Muslim Woman
Super Moderator
- Messages
- 12,286
- Reaction score
- 1,449
- Gender
- Female
- Religion
- Islam
বিসমিল্লাহ
মানুষ অন্যের সাফল্যে আল্লাহর বিশেষ রাহমা খুঁজে পায়।
“ও মুখস্থ করেছে কুরআন? নিঃসন্তান তো। আমাদের মত ব্যস্ত হলে পারতো না!”
একদিন এক বাচ্চার মুখে শুনেছি যে, তাকে তার বান্ধবীরা বলেছে, “তোমার আর ভাই বোন নেই তো, তাই তোমার মুখস্থ করাটা সহজ!”
ভেবে দেখলাম, সবাই অন্যকে টেনে নামায়।
ছোটরাও ছোটদের নামায়।
“তুমি একটা ভালো কাজ করছো? কী আর এমন করে ফেলেছো? আমরা তোমার জায়গায় থাকলে আমরাও পারতাম!"
কেউ যে কারুর জায়গায় থাকে না, এই কথাটা অদ্ভুতভাবে ভুলে যাই আমরা!
সবাইকে যার যার নিজেই জায়গায় থেকেই চেষ্টা করতে হয়। ‘অন্যের জায়গায় গেলে তবে কিছু করবো’- এই আশায় বসে থাকলে আর হয়েছে কিছু করা!
কুরআন মুখস্থের এই যাত্রায় তাই মানুষের কথা অগ্রাহ্য করতে শিখতে হবে। আল্লাহ কথা দিয়েছেন মানুষের মুখে, মানুষ কথা বলবেই!
কিন্তু, যারা আল্লাহর জন্য মুখস্থ করছে, তাদের আল্লাহর জন্যই এগোতে হবে।
প্রশংসা এবং কুৎসা, দুটোকেই অগ্রাহ্য করে।
কাজটা যখন আল্লাহর জন্য, মানুষের মন্তব্যে এখানে কিছু আসে যায় না।
~নায়লা নুযহাত
সৌদি আরব
কপি
মানুষ অন্যের সাফল্যে আল্লাহর বিশেষ রাহমা খুঁজে পায়।
“ও মুখস্থ করেছে কুরআন? নিঃসন্তান তো। আমাদের মত ব্যস্ত হলে পারতো না!”
একদিন এক বাচ্চার মুখে শুনেছি যে, তাকে তার বান্ধবীরা বলেছে, “তোমার আর ভাই বোন নেই তো, তাই তোমার মুখস্থ করাটা সহজ!”
ভেবে দেখলাম, সবাই অন্যকে টেনে নামায়।
ছোটরাও ছোটদের নামায়।
“তুমি একটা ভালো কাজ করছো? কী আর এমন করে ফেলেছো? আমরা তোমার জায়গায় থাকলে আমরাও পারতাম!"
কেউ যে কারুর জায়গায় থাকে না, এই কথাটা অদ্ভুতভাবে ভুলে যাই আমরা!
সবাইকে যার যার নিজেই জায়গায় থেকেই চেষ্টা করতে হয়। ‘অন্যের জায়গায় গেলে তবে কিছু করবো’- এই আশায় বসে থাকলে আর হয়েছে কিছু করা!
কুরআন মুখস্থের এই যাত্রায় তাই মানুষের কথা অগ্রাহ্য করতে শিখতে হবে। আল্লাহ কথা দিয়েছেন মানুষের মুখে, মানুষ কথা বলবেই!
কিন্তু, যারা আল্লাহর জন্য মুখস্থ করছে, তাদের আল্লাহর জন্যই এগোতে হবে।
প্রশংসা এবং কুৎসা, দুটোকেই অগ্রাহ্য করে।
কাজটা যখন আল্লাহর জন্য, মানুষের মন্তব্যে এখানে কিছু আসে যায় না।
~নায়লা নুযহাত
সৌদি আরব
কপি