০ জন লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন সচিবালয়। প্রথমে আবেদন করতে হবে অনলাইনে, পরে ডাকযোগে হার্ডকপি পাঠাতে হবে। ছাপা হয়েছে ২ জুনের জনকণ্ঠ (পৃ. ১২) ও ৩ জুনের প্রথম আলো (পৃ. ১৭) পত্রিকায়। এ ছাড়া কর্মকমিশনের ওয়েবসাইটেও (www.bpsc.gov.bd) পাওয়া যাবে বিজ্ঞপ্তিটি।

কোন পদে কতজন

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিতে প্রকৌশলী প্রশিক্ষক পদে (মুক্তিযোদ্ধা কোটা) ১ জন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন গুপ্ত সংকেত পরিদপ্তরে সিনিয়র সাইফার অফিসার পদে ২ জন, বস্ত্র পরিদপ্তরাধীন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে চিফ ইনস্ট্রাক্টর পদে ৬ জন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের অধীন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোতে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে ২০ জন, নির্বাচন কমিশন সচিবালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়ন্ত্রণাধীন জাতীয় রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন যৌথ মূলধন কম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে সহকারী প্রগ্রামার পদে ৮ জন, নির্বাচন কমিশন সচিবালয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ জন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ



kalerkantho_com14061713-1.jpg




মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তরে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে ১ জন, এই মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মেডিক্যাল অফিসার পদে ১৫২ জন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ডাক অধিদপ্তরের প্রিন্টিং ম্যানেজার পদে ১ জন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে চিকিৎসা বিভাগের হাসপাতালগুলোতে এনেসথেসিওলজিস্ট পদে ১ জন, রেডিওলজিস্ট পদে ১ জন ও ব্যাকটেরিওলজিস্ট পদে ১ জন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা পদে ৬০ জন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশল (সিভিল) পদে ১৭ জন ও সহকারী প্রকৌশলী (তড়িৎ) পদে ২ জন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী পদে ২ জন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরে জেলা ক্রীড়া অফিসার পদে ১২ জন ও প্রভাষক পদে ১৩ জন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এস্টিমেটর (তড়িৎ) পদে ১ জন, স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ড্রাফটসম্যান পদে ২৯ জন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন নৌপরিবহন অধিদপ্তরে পরিদর্শক পদে ১ জন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৯ জন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিতে (বিআরটিএ) মোটরযান পরিদর্শক পদে নেওয়া হবে ১৮ জন।

আবেদনের যোগ্যতা
প্রকৌশলী প্রশিক্ষক পদে প্রথম অথবা দ্বিতীয় শ্রেণির প্রকৌশলী বা মেরিন প্রকৌশলী অথবা সমমানের সনদ থাকতে হবে। সিনিয়র সাইফার অফিসার পদের জন্য যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএতে স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস হতে হবে। চিফ ইনস্ট্রাক্টর পদে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে পিএইচডি, স্নাতকোত্তর অথবা কোনো প্রথম শ্রেণিতে চার বছর মেয়াদী স্নাতক হতে হবে।



সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদের জন্য সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ স্নাতকোত্তর হতে হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বিষয়ে বিএসসি হলেই আবেদন করা যাবে সহকারী প্রগ্রামার পদে।


বাণিজ্যে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর, দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর বা চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকলে আবেদন করা যাবে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা পদের ক্ষেত্রে হিসাববিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার পদে এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। স্নাতক বা ডিপ্লোমা ইন প্রিন্টিং টেকনোলজি বা সমজাতীয় ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে প্রিন্টিং ম্যানেজার পদে। এনেসথেসিওলজিস্টের জন্য এমবিবিএস ডিগ্রি ও এনেসথেসিওলজিস্ট বিষয়ে ডিপ্লোমা, ব্যাকটেরিওলজিস্টের জন্য এমবিবিএস, ডিএমআরই বা ডিএমআরডি ডিগ্রি এবং রেডিওলজিস্টের জন্য এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।



সহকারী প্রকৌশলী (সিভিল) ও সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলীর জন্য পুরকৌশলে এবং সহকারী প্রকৌশলীর জন্য (তড়িৎ) তড়িৎ কৌশলে স্নাতক হতে হবে। সহকারী প্রকৌশলী তড়িৎ ও সিভিলের এএমআইই বাংলাদেশের সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জেলা ক্রীড়া শিক্ষা অফিসার ও প্রভাষক পদের জন্য দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি পাস হতে হবে। প্রভাষক পদের শারীরিক শিক্ষায় দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকলেও চলবে। এস্টিমেটরের (তড়িৎ)জন্য যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তড়িৎ প্রকৌশলে ও উপসহকারী প্রকৌশলী পদের জন্য পুরকৌশলে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা থাকতে হবে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে পরিদর্শক পদে। মোটরযান পরিদর্শকের ক্ষেত্রে অটোমোবাইল বা পাওয়ার টেকনোলজিতে ৪ বছরের ডিপ্লোমা ও ড্রাফটসম্যানস পদের জন্য প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিপ্লোমা থাকতে হবে।



বেতন কাঠামো

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী প্রকৌশলী প্রশিক্ষক পদে বেতন পাওয়া যাবে ৪৩০০০-৬৯৮৫০ টাকা স্কেলে। সিনিয়র সাইফার অফিসার ও চিফ ইনস্ট্রাক্টর পদের জন্য ৩৫৫০০-৬৭০১০ টাকা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে ২৯০০০-৬৩৪১০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।


সহকারী প্রগ্রামার, হিসাবরক্ষণ কর্মকর্তা, মেডিক্যাল অফিসার, প্রিন্টিং ম্যানেজার, এনেসথেসিওলজিস্ট, রেডিওলজিস্ট, ব্যাক্টিরিওলজিস্ট, পরিসংখ্যান কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী, জেলা ক্রীড়া অফিসার ও প্রভাষক পদে বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা।
এস্টিমেটর, ড্রাফটসম্যান, পরিদর্শক, উপসহকারী প্রকৌশলী ও মোটরযান পরিদর্শক পদে বেতন পাওয়া যাবে ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে। এ ছাড়া দেওয়া হবে সরকারি চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদনের নিয়ম ও পরীক্ষার প্রস্তুতি

আবেদনের নিয়ম
প্রথমে www.bpsc.gov.bd ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর কমিশনের ওয়েবসাইট থেকে বিপিএসসি ফরম-৩ ডাউনলোড করে পূরণ করতে হবে। তারপর পূরণকৃত ফরম শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদের সব সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল-স্বাক্ষরিত ছাড়পত্রের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে), অ্যাপ্লিকেন্টস কপি, প্রবেশপত্রের কপিসহ হাতে হাতে বা ডাকযোগে পাঠাতে হবে ১৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে।

