আসুন ছোট ছোট করে আরবি কথোপকথন চর্চা করি

  • Thread starter Thread starter Abrars
  • Start date Start date
  • Replies Replies 5
  • Views Views 4K

Abrars

Senior Member
Messages
98
Reaction score
3
Gender
Male
Religion
Islam
১) স্বাগতম= اَهْلاً سَهْلاً (আহলান সাহলান)

২) ধন্যবাদ =شُكْرًا
(শুকরান)

৩) জলদি চল=
اِمْشِ بِالْسُّرْعَةِ (এমশি-বিল-সুরাআতি)
মাশা= হাটা
বি=সাথে
সুরাহ=দ্রুত

৪) উঠ =
اِطْلَعْ (এতলা)

৫) দরজা খোল= اِفْتَحَ الْبَابْ ( এফতাহাল-বাব)

ফাতাহ = শুরু করা / খোলা
বাব = দরজা



 
৬) ইহার দাম কত? = بِكَمْ هَذَا (বিকাম হাদ্বা)
কাম=কত?
হাদ্বা/হাযা=ইহা/এটা ( কাছের জিনিস বুঝাতে)

৭) কি হয়েছে ? = مَاذَ حَدَثَ (মাদ্বা হাদাথা)
মাদ্বা/মাযা = কি ?
হাদাথা/হাদাছা=খবর/ব্যাপার

৮) তোমার (পুং) বয়স কত? = كَمْ عُمْرُكَ (কাম উম্রু-কা)
কাম=কত
উমর=বয়স
-কা = তোমার ( পুং সংযুক্ত সর্বনাম)

৯)ভালো নয় = لَستُ بِخَيرِ (লাসতু বি-খাইরি)
লাসতু = আমি নই (আমি-উহ্য + নয়
)
বি= সহিত (অব্যয়)
খাইর=উত্তম


১০) আজ শুক্রবার = اَلْيَومُ يَومُ اَلْجُمُعَةُ (আল-ইয়াউম ইয়াউম আল-জুমুয়াহ)
আল-ইয়াউম=আজ
ইয়াউম=দিন/বার
জুমুয়াহ= জুম্মা/শুক্রবার


 
Last edited:
১১) আমদের দেশের নাম বাংলাদেশ=اِسْمُ بِلَادُنَ بَنْغَلَادِيْشْ (ইসমু বিলাদু-না বাংলাদেশ)
ইসম= নাম
বিলাদ=দেশ
-না= আমদের (পুং+স্ত্রী সংযুক্ত সর্বনাম)

১২) আমি এগারটি গ্রহ দেখলাম = رَأَيْتُ اَحَدَ عَشَرَ كَوكَبًا (রাই-তু আহাদা আশারা কাওকাবান )
রায়া = দেখা / পর্যবেক্ষন করা
-তু= আমি ( পুং+স্ত্রী সংযুক্ত সর্বনাম)
আহাদা আশারা = ১১ ( আহাদ-১ + আশারা-১০)
কাওকাব = গ্রহ ( তারা নয় , কেননা তারা এর আরবি-নজম)

১৩) একতাই বল = الاِتّحَادُ قُوَّةَ (আল-ইত্তাহাদু কুওয়াতা)
ইত্তাহাদ= একতা/সমঝোদা
কুওয়া = শক্তি/বল ( যেমনঃ লা হাওলা ওয়া লা কুওয়াতা – আল্লাহ্- ছাড়া কোন শক্তি নেই)

১৪) মিথ্যাচার গুনাহের মা = اَلْكِذْبُ اُمُّ الذُّنُوبِ ( আল-কিদ্ববু উম্মু-দ্দ্বানুব)
কিদ্বব/কিযাব = মিথ্যা ( দ্বাল এর পরে আলিফ হলে মানে হবে মিথ্যাচারি/কাদ্দ্বাব - كَذَّابْ)
উম= মা
দ্বনুব/যুনুব = গুনাহ/পাপ

১৫) পুস্তক থেকে জ্ঞান সংগ্রহ কর = اُطْلُبِ اَلْعِلْمَ فِى الْكِتَابِ( উতলুবি-ল এলমা ফি-ল কিতাবি )
তলব = অন্বেষণ ( বাক্যে তলব এর আগে আলিফ যুক্ত হয়ে উতলুব দ্বারা আদেশ বুঝাচ্ছে)
এলম = জ্ঞান
ফি= ভিতরে/মধ্যে
কিতাব = বই/পুস্তক ( মনে রাখবেনঃ কিতাব/كِتَاب – বই , কাতিব /كاتِب- লেখক )



