সাব-ইন্সপেক্টর নেবে পুলিশ
বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে জনবল নিয়োগ করা হবে। প্রতিটি বিজ্ঞপ্তিতে পদ খালি থাকা সাপেক্ষে দেড় হাজার থেকে দুই হাজার সদস্য নিয়োগ দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন সানজিদ সাদ
আবেদনের যোগ্যতা
প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক হতে হবে। থাকতে হবে কম্পিউটার দক্ষতা। ১ জানুয়ারি ২০১৮ তারিখে সাধারণ ও অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ২৭ বছর। মুক্তিযোদ্ধাদের নাতিদের ক্ষেত্রেও এ বয়সসীমা প্রযোজ্য। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৯ থেকে ৩২ বছর। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। বডি মাস ইনডেক্স অনুযায়ী বয়স ও উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকতে হবে। অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। তালাকপ্রাপ্ত হলে আবেদন করা যাবে না। বিজ্ঞপ্তিটি ছাপা হয়েছে ১৬ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকায়। পাওয়া যাবে
www.police.gov.bd/en/recruitment_information ওয়েবলিংকে।
প্রাথমিক শারীরিক পরীক্ষা
পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং বিভাগের অ্যাডিশনাল এসপি মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, প্রথমে প্রাথমিক শারীরিক পরীক্ষার হবে। পরীক্ষার সময় সঙ্গে নিতে হবে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দেওয়া চারিত্রিক সনদপত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকৃতির ছবি, স্থায়ী নাগরিকত্বের সনদপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্র, না থাকলে মা বা বাবার জাতীয় পরিচয়পত্রের মূল কপি। আরো লাগবে কমপক্ষে তিন সপ্তাহের কম্পিউটার প্রশিক্ষণ সনদের মূলকপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র, কোটায় আবেদনকারীদের সংশ্লিষ্ট কোটার সনদের মূলকপি ও তা প্রমাণের জন্য প্রয়োজনীয় প্রত্যয়নপত্র।
শারীরিক মাপ পরীক্ষায় বিজ্ঞপ্তির বর্ণনা অনুযায়ী উচ্চতা, বুকের প্রস্থ, বয়সের সঙ্গে ওজনের সামঞ্জস্য দেখা হয়। পরের ধাপে ফিটনেস যাচাই পরীক্ষায় দৌড়, লং জাম্প ও রশি দিয়ে ওঠার পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক মাপ পরীক্ষার সময় ব্যায়ামের উপযোগী ঢিলেঢালা পোশাক সঙ্গে রাখতে পারেন। প্রাথমিক শারীরিক পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন ফরম সংগ্রহ করতে হবে নিজ নিজ রেঞ্জের ডিআইজি কার্যালয় থেকে। পূরণ করে ১৯ ফেব্রুয়ারির মধ্যে একই কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে। পরে লিখিত পরীক্ষা নেওয়া হবে। এ সময় প্রবেশপত্র দেওয়া হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সময় সঙ্গে রাখতে হবে প্রবেশপত্র।
লিখিত পরীক্ষা
এসআই নিয়োগের লিখিত পরীক্ষা হয় ২২৫ নম্বরের। ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশনে থাকে ১০০ নম্বর, সাধারণ জ্ঞান ও পাটিগণিতে ১০০ নম্বর ও মনস্তত্ত্বে ২৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়। মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, সাধারণত এসএসসি ও এইচএসসি লেভেলের ছাত্রছাত্রীদের উপযোগী প্রশ্ন করা হয়। তবে এসএসসি লেভেলের প্রশ্নই বেশি থাকে। পাস করতে পেতে হবে ৪৫ শতাংশ নম্বর।
ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন
ইংরেজি, বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা হবে ১৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ১০০ নম্বরের মধ্যে ইংরেজিতে ৫০ নম্বর ও বাকি ৫০ নম্বরের প্রশ্ন থাকে বাংলা রচনা ও কম্পোজিশনে। ইংরেজি অংশে সাধারণত একটি ১৫ নম্বরের Essay থাকে। Phrase and Idioms দেওয়া থাকে। এগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হয়। এখানে সাধারণত ১০ নম্বর থাকে।
ইংরেজিতে একটি Letter লিখতে হয়, এতেও ১০ নম্বর বরাদ্দ থাকে। ছাড়া ৫ নম্বরের Fill in the blanks থাকে। ১০ নম্বরের Translation থাকে।