পরীক্ষাপদ্ধতি
প্রকৌশলী প্রশিক্ষক, সিনিয়র সাইফার অফিসার, চিফ ইনস্ট্রাক্টর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পদে শুধু ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। সহকারী প্রগ্রামার, হিসাবরক্ষণ কর্মকর্তা, মেডিক্যাল অফিসার, প্রিন্টিং ম্যানেজার, এনেসথেসিওলজিস্ট, রেডিওলজিস্ট, ব্যাকটেরিওলজিস্ট, পরিসংখ্যান কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, সহকারী প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী, জেলা ক্রীড়া শিক্ষা অফিসার, প্রভাষক, এস্টিমেটর, ড্রাফটসম্যান, উপসহকারী প্রকৌশলী, মোটরযান পরিদর্শক পদের প্রার্থীদের বাংলা ৫০, ইংরেজি ৫০, সাধারণ জ্ঞান ৪০ ও টেকনিক্যাল বিষয়ে ৬০ নম্বরসহ মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। এ ছাড়া দশম গ্রেডের প্রার্থীদের ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। পরিদর্শক পদেও ২০০ নম্বরের লিখিত ও ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে। তবে টেকনিক্যাল বিষয়ের পরিবর্তে গণিত ও মানসিক দক্ষতা বিষয়ে ৬০ নম্বরের পরীক্ষা হবে।

পরীক্ষার প্রস্তুতি
পরীক্ষার প্রস্তুতি বিষয়ে নন-ক্যাডারে চিফ ইনস্ট্রাক্টর পদে নিয়োগপ্রাপ্ত মাহমুদ হাসান জানান, বাংলায় রচনা, ভাব সম্প্রসারণ, অনুবাদ, পত্রলিখন, সন্ধি, ভুল সংশোধন ও শুদ্ধকরণ, কারক ও বিভক্তি, সমাস ও প্রত্যয়, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, বাক্য সংকোচন, সারাংশ, নত্ব-বিধান, ষত্ব-বিধান ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকতে পারে।
ইংরেজিতে Sentence, Narration, Voice Change, Correct Form of Verbs, Suffix- Prefix, Translation, Pronunciation, Synonym-Antonym, Transformation of Sentence, Appropriate Word, Appropriate Preposition, Idioms and Pharases থেকে প্রশ্ন থাকতে পারে।
গণিতে শতকরা, সুদকষা, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, বাস্তব সমস্যা সমাধান, লসাগু-গসাগু, লাভ-ক্ষতি, ভগ্নাংশ, উৎপাদক, সূচক, লগারিদম, বীজগণিতীয় সূত্র ও পরিসংখ্যান থেকে প্রশ্ন থাকতে পারে। জ্যামিতি অংশ থেকে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, রেখা, কোণ, ক্ষেত্রফল ইত্যাদি বিষয়ে প্রশ্ন থাকতে পারে।

সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন থাকতে পারে। বাংলাদেশ বিষয়ে ভূ-প্রকৃতি, জলবায়ু, ইতিহাস ও সভ্যতা, সংস্কৃতি ও ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও সাম্প্রতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয়াবলি থেকে চলতি ঘটনা, বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, রোগব্যাধি ও চিকিৎসাবিজ্ঞান থেকে প্রশ্ন থাকতে পারে। এ ছাড়া টেকনিক্যাল পদের প্রার্থীর টেকনিক্যাল বিষয়গুলোর ওপর প্রশ্ন থাকবে। প্রফেসরস ও নন-ক্যাডার পিএসসি নিয়োগ গাইড থেকে বিগত দিনের প্রশ্ন পাওয়া যায়। প্রস্তুতিতেও সহায়ক হবে এসব বই

http://www.24livenewspaper.com/site/?url=www.kalerkantho.com/
 
Salaam


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১১টি পদে মোট ১ হাজার ১১৩ জন নিয়োগ হবে। সম্প্রতি অধিদপ্তরের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় এই নিয়োগ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে goo.gl/rEJ3aC এই লিংকে। ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৩ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত।
 
Last edited:
:sl:



আইসিবি ইসলামিক ব্যাংক লি. হেড অব বিজনেস পদের জন্য প্রগতিশীল ব্যক্তি আবশ্যক।যোগ্যতা:
- কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে এমবিএ/ এমবিএম/ মাস্টার্স
- কর্পোরেট, এসএমই ও রিটেইল ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, বিজনেস/প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ব্র্যান্ড ম্যানেজমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট, কাস্টমার রিলেশনশিপের অভিজ্ঞতা থাকতে হবে
- হেড অব বিজনেস/সেলস হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ ১২-১৫ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা।
- বয়স ৩৮ বছর এবং এর উপরে
- ইংরেজিতে পারদর্শী
- উত্তম আন্তঃব্যক্তিক দক্ষতা
- সমস্যা সমাধান সক্ষমতা।

আবেদনের শেষ তারিখ : ২৯ জুলাই, ২০১৭

আবেদন করার নিয়মাবলী :
আগ্রহী প্রার্থীরা তাদের সিভি কভার লেটারের সঙ্গে হেড অব এইচআর, আইসিবি ইসলামিক ব্যাংক লি., টি.কে ভবন (১৬ তলা), ১৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা ১২১৫ বরাবর পাঠিয়ে দিন।

http://www.dainikamadershomoy.com/career/91527/আইসিবি-ইসলামিক-ব্যাংকে-নিয়োগ-বিজ্ঞপ্তি



প্রতিষ্ঠান : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
পদ : সহকারী অধ্যাপক - জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ৮ আগস্ট, ২০১৭
বিস্তারিত দেখুন :

http://www.kalerkantho.com/online/hot-jobs/2017/07/28/524972
 
Last edited:
:sl:



২০১৮ সালের অফিসার ক্যাডেট ব্যাচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ ডিসেম্বর।



http://www.kalerkantho.com/feature/chakriache/2017/11/01/559796



* আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
(আনোয়ার ইস্পাত লিমিটেড)
পদ ও যোগ্যতা : অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, ৩টি। মেকানিক্যালে বিএসসি। শুধু পুরুষ।
চাকরির ধরন : ফুল টাইম।
অভিজ্ঞতা : ১ বছর।
বয়সসীমা : ২৫ থেকে ২৮ বছর।
পদ ও যোগ্যতা : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পাওয়াার প্ল্যান্ট, ২টি। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। শুধু পুরুষ।
চাকরির ধরন : ফুল টাইম।
অভিজ্ঞতা : ৩ থেকে ৫ বছর।
বয়সসীমা : ২৮ থেকে ৩২ বছর।
কর্মস্থল : গাজীপুর।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ : ৬ ও ৭ নভেম্বর।
আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।
ঠিকানা : ২৭, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০।
ওয়েব : www.anwargroup.com
* পপুলার ফার্মাসিউটিক্যালস
পদ ও যোগ্যতা : সিনিয়র/এরিয়া ম্যানেজার-অ্যাগ্রোভেট বিজনেস ইউনিট, ৩টি। নামকরা বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো ডিসিপ্লিনে স্নাতক। শুধু পুরুষ।
অভিজ্ঞতা : ২ থেকে ৫ বছর।
বয়সসীমা : ৩৫ বছর অথবা তার নিচে।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে।
পদ ও যোগ্যতা : প্রডাক্ট এক্সিকিউটিভ-অ্যাগ্রোভেট, ২টি। ডিভিএম (ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন), ফার্মাকোলজিতে এমএস অগ্রাধিকার। শুধু পুরুষ।
অভিজ্ঞতা : ১ থেকে ২ বছর।
বয়সসীমা : ৩০ বছর অথবা তার নিচে।
কর্মস্থল : ঢাকা বিভাগ।
চাকরির ধরন : ফুল টাইম।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম : বিডিজবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ : ৬ নভেম্বর।
ঠিকানা : শেলটেক পান্থকুঞ্জ, ১৭ শুক্রাবাদ, ধানমণ্ডি, ঢাকা।
ওয়েব : www.popular-pharma.com


http://www.kalerkantho.com/feature/chakriache/2017/11/01/559803


 
Last edited:
:sl:

প্রতিষ্ঠান : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ২১ নভেম্বর, ২০১৭
বিস্তারিত দেখুন :

http://www.kalerkantho.com/online/hot-jobs/2017/11/05/561838
 
:sl:


প্রতিষ্ঠান : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ২৩ নভেম্বর, ২০১৭
বিস্তারিত দেখুন :


http://www.kalerkantho.com/online/hot-jobs/2017/11/08/563121
 
:sl:



ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পদ ও যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ২টি। এইচএসসি।
শর্টহ্যান্ড গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ। ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬টি। এইচএসসি। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ করে। ক্যাশিয়ার, ৫টি। বাণিজ্য বা ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে এইচএসসি।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৮ ডিসেম্বর।
যোগাযোগ : মহাপরিচালক (অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়াটার্স, সেক্টর-১০, উত্তরা, ঢাকা।
ওয়েব: www.police.gov.bd
সূত্র : যুগান্তর, ১৯ নভেম্বর, পৃষ্ঠা-১৭
* বাংলাদেশ টেলিভিশন
পদ ও যোগ্যতা : সহকারী হিসাবরক্ষক, ৩টি। স্নাতক।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : ক্যাশিয়ার, ১টি। বাণিজ্যে এইচএসসি। লাইটিং সহকারী, ২টি। ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা ইলেকট্রিক্যাল কোর্সে ট্রেড সার্টিফিকেট। ডাটা এন্ট্রি অপারেটর, ৫টি। এইচএসসি। স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউট টেস্টে উত্তীর্ণ।
ড্রাইভার, ১টি। অষ্টম শ্রেণি। হালকা, মাঝারি ও ভারী যানবাহন চালনার ড্রাইভিং লাইসেন্স।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : ক্যামেরাম্যান সহকারী, ২টি। এসএসসি।
বেতনক্রম : ৯০০০-২১৮০০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২৬ ডিসেম্বর।
যোগাযোগ : রামপুরা, ঢাকা-১২১৯
ওয়েব: www.pbrlp.gov.bd
সূত্র : সমকাল, ২৩ নভেম্বর, পৃষ্ঠা-১৬
* স্বাস্থ্য অধিদপ্তর
পদ ও যোগ্যতা : ফিল্ড সুপারভাইজার, ২টি। স্নাতক বা সমমান। জনস্বাস্থ্য-বিষয়ক কাজে ১ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার পরিচালনায় প্রাতিষ্ঠানিক জ্ঞান।
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর।
বেতন : ২০০০০ টাকা।
পদ ও যোগ্যতা : ফিল্ড ওয়ার্কার, ৫০টি। এসএসসি বা সমমান। জনস্বাস্থ্য-বিষয়ক কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর।
বেতন : ১২০০০ টাকা।
পদ ও যোগ্যতা : এইচআইভি কাউন্সিলর, ২টি। এইচএসসি বা সমমান। জনস্বাস্থ্য-বিষয়ক কাজে ১ বছরের অভিজ্ঞতা।
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর।
বেতন : ১৬০০০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৩০ নভেম্বর।
যোগাযোগ : টিবি গেট, মহাখালী, ঢাকা-১২১২।
সূত্র : সমকাল, ২২ নভেম্বর, পৃষ্ঠা-১৩
* শিল্পকলা একাডেমি
পদ ও যোগ্যতা : ইনস্ট্রাক্টর (চারুকলা), ১টি। চারুকলা বিষয়ে স্নাতকোত্তরসহ চারুকলায় শিক্ষাদানে ৩ বছরের অভিজ্ঞতা অথবা চারুকলা বিষয়ে স্নাতকসহ চারুকলায় শিক্ষাদানে ৫ বছরের অভিজ্ঞতা। কালচারাল অফিসার, ১টি। প্রথম শ্রেণির স্নাতকোত্তরসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ৫ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতকসহ ১০ বছরের অভিজ্ঞতা। সহকারী সচিব, ১টি। স্নাতকোত্তরসহ বিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা হিসেবে প্রশাসনিক কাজে ৭ বছরের অভিজ্ঞতা। সহকারী পরিচালক (পিএস), ১টি। স্নাতকোত্তর। সেক্রেটারিয়েল কোর্সসহ কোনো বিধিবদ্ধ সংস্থায় ৭ বছর কাজের অভিজ্ঞতা। যন্ত্রশিল্পী, ৫টি। এসএসসি। সাংস্কৃতিক একাডেমি থেকে ৪ বছরের প্রশিক্ষণ এবং যন্ত্রশিল্পী হিসেবে ৩ বছর স্টেজ পারফরম্যান্সের অভিজ্ঞতা। নৃত্যশিল্পী, ১টি। এসএসসি। সাংস্কৃতিক একাডেমি থেকে ৪ বছর স্টেজ পারফরম্যান্সের অভিজ্ঞতা। কণ্ঠশিল্পী, ৩টি। এসএসসি। সাংস্কৃতিক একাডেমি থেকে ৫ বছরের প্রশিক্ষণ এবং কণ্ঠশিল্পী হিসেবে ৫ বছর স্টেজ পারফরম্যান্সের অভিজ্ঞতা।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : সহকারী জনসংযোগ কর্মকর্তা, ১টি। সাংবাদিকতায় স্নাতক (সম্মান)। জনসংযোগ বা সাংবাদিকতায় অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ১৬০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : কণ্ঠশিল্পী (জুনিয়র), ১টি। এসএসসি। কণ্ঠসংগীতে ৩ বছরের প্রশিক্ষণ।
বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর, ১টি। স্নাতক বা সমমান। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ।
বেতনক্রম : ১০২০০-২৬৫৯০ টাকা।
পদ ও যোগ্যতা : প্রজেক্টর অপারেটর, ১টি। এসএসসি। স্লাইড ও ফিল্ম প্রজেক্টর চালনায় ২ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৪ ডিসেম্বর।
যোগাযোগ : সেগুনবাগিচা, ঢাকা।
সূত্র : যুগান্তর, ২৩ নভেম্বর, পৃষ্ঠা-১৭
* দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী, ৩টি। স্নাতক।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : বেতার যন্ত্রচালক (ওয়্যারলেস অপারেটর), ২টি। টিঅ্যান্ডটি ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ। এইচএসসি।
বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩৫টি। এইচএসসি বা সমমান। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে ২০ শব্দ করে। কম্পিউটার অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ। গাড়িচালক, ৫টি। অষ্টম শ্রেণি। ড্রাইভিং লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ৩টি। অষ্টম শ্রেণি।
বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১২ ডিসেম্বর।
যোগাযোগ : মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ১৮ নভেম্বর, পৃষ্ঠা ৪
* চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর
পদ ও যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, ৪টি। এইচএসসি বা সমমান। শর্টহ্যান্ড গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ। ইংরেজিতে ৭০ শব্দ। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ। সাব-এডিটর, ১টি। স্নাতক বা সমমান। প্রুফ রিডিং ও সাব-এডিটিং কাজে ২ বছরের অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজিতে পারদর্শী। রেফ্রিজারেশন মেকানিক, ১টি। এসএসসি বা সমমান। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : ড্রাইভার, ১টি। অষ্টম শ্রেণি। হালকা ও ভারী মোটরগাড়ি চালানোর লাইসেন্সধারী। অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ৯৭০০-২৩৯৪০ টাকা
পদ ও যোগ্যতা : প্রুফ রিডার, ২টি। এইচএসসি বা সমমান। প্রুফ রিডিংয়ে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের শেষ তারিখ : ১৪ ডিসেম্বর।
যোগাযোগ : ১১২ সার্কিট হাউস রোড, ঢাকা।
ওয়েব: www.dfp.gov.bd
সূত্র : ইত্তেফাক, ১৭ নভেম্বর, পৃষ্ঠা-১৬
* এসেনশিয়াল ড্রাগস
পদ ও যোগ্যতা : সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল ২টি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং ২টি, ইলেকট্রিক্যাল ২টি ও ইলেকট্রনিকস ২টি)। সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। ৮ বছরের অভিজ্ঞতা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
পদ ও যোগ্যতা : ফোরম্যান/সিনিয়র টেকনিশিয়ান, ২টি। এসএসসি। ফার্মাসিউটিক্যাল প্ল্যান্টে কমপক্ষে ১০ বছর ইলেকট্রিক্যাল ও মেশিনারিজ রক্ষণাবেক্ষণ কাজে এবং তার মধ্যে ফোরম্যান/ সুপারভাইজার হিসেবে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা।
বেতন : আলোচনা সাপেক্ষে।
আবেদনের শেষ তারিখ : ৩ ডিসেম্বর।
যোগাযোগ : মহাব্যবস্থাপক, এডমিন অ্যান্ড এইচআর, এসেনশিয়াল ড্রাগস লিমিটেড, ৩৯৫-৩৯৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র : ডেইলি স্টার, ২৩ নভেম্বর, পৃষ্ঠা-১১
-তাহ্সীন উদ্দীন