 
১৬) খাও ও পান কর = كُلُوْا و اَشْرَبُوْا (কুলু ও আশরাবু )

কুল = খাওয়া ( কিন্তু قُلْ/ক্বল মানে বলা । ছোট কাফ ও বড় কাফের বানানের পার্থক্য লক্ষ্যনীয় )
শরাব = পান করা (আরবিতে মদ কে ‘খিমার’ / خمر বলে )

১৭) মুহাম্মদ (সাঃ) ৫৭০ খ্রীষ্টাব্দে জন্ম গ্রহণ করেন = ولَدُ مُحَمَّد (ص) فِى سَنَةِ خَمْسِ مِاعَةٍ و سَبْعِيْنَ مِيْلَادًا ( ওলাদু মুহাম্মাদ (সাঃ) ফি সানাতি খামসি মিয়াতি ওয়া সাবিইনা মিইলাদান )

মাওলুদ/মিলাদ = জন্ম ( ওলাদু – অতীত বাচক ক্রিয়া )
ফি= মধ্যে
সানাহ = বছর / সাল
খামসা = ৫
মিয়া=১০০
খামসি মিয়া = ৫০০
সাবইন = ৭০ ( সাবা/سبعة-৭)
মিলাদান = খ্রিস্টাব্দ

১৮) ঠাট্টা করনা = لَا تُمَزَّحْ (লা তু-মাযযাহ )

লা = না (বর্তমান কাল । অতীত হলে ‘মা’/ ما ব্যবহৃত হয়)
মাযযা = ঠাট্টা /মশকরা ( সম্ভবত বাংলা ‘মজা’ শব্দ এই আরবি শব্দ থেকে এসেছে )

১৯) তোমাদের শিক্ষাকদেরকে সম্মান কর = اَكْرِمُوْا اُسْتَاذَكُمْ ( আকরিমু উস্তাদা-কুম)

কারিম = সম্মানিত (একরাম ক্রিয়া , আদেশসূচক – সম্মান কর)
উস্তাদ = শিক্ষক
-কুম= তোমাদের ( বহুবচন পুং বাচক সংযুক্ত সর্বনাম)

২০) সে কোথায় ? = اَيْنَ هُوَ؟ (আইনা হুয়া)

আইনা = কোথায়
হুয়া = সে (পুং বাচক , স্ত্রী বাচক- ‘হিয়া’/هي হবে )



 
২১) আমার মা খাবার রান্না করছে = تَطْبُخُ الأُمِّيْ الطَّعَامَ (তা-ত্ববুখু আল-উম্মি ত্বায়ামা)

ত্বাবাখ (طبخ) = রান্না করা ( তা/ت এর আগে যুক্ত হয়ে ও শেষে পেশ হয়ে স্ত্রিবাচক ও চলমান বর্তমান কাল বুঝিয়েছে)
উম্ম= মা
-ই= আমার ( পুং/স্ত্রিবাচক যুক্ত সর্বনাম)
ত্বোয়াম = খাদ্য/খাবার

২২) আমি দুঃখিত/আমাকে ক্ষমা করুন = انا آسف (আনা আসিফ)

আনা = আমি
আসিফ = মাফ

২৩) বালকটি চলে গেছে = خَرَجَ الوَلَدُ (খারাজা আল-ওয়ালাদু)

খারাজা = বাহির হয়ে যাওয়া ( অতীত বাচক)
ওয়ালাদ = বালক (কোন শব্দের আগে আল/ال থাকলে শব্দের শেষে তানভিন হয়না )

২৪) একটি বসা কুকুর = كَلْبٌ جَالِسٌ (কালবুন জালিসুন)

কালব = কুকুর ( নাকিরা/অনির্দিষ্ট বুঝালে শব্দের শেষে তানভিন হয় - এখানে দুই পেশ)
জালিস = বসা

২৫) কুকুরটি বসে আছে = اَلْكَلْبُ جَالِسُ (আল-কালবু জালিসু)

কালব = কুকুর ( শব্দের আগে আল/ال যুক্ত হয়ে মারিফা/নির্দিষ্ট হয়েছে , তাই শব্দের শেষে দুই পেশ/তানভিন না হয়ে এক পেশ হয়েছে )
জালিস = বসা
 
বিসমিল্লাহ

আশাকরি অনেকেরই উপকার হবে।

জাযাকাল্লাহ খায়ের
 

Similar Threads

Back
Top