কুরআন হিফয্

Muslim Woman

Super Moderator
Messages
12,286
Reaction score
1,449
Gender
Female
Religion
Islam
বিসমিল্লাহ


মানুষ অন্যের সাফল্যে আল্লাহর বিশেষ রাহমা খুঁজে পায়।

“ও মুখস্থ করেছে কুরআন? নিঃসন্তান তো। আমাদের মত ব্যস্ত হলে পারতো না!”

একদিন এক বাচ্চার মুখে শুনেছি যে, তাকে তার বান্ধবীরা বলেছে, “তোমার আর ভাই বোন নেই তো, তাই তোমার মুখস্থ করাটা সহজ!”
ভেবে দেখলাম, সবাই অন্যকে টেনে নামায়।

ছোটরাও ছোটদের নামায়।
“তুমি একটা ভালো কাজ করছো? কী আর এমন করে ফেলেছো? আমরা তোমার জায়গায় থাকলে আমরাও পারতাম!"
কেউ যে কারুর জায়গায় থাকে না, এই কথাটা অদ্ভুতভাবে ভুলে যাই আমরা!

সবাইকে যার যার নিজেই জায়গায় থেকেই চেষ্টা করতে হয়। ‘অন্যের জায়গায় গেলে তবে কিছু করবো’- এই আশায় বসে থাকলে আর হয়েছে কিছু করা!


কুরআন মুখস্থের এই যাত্রায় তাই মানুষের কথা অগ্রাহ্য করতে শিখতে হবে। আল্লাহ কথা দিয়েছেন মানুষের মুখে, মানুষ কথা বলবেই!
কিন্তু, যারা আল্লাহর জন্য মুখস্থ করছে, তাদের আল্লাহর জন্যই এগোতে হবে।
প্রশংসা এবং কুৎসা, দুটোকেই অগ্রাহ্য করে।
কাজটা যখন আল্লাহর জন্য, মানুষের মন্তব্যে এখানে কিছু আসে যায় না।

~নায়লা নুযহাত
সৌদি আরব

কপি
 
বিসমিল্লাহির রহমানির রহিম

কত না ভাগ্যবান তারা, আল্লাহর কালামকে যারা স্মৃতিতে ধারণ করে রেখেছেন। অনারব হয়েও আরবী ভাষার পুরো কুরআন এদের মুখস্থ। সুবহান আল্লাহ।

দুনিয়ার আর কোন ধর্মের অনুসারীরা তাদের পবিত্র ধর্মগ্রন্থকে এভাবে হিফয করেন না বা করতে পারেন না।
এটা মুসলমানদের একটি অনন্য বৈশিষ্ট্য যা বিশ্ব গণমাধ্যমে তেমনভাবে প্রচারিত হয় না।

মনে করি,দুনিয়া জুড়ে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে আর সব ধর্মগ্রন্থ নষ্ট হয়ে গেছে।

তখন একমাত্র মুসলিমদের পক্ষে সম্ভব হবে অবিকল কুরআন পুনরুদ্ধার করা।
কুরআন যারা হিফয করেছেন, তারা স্মৃতি থেকে আবারও হারিয়ে যাওয়া কুরআন ফিরিয়ে আনবেন।

অন্য সব ধর্ম গ্রন্থ দুনিয়া থেকে মুছে যাবে । এসব ধর্মের একজন অনুসারীও স্মৃতি থেকে নিজের ধর্মগ্রন্থ মনে করতে পারবেন না।


……………

কুরআনের হাফেজদের মর্যাদার উপর অনলাইন থেকে একটা লেখা নিচে পোস্ট করছি।

ইসলামে কুরআনে হাফেজদের মর্যাদা

যারা হেদায়াত প্রত্যাশা করে এবং এর জন্য চেষ্টা করে, মহান আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যে কোরআনের তিলাওয়াত, বুঝা, হিফয করা, এর বিষয় বস্তু গভীরভাবে চিন্তা করে হৃদয়ংগম করা ও তার নির্দেশ অনুযায়ী আমল করা খুব সহজ করে দিয়েছেন।

আল্লাহ তাআলা বলেন :—



وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآَنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ (القمر:١٧)