http://www.kalerkantho.com/print-edition/chakriache/2017/11/29/571126


- - - Updated - - -

:sl:
[h=2]১০৩ জন শিক্ষক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়[/h] [h=4]প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক নিয়োগ করা হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন[/h]

বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ পাবে ১৬ জন। এর মধ্যে জীববিজ্ঞান বিষয়ে ২ জন, ব্যবসায় শিক্ষায় ২, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৪, কৃষিতে ৩, গার্হস্থ্য অর্থনীতিতে ২ ও শরীরচর্চা বিষয়ে নেওয়া হবে ৩ জন।
ধর্ম বিষয়ে ৬, শরীরচর্চা বিষয়ে ৩ এবং চারু ও কারুকলা বিষয়ে ১৪ জনসহ জুনিয়র শিক্ষক নিয়োগ পাবেন ৮৭ জন। বিজ্ঞপ্তিটি www.dmlc.gov.bd/images/pdf/NoticeBoard/Recruitment/teacher circular.jpg ev http://bit.ly/2jECjks ঠিকানায় পাওয়া যাবে।

- - - Updated - - -

:sl:
[h=2]১০৩ জন শিক্ষক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়[/h] [h=4]প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক নিয়োগ করা হবে। আবেদন করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ হোসেন[/h]

বিভিন্ন বিষয়ে সহকারী শিক্ষক নিয়োগ পাবে ১৬ জন। এর মধ্যে জীববিজ্ঞান বিষয়ে ২ জন, ব্যবসায় শিক্ষায় ২, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে ৪, কৃষিতে ৩, গার্হস্থ্য অর্থনীতিতে ২ ও শরীরচর্চা বিষয়ে নেওয়া হবে ৩ জন।
ধর্ম বিষয়ে ৬, শরীরচর্চা বিষয়ে ৩ এবং চারু ও কারুকলা বিষয়ে ১৪ জনসহ জুনিয়র শিক্ষক নিয়োগ পাবেন ৮৭ জন। বিজ্ঞপ্তিটি www.dmlc.gov.bd/images/pdf/NoticeBoard/Recruitment/teacher circular.jpg ev http://bit.ly/2jECjks ঠিকানায় পাওয়া যাবে।
 
:sl:


অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮২ জনকে নিয়োগ দেবে মহিলা বিষয়ক অধিদফতর। সেই লক্ষ্যে ২২টি জেলার আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিচে বিজ্ঞপ্তিটি সংযুক্ত করা হলো-


http://samakal.com/chakri/article/171226/৮২-জনকে-নিয়োগ-দেবে-মহিলা-বিষয়ক-অধিদফতর

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ীভাবে মোট ১২০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিচে সংযুক্ত করা নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে আগ্রহীরা আবেদন করতে পারেন-


http://samakal.com/chakri/article/1712120/প্রাথমিকে-সহকারী-শিক্ষক-পদে-১২০-জনের-নিয়োগ
 
:sl:


সাত পদে কর্মকর্তা পর্যায়ে ১০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। সেই লক্ষ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।নিচে উল্লেখিত পদে উপযুক্ত প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন...



বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী (পুর) পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে।৩ ডিসেম্বর প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা ৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই ঠিকানায়- http://www.bwdb.gov.bd আবেদন করতে পারবেন।
আগ্রহীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল, পানিসম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি বা উল্লিখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারস বা এএমআইইর সেকশন 'এ' ও 'বি' পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।



১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী। আগ্রহী প্রার্থীদের দরখাস্ত আহ্বানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নিচের বিজ্ঞপ্তিটি সংযুক্ত করা দেওয়া হলো-

http://samakal.com/chakri/article/1712769/৫১-জনকে-নিয়োগ-দেবে-বিএডিসি
 
Last edited:
:sl:


জাতীয় মানবাধিকার কমিশন




পদ ও যোগ্যতা: সহকারী পরিচালক, গবেষণা, ১টি। আইন বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর।

কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।




বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।




আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর।




http://www.kalerkantho.com/feature/chakriache/2017/12/20/579333

- - - Updated - - -

:sl:


জাতীয় মানবাধিকার কমিশন




পদ ও যোগ্যতা: সহকারী পরিচালক, গবেষণা, ১টি। আইন বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর।

কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।




বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।




আবেদনের শেষ তারিখ : ৩১ ডিসেম্বর।




http://www.kalerkantho.com/feature/chakriache/2017/12/20/579333
 
:sl:





a2d4f531da9f7747a49c563d005e0cfd5a45d3b9-1.jpg
কনস্টেবল পদে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন l ছবি: প্রথম আলোবাংলাদেশ পুলিশ বাহিনী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লোক নেবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পদটিতে ৮ হাজার ৫০০ জন পুরুষ ও ১ হাজার ৫০০ জন নারী কনস্টেবলসহ ১০ হাজার লোক নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে https://goo.gl/qjJm6N এই লিংকে।
আগ্রহী প্রার্থীদের নিজ জেলার সংশ্লিষ্ট পুলিশ লাইনস ময়দানে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত তারিখে সকাল ৯টায় শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে। তাই যাঁরা বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করে জননিরাপত্তা ও দেশসেবা করতে চান, তাঁরা নিতে পারেন এই সুযোগ।
আবেদনেরযোগ্যতা
কনস্টেবল পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জিপিএ ২.৫সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতাও থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে সাধারণ ও অন্যান্য কোটার পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। আর বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি হতে হবে। বয়স হতে হবে ০১-০১-২০১৮ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে। মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটার ক্ষেত্রে শারীরিক যোগ্যতা ও বয়সের ভিন্নতা রয়েছে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও অবিবাহিত হতে হবে।
প্রয়োজনীয়কাগজপত্রবাছাইপদ্ধতি
বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে প্রার্থীদের প্রথমে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের জেলার পুলিশ সুপার কর্তৃক সরবরাহকৃত আবেদন ফরম পূরণ করে ৩ কপি সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রয়োজনীয় সব কাগজপত্র ও পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ১-২২১১-০০০০-২০৩১ এই কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে চালানের কপি আবেদনের সঙ্গে জমা দিতে হবে। এরপর শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে ১ ঘণ্টা ৩০ মিনিট সময়ের ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে।
বিগত বছর নিয়োগ পাওয়া কয়েকজন কনস্টেবলের সঙ্গে কথা বলে জানা গেছে, লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে। এ পরীক্ষায় ভালো করতে হলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্যবইগুলো ভালোভাবে পড়তে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের নির্ধারিত তারিখে ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উত্তীর্ণ হতে হলে উভয় পরীক্ষায় আলাদাভাবে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে।
পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হবে। পরে এসব প্রার্থীর প্রশিক্ষণকেন্দ্রে যোগদানের পর পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পুনঃ বাছাই কমিটি কর্তৃক অন্য তথ্যাদি
যাচাইয়ের পর তাঁদের চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে।
প্রশিক্ষণ
মনোনীত প্রার্থীদের প্রথমে নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) হিসেবে ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এ প্রশিক্ষণকালীন সময়ে প্রার্থীরা বিনা মূল্যে পোশাকসামগ্রী, থাকা-খাওয়া, চিকিৎসা সুবিধাসহ প্রতি মাসে ৭৫০ টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন।
পেশারদায়দায়িত্ব
একজন পুলিশ কনস্টেবলকে মাঠপর্যায়ে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হয়। অন্যান্য পেশার চেয়ে এ পেশার দায়দায়িত্ব ও ঝুঁকি একটু বেশি। একজন পুলিশ কনস্টেবলকে চুরি-ডাকাতি রোধ, ছিনতাই-প্রতিরোধ, দাঙ্গা-হাঙ্গামা, সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধসহ বিভিন্ন জনসভা, নির্বাচনী দায়িত্বে অংশগ্রহণ করতে হয়। এ ছাড়া পুলিশ বাহিনী আইনশৃঙ্খলার পাশাপাশি পাসপোর্ট ভেরিফিকেশন, ইমিগ্রেশন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করাতেও কাজ করে থাকে।
বেতন-ভাতাঅন্যান্যসুবিধা
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত একজন কনস্টেবল জাতীয় বেতন ২০১৫ অনুযায়ী ৯ হাজার টাকা স্কেলে বেতন পাবেন। এ ছাড়া শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি স্থায়ী হলে বিনা মূল্যে পোশাকসামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা, রেশন সামগ্রীসহ নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন। অন্যান্য চাকরির মতো এখানেও পদোন্নতির ব্যবস্থা আছে। একজন পুলিশ কনস্টেবল বিভিন্ন পরীক্ষার মাধ্যমে পুলিশের উচ্চপদস্থ পদে পদোন্নতি পেতে পারেন। এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ারও সুযোগ পাওয়া যাবে।

http://www.prothomalo.com/life-style/article/1396766/১০-হাজার-কনস্টেবল-নিচ্ছে-পুলিশ

- - - Updated - - -

:sl:


চট্টগ্রাম কাস্টম হাউসে ১৯৫ জন লোক নিয়োগ করা হবে। সেই লক্ষ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। নিজের যোগ্যতার সঙ্গে মিলিয়ে চাকরি প্রত্যাশীরা আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ আগামী মাসের ২১ জানুয়ারি। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে নিচে সংযুক্ত করা বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে পারেন-
ctg-5a41f34c90a96.jpg


 
Last edited:
:sl:



ডেস্ক রিপোর্ট : একাউন্ট্যান্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সানশাইন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড। চাকরির প্রাসঙ্গিক বর্ণনা :
সানশাইন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড একটি চাইনিজ কোম্পানি, যাদের ৩০ বছরের উৎপাদনের সকল ধরনের ইন্টারলাইনিং প্যাকেটিংয়ের অভিজ্ঞতা আছে। ২০১৪ সালে আমাদের ব্রাঞ্চ অফিস ঢাকা এবং ফ্যাক্টরি চট্রগ্রাম ইপিজেডে স্থাপন করা হয়। উল্লিখিত পদের জন্যে প্রার্থী আবশ্যক।
চাকরির বিবরণ/দায়িত্বসমূহ :
প্রতিদিনের এবং মাসিক ও ক্যাশ ফ্লো স্টেটমেন্টের জন্য দায়িত্ব পালন করতে হবে
গ্রুপের বাজেট এবং ফোরকাস্টিং কার্যক্রমের জন্যে সাহায্য করতে হবে
দায়িত্ববান, সৎ এবং তীব্র আগ্রহী
ভালো ইংরেজি বলতে এবং চমৎকার যোগাযোগের দক্ষতা
সকল ধরনের একাউন্টিং ডকুমেন্টস যথার্থভাবে সংরক্ষণ এবং যথার্থভাবে আর্থিক কার্যক্রমের সম্পাদন করতে হবে
চাকরির ধরন : ফুল টাইম
অভিজ্ঞতা : প্রয়োজন নেই
অন্যান্য যোগ্যতা : ট্রেডিং কোম্পানির সকল কার্যক্রমের বাস্তবায়ন করতে হবে
কর্মস্থল : উত্তরা , ঢাকা, বাংলাদেশ
আবেদনের শেষ তারিখ : ২৭ জানুয়ারি ২০১৮
কোম্পানির তথ্য : সানশাইন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড
আবেদনের ঠিকানা : সানশাইন এক্সেসরিজ এমএফসি বিডি লিমিটেড, ফ্লোর-৬ ,হাউস- ১১, রোড-১,উত্তরা, ঢাকা- ১২৩০।
ওয়েব : www.sunshineinterlining.com
 
:sl:



প্রতিষ্ঠান: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী

আবেদনের শেষ তারিখ : ৭ ফেব্রুয়ারি, ২০১৮


বিস্তারিত দেখুন :
111111-1.jpg

22-1.jpg


http://www.kalerkantho.com/online/hot-jobs/2018/01/08/587351

- - - Updated - - -

:sl:



প্রতিষ্ঠান : কটিয়াদী পৌরসভা কার্যালয়, কিশোরগঞ্জ
পদ : প্রধান সহকারী
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ২৫ জানুয়ারি, ২০১৮
বিস্তারিত দেখুন :

kot-1.jpg


http://www.kalerkantho.com/online/hot-jobs/2018/01/05/586029
 
:sl:


প্রতিষ্ঠান : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ২৮ জানুয়ারি, ২০১৮
বিস্তারিত দেখুন :


http://www.kalerkantho.com/online/hot-jobs/2018/01/07/586885
প্রতিষ্ঠান : বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ৬ ফেব্রুয়ারি, ২০১৮
বিস্তারিত দেখুন :

http://www.kalerkantho.com/online/hot-jobs/2018/01/10/588030
 
:sl:

সাব-ইন্সপেক্টর নেবে পুলিশ

বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগ করা হবে। প্রতিটি বিজ্ঞপ্তিতে পদ খালি থাকা সাপেক্ষে দেড় হাজার থেকে দুই হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সানজিদ সাদ