বাংলা রচনা ও কম্পোজিশন অংশে ১৫ নম্বরের একটি বাংলা রচনা লিখতে হয়। ভাব সম্প্রসারণে থাকে ১০ নম্বর। বাগধারা দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়, এতে থাকে ১০ নম্বর। এককথায় প্রকাশেও থাকে ৫ নম্বর। বঙ্গানুবাদে বরাদ্দ থাকে ১০ নম্বর। ইংরেজি অংশের প্রস্তুতিতে কাজে দেবে পিসি দাশের ‘অ্যাপলাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন’ ও প্রফেসরস প্রকাশনীর ‘ইংলিশ ফর কমপিটেটিভ এক্সাম’ বই দুটি।
সাধারণ জ্ঞান ও পাটিগণিত
মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, পাটিগণিত ও সাধারণ জ্ঞানে ৫০ করে মোট ১০০ নম্বর। পরীক্ষা হবে ২০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টায়। পাঁচটি প্রশ্ন দিয়ে সাজানো হতে পারে গণিত অংশ। পাটিগণিত ছাড়াও বীজগণিত ও জ্যামিতি থেকেও প্রশ্ন হতে পারে। প্রশ্ন আসে সুদকষা, লাভক্ষতি, ঐকিক নিয়ম, সরল, শতকরা, উত্পাদক, মান নির্ণয় থেকে। অষ্টম শ্রেণির গণিত বইয়ের পাটিগণিত অংশ ও বিভিন্ন শ্রেণির পুরনো সিলেবাসের পাটিগণিত অনুশীলন করলে ভালো কাজে দেবে।
সাধারণ জ্ঞানে দুটি অংশ—বাংলাদেশ ও আন্তর্জাতিক। এসআই পদে সদ্য নিয়োগ পাওয়া আহমেদ সুমন জানান, সাম্প্রতিক ইস্যু থেকে বেশি প্রশ্ন করা হয়। যেমন রোহিঙ্গা সমস্যা, জেরুজালেম পরিস্থিতি, সিরিয়া সংকট, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ব্রেক্সিট সম্পর্কে প্রশ্ন আসতে পারে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও প্রশ্ন হতে পারে। সাধারণত মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, আলোচিত ঘটনা, স্থাপনা, ঐতিহাসিক স্থান প্রশ্ন থাকে। সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি বর্ণনামূলক প্রশ্নও আসে। টিকা, এককথায় প্রকাশও থাকতে পারে। এসআই নিয়োগ গাইড, অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত, সাধারণ বিজ্ঞান বই ও বিসিএস লিখিত সাধারণ বিজ্ঞান গাইড পড়লে কাজে দেবে। সাধারণ জ্ঞানের জন্য আজকের বিশ্ব, নতুন বিশ্ব, সাম্প্রতিক বিষয়ের জন্য সাধারণ জ্ঞানবিষয়ক মাসিক বা তথ্যভিত্তিক সাময়িকী সহায়ক হবে।
মনস্তত্ত্ব পরীক্ষা
মনস্তত্ত্ব পরীক্ষা হবে ২১ মার্চ সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত। আইকিউ ও কুইজ টাইপের প্রশ্ন থাকতে পারে ২৫ নম্বরের মনস্তত্ত্ব পরীক্ষায়। পাটিগণিত ও জ্যামিতির ধাঁধাও দেওয়া হয় অনেক ক্ষেত্রে। বেশি প্রশ্ন আসে সাদৃশ্য, বৈসাদৃশ্য শব্দ বা সংখ্যা চিহ্নিতকরণ, সমস্যার সমাধান, সম্পর্ক নির্ণয়, গাণিতিক যুক্তি অভীক্ষা, ভারবাল রিজনিং থেকে। প্রশ্ন হতে পারে সাধারণ জ্ঞান, পূর্ণ রূপ, সঠিক উত্তর, সংক্ষিপ্ত টিকা থেকেও। একটি সিরিজ যেমন ১, ৩, ৫, ৭... দিয়ে বলা হতে পারে এর পরের ধাপ কী? এসআই রিক্রুটিং গাইডের মনস্তত্ত্ব অংশ, আইবিএ ভর্তি ও বিসিএস পরীক্ষার মানসিক দক্ষতা অংশ অনুশীলন করলে কাজে দেবে।
মৌখিক পরীক্ষা
মনস্তত্ত্ব ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে মৌখিক পরীক্ষায়। পাস নম্বর ৪৫ শতাংশ। মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, একজন প্রার্থী স্নাতক পর্যন্ত যা পড়েছে, যা দেখেছে, যা শুনেছে, তা থেকেই প্রশ্ন আসবে। এতে মনস্তত্ত্ব, মেন্টাল গ্রোথও দেখা হয়। প্রশ্ন করা হতে পারে, ১০০ জন মানুষ বিশৃঙ্খলা করছে, দুইজন পুলিশ সদস্যকে নিয়ে কিভাবে বিষয়টি সামাল দেবেন? মৌখিক পরীক্ষার নির্দিষ্ট কোনো বিষয় নেই। ধরা যাক, আইনে পড়েছেন, এ বিষয় থেকে প্রশ্ন করা হতে পারে। নিজ জেলা সম্পর্কিত প্রশ্নও হতে পারে।
- - - Updated - - -
http://www.kalerkantho.com/print-edition/chakriache/2018/01/24/593210
- - - Updated - - -