এবং আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝা ও উপদেশ গ্রহণের জন্য। কোন চিন্তাশীল উপদেশ গ্রহণকারী আছে কি? (সূরা কমর : ১৭)

আসুন এবার এ পবিত্র কুরআনকে যারা হিফয করতেছে তাদের বিষয় নিয়ে আলোচনা করি।

তারা রাতের আরামের ঘুমকে হারাম করে দিনকে দিন রাতকে রাত মনে না করে অক্লান্ত পরিশ্রম করে পবিত্র কোরআনের ত্রিশটি পাড়া অন্তরে ধরে রেখেছেন।
তারা পবিত্র কোরআনের হাফিজ এবং মহান আল্লাহ তয়ালার প্রিয় বন্ধু। তাদের সাথে কোন অবস্থাতে শত্রুতা পোষণ করা ঠিক নহে। সব সময় তাদের সাথে ঘনিষ্ঠতা রাখা উচিত।

পৃথিবীতে অন্য কোন ধর্ম গ্রন্থ কেউ মুখস্ত করতে সক্ষম হয়নি এবং হবে না। কিন্তু অসংখ্য মানুষ রয়েছে যাদের অন্তরে পবিত্র গ্রন্থ আল কোরআন বিদ্যমান রয়েছে। অন্তরে বিদ্যমান রত হাফেজের জন্য আল্লাহ জান্নাতে বিশেষ স্থান নির্ধারন করে রেখে দিয়েছেন।

রাসুল স: বলেন, জান্নাতে একটি নদী রয়েছে যার নাম রাইয়ান। তার উপর মারজানের একটি শহর রয়েছে। যা সত্তুর হাজার স্বর্ন ও রৌপ্য দ্বারা প্রস্তুত। তা একমাত্র কোরআনে হাফিজদের জন্য নির্ধারন করে রাখা হয়েছে। (কানযুল উম্মাল)

অত্যন্ত দু:খ জনক সত্য হচ্ছে এই ঐশী জ্ঞানের ধারক হাফেজে কোরআনদের কিছু ব্যক্তি তুচ্ছ তাচ্ছিল্যভরে দেখছে।

সমাজে হাফেজদের দুর্বল করার জন্য উঠে পড়ে লেগেছে এক শ্রেণির মানুষ। আবহমানকাল ধরে কোরআনে হাফেজদের প্রতি যে গভীর ভক্তি ও শ্রদ্ধা বদ্ধমূল ছিল। তা নষ্ট করার জন্য তারা সর্ব শক্তি ব্যয় করছে। তাদেরকে গরীব বলে অবহেলিত করা হচ্ছে।

কিন্তু মহান আল্লাহর কাছে কোরআনে হাফেজগন ধনী ব্যক্তি এবং পবিত্র কোরআন সংরক্ষন আল্লাহ তায়ালা হাফিজদের দিয়ে করিয়ে থাকেন।

হজরত আবু যর গিফরী (রা: ) হতে বর্ণিত, রাসুল (স: ) বলেন, “সবচেয়ে ধনী হল হাফেজে কোরআন যার হৃদয়ে মহান আল্লাহ তায়ালা কোরআনুল কারীম সংরক্ষন করেছেন। (কানযুল উম্মাল)।

আর কুরআনে হাফেজদের মর্যাদা কেমন হবে?

রাসূল( সাঃ )ইরশাদ করেন,যে ব্যক্তি কুরআন পাঠ করবে এবং একে হিফয করবে এবং এর যাবতীয় হালাল বিষয়গুলোকে হালাল ও হারাম বিষয়সমূহকে হারাম মনে করবে ,
আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন।

শুধু তাই নয়,তার পরিবারস্থ এমন দশ ব্যক্তির ব্যাপারে তার সুপারিশ মকবুল হবে যারা দোযখে যাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছিল।(তিরমিযী শরীফ-২ঃ১১৪) সুবহানআল্লাহ

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কুরআন হিফয করার তৌফিক দান করুন।

-আমীন

লেখকঃ মাওলানা আরিফুল ইসলাম
 
ইস আমি যদি কোরআনের হাফিয হতে পারতাম !!:inshallah
 

Similar Threads

Back
Top