আবেদনের যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক হতে হবে। থাকতে হবে কম্পিউটার দক্ষতা। ১ জানুয়ারি ২০১৮ তারিখে সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর। মুক্তিযোদ্ধাদের নাতিদের ক্ষেত্রেও এ বয়সসীমা প্রযোজ্য। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকতে হবে। অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তালাকপ্রাপ্ত হলে আবেদন করা যাবে না। বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ১৬ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। পাওয়া যাবে www.police.gov.bd/en/recruitment_information ওয়েবলিংকে।
প্রাথমিক শারীরিক পরীক্ষা
পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং বিভাগের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, প্রথমে প্রাথমিক শারীরিক পরীক্ষার হবে। পরীক্ষার সময় সঙ্গে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির ছবি, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, না থাকলে মা বা বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। আরো লাগবে কমপক্ষে তিন সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণ সনদের মূলকপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট কোটার সনদের মূলকপি ও তা প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র।
শারীরিক মাপ পরীক্ষায় বিজ্ঞপ্তির বর্ণনা অনুযায়ী উচ্চতা, বুকের প্রস্থ, বয়সের সঙ্গে ওজনের সামঞ্জস্য দেখা হয়। পরের ধাপে ফিটনেস যাচাই পরীক্ষায় দৌড়, লং জাম্প ও রশি দিয়ে ওঠার পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক মাপ পরীক্ষার সময় ব্যায়ামের উপযোগী ঢিলেঢালা পোশাক সঙ্গে রাখতে পারেন। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন ফরম সংগ্রহ করতে হবে নিজ নিজ রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে। পূরণ করে ১৯ ফেব্রুয়ারির মধ্যে একই কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ সময় প্রবেশপত্র দেওয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে প্রবেশপত্র।
লিখিত পরীক্ষা
এসআই নিয়োগের লিখিত পরীক্ষা হয় ২২৫ নম্বরের। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশনে থাকে ১০০ নম্বর, সাধারণ জ্ঞান ও পাটিগণিতে ১০০ নম্বর ও মনস্তত্ত্বে ২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, সাধারণত এসএসসি ও এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীদের উপযোগী প্রশ্ন করা হয়। তবে এসএসসি লেভেলের প্রশ্নই বেশি থাকে। পাস করতে পেতে হবে ৪৫ শতাংশ নম্বর।
ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন
ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা হবে ১৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ১০০ নম্বরের মধ্যে ইংরেজিতে ৫০ নম্বর ও বাকি ৫০ নম্বরের প্রশ্ন থাকে বাংলা রচনা ও কম্পোজিশনে। ইংরেজি অংশে সাধারণত একটি ১৫ নম্বরের Essay থাকে। Phrase and Idioms দেওয়া থাকে। এগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। এখানে সাধারণত ১০ নম্বর থাকে।
ইংরেজিতে একটি Letter লিখতে হয়, এতেও ১০ নম্বর বরাদ্দ থাকে। ছাড়া ৫ নম্বরের Fill in the blanks থাকে। ১০ নম্বরের Translation থাকে।
বাংলা রচনা ও কম্পোজিশন অংশে ১৫ নম্বরের একটি বাংলা রচনা লিখতে হয়। ভাব সম্প্রসারণে থাকে ১০ নম্বর। বাগধারা দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়, এতে থাকে ১০ নম্বর। এককথায় প্রকাশেও থাকে ৫ নম্বর। বঙ্গানুবাদে বরাদ্দ থাকে ১০ নম্বর। ইংরেজি অংশের প্রস্তুতিতে কাজে দেবে পিসি দাশের ‘অ্যাপলাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন’ ও প্রফেসরস প্রকাশনীর ‘ইংলিশ ফর কমপিটেটিভ এক্সাম’ বই দুটি।
সাধারণ জ্ঞান ও পাটিগণিত
মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, পাটিগণিত ও সাধারণ জ্ঞানে ৫০ করে মোট ১০০ নম্বর। পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টায়। পাঁচটি প্রশ্ন দিয়ে সাজানো হতে পারে গণিত অংশ। পাটিগণিত ছাড়াও বীজগণিত ও জ্যামিতি থেকেও প্রশ্ন হতে পারে। প্রশ্ন আসে সুদকষা, লাভক্ষতি, ঐকিক নিয়ম, সরল, শতকরা, উত্পাদক, মান নির্ণয় থেকে। অষ্টম শ্রেণির গণিত বইয়ের পাটিগণিত অংশ ও বিভিন্ন শ্রেণির পুরনো সিলেবাসের পাটিগণিত অনুশীলন করলে ভালো কাজে দেবে।
সাধারণ জ্ঞানে দুটি অংশ—বাংলাদেশ ও আন্তর্জাতিক। এসআই পদে সদ্য নিয়োগ পাওয়া আহমেদ সুমন জানান, সাম্প্রতিক ইস্যু থেকে বেশি প্রশ্ন করা হয়। যেমন রোহিঙ্গা সমস্যা, জেরুজালেম পরিস্থিতি, সিরিয়া সংকট, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রেক্সিট সম্পর্কে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও প্রশ্ন হতে পারে। সাধারণত মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, আলোচিত ঘটনা, স্থাপনা, ঐতিহাসিক স্থান প্রশ্ন থাকে। সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি বর্ণনামূলক প্রশ্নও আসে। টিকা, এককথায় প্রকাশও থাকতে পারে। এসআই নিয়োগ গাইড, অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত, সাধারণ বিজ্ঞান বই ও বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান গাইড পড়লে কাজে দেবে। সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব, নতুন বিশ্ব, সাম্প্রতিক বিষয়ের জন্য সাধারণ জ্ঞানবিষয়ক মাসিক বা তথ্যভিত্তিক সাময়িকী সহায়ক হবে।
মনস্তত্ত্ব পরীক্ষা
মনস্তত্ত্ব পরীক্ষা হবে ২১ মার্চ সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। আইকিউ ও কুইজ টাইপের প্রশ্ন থাকতে পারে ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষায়। পাটিগণিত ও জ্যামিতির ধাঁধাও দেওয়া হয় অনেক ক্ষেত্রে। বেশি প্রশ্ন আসে সাদৃশ্য, বৈসাদৃশ্য শব্দ বা সংখ্যা চিহ্নিতকরণ, সমস্যার সমাধান, সম্পর্ক নির্ণয়, গাণিতিক যুক্তি অভীক্ষা, ভারবাল রিজনিং থেকে। প্রশ্ন হতে পারে সাধারণ জ্ঞান, পূর্ণ রূপ, সঠিক উত্তর, সংক্ষিপ্ত টিকা থেকেও। একটি সিরিজ যেমন ১, ৩, ৫, ৭... দিয়ে বলা হতে পারে এর পরের ধাপ কী? এসআই রিক্রুটিং গাইডের মনস্তত্ত্ব অংশ, আইবিএ ভর্তি ও বিসিএস পরীক্ষার মানসিক দক্ষতা অংশ অনুশীলন করলে কাজে দেবে।
মৌখিক পরীক্ষা
মনস্তত্ত্ব ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে মৌখিক পরীক্ষায়। পাস নম্বর ৪৫ শতাংশ। মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, একজন প্রার্থী স্নাতক পর্যন্ত যা পড়েছে, যা দেখেছে, যা শুনেছে, তা থেকেই প্রশ্ন আসবে। এতে মনস্তত্ত্ব, মেন্টাল গ্রোথও দেখা হয়। প্রশ্ন করা হতে পারে, ১০০ জন মানুষ বিশৃঙ্খলা করছে, দুইজন পুলিশ সদস্যকে নিয়ে কিভাবে বিষয়টি সামাল দেবেন? মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো বিষয় নেই। ধরা যাক, আইনে পড়েছেন, এ বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। নিজ জেলা সম্পর্কিত প্রশ্নও হতে পারে।
000011-1.jpg


- - - Updated - - -
http://www.kalerkantho.com/print-edition/chakriache/2018/01/24/593210

- - - Updated - - -

:sl:

গ্যাস ট্রান্সমিশন কম্পানি পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ১৪টি, মেকানিক্যাল ১১টি, কেমিক্যাল ৭টি, সিভিল ৮টি)। সংশ্লিষ্ট বিষয়ে বিএসএসি ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সহকারী ব্যবস্থাপক (সাধারণ), ১৬টি। প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর। সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব), ৯টি। বাণিজ্যে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ সম্মানে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ২টি, মেকানিক্যাল ৭টি, সিভিল ৬টি)। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনয়ারিং। সহকারী কর্মকর্তা, ১৮টি। স্নাতকোত্তর অথবা ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) অথবা প্রশাসনিক কাজে ৪ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : ওয়েব সাইটের মাধ্যমে।
ওয়েব : www.gtcl.org.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ জানুয়ারি, পৃষ্ঠা-৯

* তুলা উন্নয়ন বোর্ড
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি। সাঁটলিপিতে গতি বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ। ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী, ১টি। স্নাতক।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৪টি। এইচএসসি বা সমমান। ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ। জিন মেকানিক, ১টি। এসএসসিসহ যান্ত্রিক অথবা বৈদ্যুতিক ট্রেড কোর্সে ডিপ্লোমা। গাড়িচালক, ৪টি। অষ্টম শ্রেণিসহ হালকা মোটরযান চালানোর লাইসেন্স। অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : ট্রাকচালক, ৩টি। অষ্টম শ্রেণি। ভারী মোটরযান চালানোর লাইসেন্স। অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ৯টি। নিরাপত্তা প্রহরী, ২৩টি। অষ্টম শ্রেণি।
বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২০ ফেব্রুয়ারি।
যোগাযোগ : নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড।
ওয়েব : www.cdb.gov.bd
সূত্র : ইত্তেফাক, ১৮ জানুয়ারি, পৃষ্ঠা-১৩

* সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী, সিভিল, ৮টি, ইলেকট্রিক্যাল ৬টি, মেকানিক্যাল, ৬টি। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক।
বেতন: ৩৫৬০০ টাকা।
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, সিভিল, ১০টি, ইলেকট্রিক্যাল, ৬টি, মেকানিক্যাল, ৬টি। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতন : ২৭১০০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৫টি। (সাধারণ কোটা ১টি, মুক্তিযোদ্ধা কোটা ৪টি)। স্নাতক। কম্পিউটার বিষয়ে ৫ বছরের মৌলিক প্রশিক্ষণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের
অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : প্রকল্প পরিচালক, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন,
ঢাকা-১০০০।
ওয়েব: www.rthd.gov.bd
গূত্র : ইত্তেফাক, ১৬ জানুয়ারি, পৃষ্ঠা-৬

* বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, ৮টি। এসএসসি/এইচএসসি। সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ম শ্রেণির ডিপ্লোমা।
বেতন : ২৭১০০ টাকা।
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক, ১টি। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ হিসাববিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির এমকম।
বেতন : ১৮৩০০ টাকা।
পদ ও যোগ্যতা : হিসাব সহকারী, ১টি। ২য় শ্রেণির বি.কম/বিবিএ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি। ২য় শ্রেণির স্নাতক। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ও বাংলায় ২০ শব্দ।
বেতন : ১৭০৪৫ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : প্রকল্প পরিচালক, দেশের ৮টি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স স্থাপন প্রকল্প ও পরিচালক, আন্তর্জাতিকবিষয়ক বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।
ওয়েব : www.beac.gov.bd
সূত্র : জনকণ্ঠ, ১৫ জানুয়ারি, পৃষ্ঠা-৫

* খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ১টি। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ হিসাব সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : ড্রাফটসম্যান পদ ১টি। এইচএসসি বা সমমানের পাসসহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : সার্ভেয়ার পদ ১টি। এসএসসি বা সমমানের পাসসহ সার্ভেয়িং বিষয়ে তিন বছর মেয়াদী ডিপ্লোমা।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : ল্যাব এসিস্ট্যান্ট/টেকনিশিয়ান ১টি। বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৪টি। এইচএসসি বা সমমানের পাসসহ ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষ এবং কম্পিউটার চালনা ও ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞ।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর/ পিএ ৩টি। এইচএসসি বা সমমানের পাসসহ ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষ এবং কম্পিউটার চালনা ও ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞ।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : ড্রাইভার পদ ২টি। ভারী ও হালকা যানবাহন চালনায় বৈধ লাইসেন্সসহ অষ্টম শ্রেণি বা জেএসসি পাস থাকতে হবে গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন ও ইত্তেফাক, তারিখ ২১ জানুয়ারি।

* জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) জাবি স্কুল ও কলেজ। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণির স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর। সব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : প্রভাষক (গার্হস্থ্য বিজ্ঞান) জাবি স্কুল ও কলেজ। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও বিএড অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং সব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি। ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর বেলায় শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য।
বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদ ও যোগ্যতা : সহকারী হিসাবরক্ষক (কম্পট্রোলার অফিস)। বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের জিপিএসহ হিসাব সহকারী/সমমানের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অথবা বাণিজ্যে স্নাতকসহ হিসাব সহকারী বা সমমানের পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চতর পদে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা।
বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
পদ ও যোগ্যতা : সেমিনার গ্রন্থাগার সহকারী (ইংরেজি)। স্নাতক ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। এইচএসসি বা সমমান। গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি।
যোগাযোগ : রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
ওয়েব : www.juniv.edu.bd
সূত্র : ইত্তেফাক, ১৪ জানুয়ারি, পৃষ্ঠা-৪
* কর কমিশনারের (আপিল) কার্যালয়
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি। এইচএসসি বা সমমান। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার চালনায় অভিজ্ঞ। গাড়িচালক, ১টি। অষ্টম শ্রেণি বা সমমান। হালকা ও ভারী যানবাহন চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ২টি। এএসএসসি বা সমমান।
বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : আপিলাত রেঞ্জ-৩, কর আপিল অঞ্চল-৪, ঢাকা ও সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কর আপিল অঞ্চল-৪, সেগুনবাগিচা (১২ তলা), ঢাকা।
ওয়েব : www.incometaxappeal.gov.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৮ জানুয়ারি, পৃষ্ঠা-৬
-তাহ্সীন উদ্দীন

- -
 
Last edited:
:sl:


এয়ারটেল
পদ ও যোগ্যতা : এক্সিকিউটিভ, করপোরেট সেলস, ৫টি। সিএসই/ইটিই বিষয়ে স্নাতক অধ্যয়নরত/বিবিএ/এমবিএ।

বয়স : ২৫ থেকে ৩০ বছর।

অভিজ্ঞতা : আইএসপি বা টেলিকমিউনিকেশন সেক্টরে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।

কর্মস্থল : ঢাকা বিভাগ।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : অনলাইনে বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ১৫ ফেব্রুয়ারি।

ঠিকানা : এয়ারটেল সার্ভিসেস, ক-৬৩, জোয়ারসাহারা বাজার, লিচুবাগান, ভাটারা, বাড্ডা,

ঢাকা-১২২৯।

ওয়েব : www.eirtelservices.com

http://www.kalerkantho.com/feature/chakriache/2018/01/24/593222
 
:sl:





3a0c69cefab9994b443fd0614a3098645a76c2f5-1.jpg

সিনিয়র স্টাফ নার্স পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক। প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হওয়া এই পরীক্ষা আবার অনুষ্ঠিত হচ্ছে।
গত বছরের ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সিনিয়র স্টাফ নার্স পদে এমসিকিউ পদ্ধতির ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগে ওই পরীক্ষা বাতিল করে পিএসসি।
৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ পরীক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।
পরীক্ষায় অংশ নিতে প্রার্থীরা ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা হলে কোনো বই, ব্যাগ, হাতঘড়ি, মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগ করা হবে পিএসসির অধীনে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরীক্ষার আসনবিন্যাস দেখতে ক্লিক করুন।

http://www.prothomalo.com/life-style/article/1424001/সিনিয়র-স্টাফ-নার্স-নিয়োগ-পরীক্ষা-৯-ফেব্রুয়ারি
 
:sl:



প্রতিষ্ঠান : বন অধিদপ্তর
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ২২ ফেব্রুয়ারি, ২০১৭
বিস্তারিত দেখুন :
55588-1.jpg



http://www.kalerkantho.com/online/hot-jobs/2018/02/04/598030


প্রতিষ্ঠান : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ৮ ফেব্রুয়ারি, ২০১৭
বিস্তারিত দেখুন :

http://www.kalerkantho.com/online/hot-jobs/2018/01/27/594836

প্রতিষ্ঠান : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
পদ : বিভিন্ন পদ
বেতন : নিয়ম অনুযায়ী
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭
বিস্তারিত দেখুন :
1515-1.jpg


 
Last edited:

Similar Threads

Back
Top