বিসমিল্লাহ
হিজামা
https://m.facebook.com/story.php?story_fbid=1413655788720103&id=1369580119794337
#####
কারো আম্মু বা পরিচিত আত্মীয় দের এ সমস্যা গুলো আছে? অনেক দিন মেডিসিন নিচ্ছে? তাহলে হিজামা করান খুব উপকার পাবেন। হোম সার্ভিস ও আছে
♣♣♣♦♣♣♦♣♣♣♦♣♣♣♦♣
“নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা (কাপিং) হলো শ্রেষ্ঠ।” সহীহ আল বুখারী (৫৩৭১)
হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে। যে কোন সমস্যায় আগে জিগ্যেস করুন হিজামা করানো যাবে? বেশিরভাগ উত্তর পাবেন হ্যাঁ! কেন?
❂উচ্চরক্তচাপ (High Blood Pressure)
❂ডায়াবেটিস
❂কিডনির সমস্যা(Kidney Disease)
❂ লিভারের সমস্যা
❂ঘুম জনিত সমস্যা (insomnia)
❂যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
❂আরথ্রাইটিস
❂জয়েন্টের ব্যথা (Gout Pain)
❂বাতের ব্যথা (Arthritis)
❂পায়ের তালুর ব্যথা
❂রক্ত জমাট বাধা বা অবস ভাব
❂হাঁটু ব্যথা (Knee Pain)
❂ঘাড়ে ব্যথা (Neck Pain)
❂কোমড় ব্যথা (Waist Pain)
❂ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
❂মাংসপেশীর ব্যথা (muscles spasm)
❂প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
❂চুল পড়া (Hair fall)
❂মোটা সমস্যা (obesity)
❂হরমোনাল সমস্যা
❂মাইগ্রেনের ব্যথা (Migraine)
❂স্মৃতিহীনতা (Parkinson's disease)
❂মনোযোগ বৃদ্ধি
❂দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
❂থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
❂সাইনুসাইটিস (Sinuses problem)
❂এজমা/ হাপানি (Asthma) ❂রক্তসংবহন তন্ত্র(Blood circulation system)
❂গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
❂ব্রণ (Acne)
❂শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
❂পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা ❂
হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
❂মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
❂রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
❂রক্তজমাট বাঁধা (Varicose Vein)
❂দূষিত রক্ত পরিষ্কারকরণ
❂সার্জারির পরবর্তী ব্যথা
❂চিকুনগুনিয়ার ব্যথা সহ আরো অসংখ্য রোগে হিজামা করানো যায়।
কোন সমস্যা না থাকলেও কি হিজামা করানো যাবে?
// হ্যা, করানো যাবে। এক. এতে সুন্নাহ পালন হবে দুই. নিয়মিত সুন্নাহ হিজামা করালে চুল বৃদ্ধি পায়, চুল পড়া কমে, স্মরণশক্তি বৃদ্ধি পায়, অলসতা, অবসাদগ্রস্ততা বিদূরিত হয়, রোগজীবাণু সহজেই আক্রান্ত করতে পারে না, রক্ত পরিশুদ্ধ হয়, শরীর রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠে অনেকটা disease-proof এর মত।
আবু কাবশাহ আনমারী (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, নবী করীম (ছাঃ) মাথার মাঝখানে এবং দুই কাঁধের মাঝে হিজামা করতেন এবং বলতেন, যে ব্যক্তি নিজ শরীরের এ অংশে হিজামা করাবে, সে তার কোন রোগের চিকিৎসা না করালেও কোন ক্ষতি হবে না।(আবুদাঊদ হা/৩৮৫৯; ইবনে মাজাহ হা/৩৪৮৪, সনদ ছহীহ)
কি এই হিজামা?
হিজামার কার্যপদ্ধতিতে কতকগুলো পয়েন্টে নির্ধারিত সময় ধরে একটা কাপ বসানো হয়, নেগেটিভ সাকশনে চামড়ার রঙের ভিন্নতার উপর সমস্যার তীব্রতা বুঝা যায়। এরপর সেখানে কিছু স্বাভাবিক নিয়ম পালন করে হালকা আচড় কাটা হয়। আচড় শব্দ টা এই জন্য ব্যবহার করা কাপ ভর্তি রক্ত মানেই হিজামা নয়। হিজামার শেষ চিহ্ন দেখার পর তা সরিয়ে সঠিক পদ্ধতিতে শেষ করা হয় বিস্ময়কর এই সুন্নাহ চিকিৎসা।Al Hijama Cupping Center Dhaka 01676659837
কেমন ব্যথা,দাগ যাবে কি?
পিপড়ার কামড়ের মতই অনুভূতি হয়, দাগ ২ থেকে ৩দিন পর স্বচ্ছ হতে শুরু করে, জয়তুন তেল ( অলিভ অয়েল) ব্যবহারে দাগ পুরোপুরি চলে যায় বোঝাও যায় না।
Al Hijama Cupping Center Dhaka 01676659837
হিজামা/Wet Cupping সম্পর্কে আরো জানুন।
♦♦♦ হিজামা কিভাবে এত এত রোগে কাজ করে facebook.com/HijamaCuppingTherapyforSisters/posts/292231148123450
♦♦♦হিজামা কিভাবে কাজ করে ? হিজামা সম্পর্কিত হাদীস জানতে এই লিংকে যান -
https://m.facebook.com/story.php?story_fbid=189046058441960&id=149608759052357
♦♦♦ হিজামার মেডিকেল ব্যখ্যা
facebook.com/HijamaCuppingTherapyforSisters/posts/174040769942489
♦♦♦নোবেল পুরস্কার প্রাপ্ত নাইট্রিক অক্সাইডের ভূমিকা শিরোনামের সাথে হিজামার কি সম্পর্ক জানুন-
https://m.facebook.com/story.php?story_fbid=216158732397359&id=149608759052357
♦♦♦চাঁদের সাথে হিজামা? আল্লাহর রাসূল কি বলেছেন? বিজ্ঞান কি বলছে?
https://m.facebook.com/story.php?story_fbid=274993026513929&id=149608759052357
♦♦♦ রাসূল (স) যে ৯ টি পয়েন্টে হিজামা নিয়েছেন তার উপকারিতা
https://m.facebook.com/story.php?story_fbid=283784695634762&id=149608759052357