গ্যাস ট্রান্সমিশন কম্পানি পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ১৪টি, মেকানিক্যাল ১১টি, কেমিক্যাল ৭টি, সিভিল ৮টি)। সংশ্লিষ্ট বিষয়ে বিএসএসি ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। সহকারী ব্যবস্থাপক (সাধারণ), ১৬টি। প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর। সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব), ৯টি। বাণিজ্যে ১ম শ্রেণির স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ সম্মানে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল ২টি, মেকানিক্যাল ৭টি, সিভিল ৬টি)। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনয়ারিং। সহকারী কর্মকর্তা, ১৮টি। স্নাতকোত্তর অথবা ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) অথবা প্রশাসনিক কাজে ৪ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : ওয়েব সাইটের মাধ্যমে।
ওয়েব :
www.gtcl.org.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ জানুয়ারি, পৃষ্ঠা-৯
* তুলা উন্নয়ন বোর্ড
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি। সাঁটলিপিতে গতি বাংলায় প্রতি মিনিটে ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ। ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।
বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী, ১টি। স্নাতক।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৪টি। এইচএসসি বা সমমান। ওয়ার্ড প্রসেসিং/ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ। জিন মেকানিক, ১টি। এসএসসিসহ যান্ত্রিক অথবা বৈদ্যুতিক ট্রেড কোর্সে ডিপ্লোমা। গাড়িচালক, ৪টি। অষ্টম শ্রেণিসহ হালকা মোটরযান চালানোর লাইসেন্স। অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : ট্রাকচালক, ৩টি। অষ্টম শ্রেণি। ভারী মোটরযান চালানোর লাইসেন্স। অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ৯৭০০-২৩৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ৯টি। নিরাপত্তা প্রহরী, ২৩টি। অষ্টম শ্রেণি।
বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ২০ ফেব্রুয়ারি।
যোগাযোগ : নির্বাহী পরিচালক, তুলা উন্নয়ন বোর্ড।
ওয়েব :
www.cdb.gov.bd
সূত্র : ইত্তেফাক, ১৮ জানুয়ারি, পৃষ্ঠা-১৩
* সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী, সিভিল, ৮টি, ইলেকট্রিক্যাল ৬টি, মেকানিক্যাল, ৬টি। সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক।
বেতন: ৩৫৬০০ টাকা।
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, সিভিল, ১০টি, ইলেকট্রিক্যাল, ৬টি, মেকানিক্যাল, ৬টি। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতন : ২৭১০০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৫টি। (সাধারণ কোটা ১টি, মুক্তিযোদ্ধা কোটা ৪টি)। স্নাতক। কম্পিউটার বিষয়ে ৫ বছরের মৌলিক প্রশিক্ষণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের
অভিজ্ঞতা।
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : প্রকল্প পরিচালক, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২, পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন,
ঢাকা-১০০০।
ওয়েব:
www.rthd.gov.bd
গূত্র : ইত্তেফাক, ১৬ জানুয়ারি, পৃষ্ঠা-৬
* বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
পদ ও যোগ্যতা : উপসহকারী প্রকৌশলী, ৮টি। এসএসসি/এইচএসসি। সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১ম শ্রেণির ডিপ্লোমা।
বেতন : ২৭১০০ টাকা।
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক, ১টি। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ হিসাববিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির এমকম।
বেতন : ১৮৩০০ টাকা।
পদ ও যোগ্যতা : হিসাব সহকারী, ১টি। ২য় শ্রেণির বি.কম/বিবিএ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি। ২য় শ্রেণির স্নাতক। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ টাইপিংয়ে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ও বাংলায় ২০ শব্দ।
বেতন : ১৭০৪৫ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : প্রকল্প পরিচালক, দেশের ৮টি মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্স স্থাপন প্রকল্প ও পরিচালক, আন্তর্জাতিকবিষয়ক বিভাগ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।
ওয়েব :
www.beac.gov.bd
সূত্র : জনকণ্ঠ, ১৫ জানুয়ারি, পৃষ্ঠা-৫
* খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো
পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক ১টি। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ হিসাব সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : ড্রাফটসম্যান পদ ১টি। এইচএসসি বা সমমানের পাসসহ স্বীকৃত ইনস্টিটিউট থেকে তিন বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : সার্ভেয়ার পদ ১টি। এসএসসি বা সমমানের পাসসহ সার্ভেয়িং বিষয়ে তিন বছর মেয়াদী ডিপ্লোমা।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : ল্যাব এসিস্ট্যান্ট/টেকনিশিয়ান ১টি। বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৪টি। এইচএসসি বা সমমানের পাসসহ ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষ এবং কম্পিউটার চালনা ও ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞ।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর/ পিএ ৩টি। এইচএসসি বা সমমানের পাসসহ ওয়ার্ড প্রসেসিংয়ে দক্ষ এবং কম্পিউটার চালনা ও ডাটা এন্ট্রি কাজে অভিজ্ঞ।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : ড্রাইভার পদ ২টি। ভারী ও হালকা যানবাহন চালনায় বৈধ লাইসেন্সসহ অষ্টম শ্রেণি বা জেএসসি পাস থাকতে হবে গাড়ি চালনায় তিন বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন ও ইত্তেফাক, তারিখ ২১ জানুয়ারি।
* জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) জাবি স্কুল ও কলেজ। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণির স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণির স্নাতকোত্তর। সব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।
পদ ও যোগ্যতা : প্রভাষক (গার্হস্থ্য বিজ্ঞান) জাবি স্কুল ও কলেজ। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও বিএড অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং সব পর্যায়ের পরীক্ষায় কমপক্ষে ২য় বিভাগ/শ্রেণি। ৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীর বেলায় শিক্ষকতার অভিজ্ঞতা শিথিলযোগ্য।
বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।
পদ ও যোগ্যতা : সহকারী হিসাবরক্ষক (কম্পট্রোলার অফিস)। বাণিজ্যে ২য় শ্রেণির স্নাতক বা সমমানের জিপিএসহ হিসাব সহকারী/সমমানের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অথবা বাণিজ্যে স্নাতকসহ হিসাব সহকারী বা সমমানের পদে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা অথবা উচ্চতর পদে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা।
বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
পদ ও যোগ্যতা : সেমিনার গ্রন্থাগার সহকারী (ইংরেজি)। স্নাতক ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। এইচএসসি বা সমমান। গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ৩১ জানুয়ারি।
যোগাযোগ : রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
ওয়েব :
www.juniv.edu.bd
সূত্র : ইত্তেফাক, ১৪ জানুয়ারি, পৃষ্ঠা-৪
* কর কমিশনারের (আপিল) কার্যালয়
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি। এইচএসসি বা সমমান। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার চালনায় অভিজ্ঞ। গাড়িচালক, ১টি। অষ্টম শ্রেণি বা সমমান। হালকা ও ভারী যানবাহন চালনায় দক্ষ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী। অভিজ্ঞতাসম্পন্নরা অগ্রাধিকার পাবেন।
বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।
পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, ২টি। এএসএসসি বা সমমান।
বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের শেষ তারিখ : ১৮ ফেব্রুয়ারি।
যোগাযোগ : আপিলাত রেঞ্জ-৩, কর আপিল অঞ্চল-৪, ঢাকা ও সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কর আপিল অঞ্চল-৪, সেগুনবাগিচা (১২ তলা), ঢাকা।
ওয়েব :
www.incometaxappeal.gov.bd
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৮ জানুয়ারি, পৃষ্ঠা-৬
-তাহ্সীন উদ্দীন
- -